টিফিন বাক্স সাবান দিয়ে যতই ভালো করে ধোয়া হোক না কেন, কেমন একটা গন্ধ যেন থেকেই যায়। বিভিন্ন ধরনের সাবান এমনকি সোডা ব্যবহার করলেও এই দুর্গন্ধ কাটতে চায় না। তবে চারটি ঘরোয়া টোটকা জানা থাকলে এই নিয়ে আর চিন্তা নেই।
1/5টিফিন বাক্স সাবান দিয়ে যতই ভালো করে ধোয়া হোক না কেন, কেমন একটা গন্ধ যেন থেকেই যায়। বিভিন্ন ধরনের সাবান এমনকি সোডা ব্যবহার করলেও এই দুর্গন্ধ কাটতে চায় না। তবে চারটি ঘরোয়া টোটকা জানা থাকলে এই নিয়ে আর চিন্তা নেই। (Freepik)
2/5টিফিন বাক্স খোলা রাখুন: টিফিন বাক্স ধোয়ার পর অনেকেই বন্ধ করে রাখেন। এতে গন্ধ দূর হয় না। বরং থেকে যায়। তাই ধোয়ার পর একটি নির্দিষ্ট জায়গায় খোলা অবস্থায় উল্টো করে রেখে দিন। প্রায় পাঁচ-ছ'ঘণ্টা ওই অবস্থায় রেখে দিলে দেখবেন ধীরে ধীরে গন্ধ দূর হয়ে গিয়েছে। (Freepik)
3/5লেবুর খোসা: লেবুর খোসা ফেলে না দিয়ে টিফিন বাক্স পরিষ্কার করার কাজে লাগাতে পারেন। লেবুর খোসায় মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড বাসন পরিষ্কার করার পাশাপাশি দুর্গন্ধও দূর করে। লেবুর খোসা জলে ফুটিয়ে সেই জল টিফিন বাক্সে আধঘণ্টা রেখে দিন। তারপর সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন। (Freepik)
4/5দারুচিনি: টিফিন বাক্সের দুর্গন্ধ দারুচিনি ব্যবহার করে সহজেই দূর করা যায়। এর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, যা টিফিন বাক্সের দুর্গন্ধ কমায়। একটি পাত্রে জল ও দারুচিনি ফুটিয়ে হালকা ঠান্ডা করে নিন। এই জল টিফিন বাক্সে ঢেলে দশ থেকে পনের মিনিট রেখে দিন। তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। (Freepik)
5/5সাদা ভিনিগার: সাদা ভিনিগারও এই কাজে পারদর্শী। সমপরিমাণ জল এবং সাদা ভিনেগার প্রথমে মিশিয়ে নিন। টিফিন বাক্সে এই মিশ্রণটি ভরে সারারাত রেখে দিন। পর দিন সকালে জল দিয়ে ভালভাবে ধুয়ে ফেলুন। (Freepik)