হার্ট অ্যাটাক শুধুমাত্র বয়স্কদের হয়, এই ভ্রান্ত ধারণা রয়েছে প্রায় আমাদের সকলের মধ্যেই। কিন্তু বর্তমানের কিছু গবেষণায় উঠে এসেছে, তরুণ প্রাপ্তবয়স্কদের কার্ডিয়াক অ্যারেস্টের সংখ্যা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। সিনেমা জগতের তারকাদের দিকে লক্ষ্য করলেই আমরা বুঝতে পারবো কী ভাবে এই রোগের প্রবণতা যুব সমাজের মধ্যে বৃদ্ধি পাচ্ছে।
প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন ২০২৩ সালের ফেব্রুয়ারিতে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন মাত্র ৪৭ বছর বয়সে। পরিচিত তেলেগু অভিনেতা এবং নাট্যকার হরিকান্ত এই বছরেই ১ জুলাই হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে অপ্রত্যাশিতভাবে ৩৩ বছর বয়সে মারা যান। সকলের প্রিয় টেলিভিশন অভিনেতা, সিদ্ধার্থ শুক্লা ৪০ বছর বয়সে ২ শে সেপ্টেম্বর, ২০২১-এ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান। এ'রকম উদাহরণ বিগত কিছু বছরে দেখা গেছে বহুসংখ্যক। তরুণ প্রাপ্তবয়স্কদের, বিশেষত ত্রিশ ও চল্লিশ বয়সের লোকেদের হৃদরোগের স্বাস্থ্য নিয়ে বর্তমানে উদ্বিগ্ন চিকিৎসকেরা।
হৃদরোগের জন্য আধুনিক জীবনযাত্রাকে প্রধানভাবে দায়ী করেছেন চিকিৎসকেরা। তাদের মতে অতিরিক্ত তামাক সেবন, মদ্যপান, অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া, একজায়গায় বসে কাজ ও অতিরিক্ত স্ট্রেস হার্ট অ্যাটাকের প্রবণতাকে বাড়াচ্ছে বহুগুণ। এইচটি লাইফস্টাইলের (HT Lifestyle) সঙ্গে একটি সাক্ষাৎকারে, স্পর্শ হাসপাতালের (SPARSH Hospital) অ্যাডভান্সড হার্ট ফেইলিওর ম্যানেজমেন্ট এবং ট্রান্সপ্লান্ট কার্ডিওলজিস্ট ডক্টর পি অশোক কুমার জানান, প্রাপ্তবয়স্কদের মধ্যে হার্টের সমস্যার অন্যতম কারণ হল করোনারি ধমনী রোগ (coronary artery disease)। এছাড়াও তিনি আরও কিছু কারণের কথা উল্লেখ করেন, যেমন জেনেটিক্স বা হৃদযন্ত্রের ছন্দের সমস্যা, জন্মগত হৃদরোগ বা হার্টের পেশির অস্বাভাবিক মোটা হয়ে যাওয়া, যাকে কার্ডিওমায়োপ্যাথি (cardiomyopathy) বলা হয়।
আলটিয়াস হাসপাতালের (Altius Hospital) ক্লিনিকাল কার্ডিওলজিস্ট ড: নিথিন প্রকাশ সাক্ষাৎকারে বলেন অস্বাস্থ্যকর জীবনধারা, যেমন পর্যাপ্ত ব্যায়াম না করা, প্রচুর প্রক্রিয়াজাত এবং চর্বিযুক্ত খাবার খাওয়া, ধূমপান, অত্যাধিক অ্যালকোহল সেবন ও স্থূলতা হার্টের সমস্যার মূল কারণ। এর সঙ্গে তিনি অতিরিক্ত ঝুঁকির কারণ হিসেবে ধূমপান, তামাক ব্যবহার, খারাপ খাদ্যাভ্যাস, টিনজাত খাবার, উচ্চ চাপ, অত্যধিক অ্যালকোহল গ্রহণ এবং ব্যায়ামের অভাবকে দায়ী করেন। কারণ এই সমস্ত কারণগুলিই ধমনীর সমস্যাকে বাড়িয়ে তোলে।
চিকিৎসকদের মতে, কার্ডিয়াক অ্যারেস্ট প্রায়শই কোনও সতর্কতা ছাড়াই ঘটে। কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পূর্বে বুকে অস্বস্তির মত কিছু উপসর্গ দেখা যায়, যাকে বেশিরভাগ মানুষ হজমের সমস্যা বলে ভুল করেন এবং উপেক্ষা করেন। এছাড়াও, কোনও কারণ ছাড়া হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, অস্বাভাবিক হৃদস্পন্দন সঙ্গে বমি ও চরম ক্লান্তিভাবও হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে।