বাংলা নিউজ > টুকিটাকি > জাঙ্ক ফুডে মত্ত শিশুরা, বিজ্ঞাপনে রাশ টানতে সুপারিশ করল WHO

জাঙ্ক ফুডে মত্ত শিশুরা, বিজ্ঞাপনে রাশ টানতে সুপারিশ করল WHO

জাঙ্ক ফুডে মত্ত শিশুরা, বিজ্ঞাপনের প্রভাব নিয়ে চিন্তিত স্বাস্থ্য সংস্থা (AP)

অভিনেতা-অভিনেত্রীদের কথায় প্রভাবিত হয়ে খাদ্যভাসে অস্বাস্থ্যকর খাবারকে জায়গা দিলে ভুগতে হবে নিজেকেই। খাদ্যাভাস নিয়ে চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাশ টানতে বলল বিজ্ঞাপনে।

 

অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য এক উদ্বেগজনক বিষয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শিশুদের জন্য প্রস্তুত জাঙ্ক ফুড বিপণনের উপর বাধ্যতামূলক বিধিনিষেধের সুপারিশ করেছে। শিশুদের জাঙ্ক ফুড খাওয়াকে একটি ক্ষতিকর অভ্যাস বলে অভিহিত করেছে। কিন্তু ঠিক কী কী কারণে এই বিধিনিষেধ, কীভাবেই বা ক্ষতি করে জাঙ্ক ফুড, আসুন জেনে নিই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিজ্ঞাপন-বিপণন ব্যবস্থা শিশুদের খাদ্যতালিকাকে প্রভাবিত করে। বিজ্ঞাপনের মাধ্যমে শিশুদের খাবার সংক্রান্ত দৃষ্টিভঙ্গি প্রভাবিত হয়। এই ধরনের বিপণন শিশুদের স্বাস্থ্যের অধিকার এবং শোষণ থেকে স্বাধীনতার অধিকারকে লঙ্ঘন করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশগুলিকে সব বয়সের শিশুদের সুরক্ষার জন্য ট্রান্স-ফ্যাট, চিনি এবং লবণ (এইচএফএসএস) যুক্ত খাবারের বাজারজাতকরণে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বিবেচনা করতে বলেছে। নির্দিষ্ট কিছু খাবারকে নিষিদ্ধ করতে এবং বাচ্চাদের প্ররোচিত করার জন্য বিজ্ঞাপনের ক্ষমতা, মাত্রা সীমিত করতে দেশগুলিকে নির্দেশ দিয়েছে হু (WHO)।

সারা বিশ্বজুড়ে গবেষণা করে দেখা গেছে টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে পণ্য প্যাকেজিং এবং ক্রীড়া স্পনসরশিপের মাধ্যমে খাদ্য বিপণনকারীদের সংস্থাগুলির বিজ্ঞাপন দেখানো হয় দোকানে, স্কুল-কলেজে, রেস্টুরেন্টে এবং গণপরিবহনে সর্বত্র। খাদ্য বিপণন প্রধানত HFSS খাবার প্রচার করে। বিজ্ঞাপনগুলিতে সেলিব্রিটিদের অনুমোদন যেমন থাকে, তেমনই স্বাস্থ্যকর খাদ্য হবে দাবি করা হয় এগুলিকে। এছাড়াও গেমস, অ্যানিমেশন এবং বাচ্চাদের কণ্ঠের ব্যবহারে শিশু ও তাদের অভিভাবকরা বহুগুণ প্রভাবিত হয়। বাচ্চারা টিভি বিজ্ঞাপন দেখতে যত বেশি সময় ব্যয় করবে, পরবর্তী জীবনে দাঁতের ক্ষয় এবং ওজন বৃদ্ধির সম্ভাবনা তত বেশি হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

কিন্তু কী ভাবে নিয়ন্ত্রণ সম্ভব এই জাঙ্ক ফুডের রমরমা বাজারের? WHO-এর মতে, বিপণনে বিধিনিষেধ যেমন আনতে হবে, তেমনই তাজা পণ্যের প্রাপ্যতার দিকেও নজর দিতে হবে। ইউরোপ, আমেরিকাতে জাঙ্ক ফুডের রমরমা বাজার আজ ভারতের খাদ্যাভাসকেও গ্রাস করেছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের একটি সমীক্ষা বলছে, প্রতি চারজনের মধ্যে একজন প্রি-ডায়াবেটিক বা ডায়াবেটিক ব্যক্তি পাওয়া যাচ্ছে। প্রায় ৪০ শতাংশ ভারতীয় পেটের স্থূলতার কথা স্বীকার করেছেন। ভারতের অধিকাংশ প্যাকেটজাত বা প্রক্রিয়াজাত খাবারেই অধিক চিনি, ফ্যাট ইত্যাদির পরিমাণ লক্ষ্য করা যায়। সাধারণ মানুষকেই এই বিষয়ে সতর্ক হতে হবে বলে মন করছে বিশেষজ্ঞ মহল। অভিনেতা-অভিনেত্রীদের কথায় প্রভাবিত হয়ে খাদ্যভাসে অস্বাস্থ্যকর খাবারকে জায়গা দিলে ভুগতে হবে নিজেকেই। 

টুকিটাকি খবর

Latest News

ক্ষমতায় ফিরলেই সংবিধান বদলে দেবে, তবে এখন বলছে…তোপ প্রিয়াঙ্কার রোজ টিভিতে চার ছক্কার ফুলঝুরি, তবুও ওটিটিতে নজর কাড়ল চমকিলা, লজ্জার ভিউজ চঞ্চল তুলির টানে অপরূপা লগ্নজিতা, মুগ্ধ গায়িকা লিখলেন, ‘জীবনে অনেক পেয়েছি…’ অদ্ভুত অ্যাপার্টমেন্ট! বসার ঘরে রয়েছে জেল, এক মাসের ভাড়া জানলে চোখ উঠবে রয় খুবই ধূর্ত প্লেয়ার- প্রাক্তন ছাত্রকে নিয়ে চিন্তা থাকলেও, আত্মবিশ্বাসী হাবাস কলকাতায় ৪২ ডিগ্রির কাউন্টডাউন শুরু? রবিতে বৃষ্টি কোথায়? রইল আবহাওয়ার খবর মহিলারা কি গর্ভাবস্থায় অ্যালকোহল পান করতে পারেন? কী বলছে গবেষণা রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? সাবধান, আবারও জেগেছে খুনি গেম 'ব্লু হোয়েল'! প্রাণ নিল এক ভারতীয় ছাত্রের জমি খুঁড়তে গিয়ে বেরিয়ে এল অমূল্য ধন, খোঁজ মিলল ৪০০ বছরের পুরনো বিষ্ণু মূর্তির

Latest IPL News

রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.