বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘এক পদ, এক পেনশন’-এর কোনও পরিবর্তন খতিয়ে দেখতে পারবে না আদালত : কেন্দ্র

‘এক পদ, এক পেনশন’-এর কোনও পরিবর্তন খতিয়ে দেখতে পারবে না আদালত : কেন্দ্র

‘এক পদ, এক পেনশন’-এর কোনও পরিবর্তন খতিয়ে দেখতে পারবে না আদালত : কেন্দ্র (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

‘এক পদ, এক পেনশন’ প্রণয়নের ক্ষেত্রে যে অনিয়মের অভিযোগ উঠেছিল, তা খতিয়ে দেখার জন্য ২০১৫ সালের ডিসেম্বরে এক সদস্যের একটি বিচারবিভাগীয় কমিটি গঠন করেছিল কেন্দ্র।

‘এক পদ, এক পেনশন’ সংক্রান্ত কোনও পরিবর্তন খতিয়ে দেখতে পারবে না আদালত। কারণ এখন যে অবস্থায় আছে সেই নীতি, তার আর্থিক দিক খতিয়ে দেখে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সুপ্রিম কোর্টে একথাই জানাল কেন্দ্র। 

সেই নীতির আওতায় প্রতি বছর অবসরপ্রাপ্ত ফৌজিদের পেনশনের বিষয়টি পর্যালোচনা করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল ‘ইন্ডিয়ান এক্স-সার্ভিসম্যান মুভমেন্ট’। একইসঙ্গে ২০১৪ সালের বেতনের উপর ভিত্তি করে পেনশন নির্ধারণের আর্জিও জানানো হয়েছিল। বর্তমান নিয়ম অনুযায়ী, পাঁচ বছর অন্তর পেনশনের বিষয়টি পর্যালোচনা করা হয় এবং ২০১৩ সালের বেতনের ভিত্তিতে পেনশন নির্ধারিত হয়। সেই আর্জি খতিয়ে দেখছে শীর্ষ আদালত।

২০১৬ সাল থেকে আদালতে ঝুলে থাকা সেই আর্জির স্বপক্ষে হলফনামা দাখিল করে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ‘এক পদ, এক পেনশন’-এর জন্য প্রতি বছর কোষাগার থেকে ৭,১২৩.৩৮ কোটি টাকা দিতে হচ্ছে। ২০১৪ সালের ১ জুলাই থেকে সেই প্রকল্পের জন্য মোট ৪২,৭৪০.২৮ কোটি টাকা খরচ হয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রের সেই হলফনামা গ্রহণ করে আগামী ২৮ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং ইন্দিরা ব্যানার্জির বেঞ্চ। সেদিন কেন্দ্রের হয়ে সওয়াল করবেন অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল।

২০১১ সালে রাজ্যসভার পেনশন কমিটির রিপোর্টের উপর নির্ভর করে সেই মামলা দায়ের করা হয়েছিল। ‘এক পদ, এক পেনশন’-কে সমসংখ্যক বছর চাকরি এবং একই পদে অবসর নেওয়া ফৌজিদের অভিন্ন পেনশন হিসেবে ব্যাখ্যা করেছিল কমিটি। যে কমিটির নেতৃত্বে ছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা ভগৎ সিং কোশিয়ারি। কমিটির তরফে স্পষ্টভাবে জানানো হয়েছিল, ‘এক পদ, এক পেনশন’-এর আওতায় ফৌজিরা কবে অবসর গ্রহণ করেছেন, তা বিবেচ্য নয়।

মামলাকারী সংগঠনের দাবি, ‘এক পদ, এক পেনশন’-এর ক্ষেত্রে যে লক্ষ্য নেওয়া হয়েছিল, সেটি আদতে বাস্তবায়িত হয়নি। সংগঠনের আইনজীবী বালাজি শ্রীনিবাসন বলেন, ‘২০১৩ সালের ভিত্তিতে পেনশন নির্ধারণের ফলে যে ফৌজিরা ২০১৪ সালের ১ জুলাইয়ের পর অবসর গ্রহণ করেছেন, তাঁদের থেকে (২০১৪ সালের আগে) অবসরপ্রাপ্তরা একটি ইনক্রিমেন্টের কম পেনশন পাচ্ছেন। এনডিএ সরকার নিজেদের ইস্তাহারে জানিয়েছিল যে কোশিয়ারি কমিটির সংজ্ঞার ভিত্তিতে এক পদ, এক পেনশনের প্রণয়ন করবে। আমরা চাই, আসলে যেভাবে এক পদ, এক পেনশন বাস্তবায়নের লক্ষ্য নেওয়া হয়েছিল, সেভাবেই তার রূপায়ণ হোক।’

সেই দাবি নিয়ে কেন্দ্রের ব্যাখ্যা, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে ২০১৪ সালে যে ‘মডিফায়েড অ্যাসিরওড কেরিয়ার প্রগ্রেসন’ (এমএসিপি) চালু করা হয়েছিল, সেটির কারণে এই পার্থক্য আছে। উঁচুপদের ফৌজিরা তাঁদের জুনিয়রদের থেকে কম পেনশন পাচ্ছেন বলে মামলাকারী সংগঠনের তরফে যে দাবি করা হয়েছিল, তা খারিজ করে দিয়েছে কেন্দ্র।

কোশিয়ারি কমিটির রিপোর্টের প্রসঙ্গে কেন্দ্রের দাবি, কমিটির সুপারিশ গ্রহণ করেনি সরকার। তাই সেই সুপারিশগুলি মেনে চলতে বাধ্য নয় কেন্দ্র। হলফনামায় বলা হয়েছে, ‘যে কোনও কমিটির সুপারিশ বিবেচনা করে সরকার। কিন্তু কোষাগারের উপর প্রভাব, সেটির বাস্তবতা, প্রণয়নের মতো বিভিন্ন বিষয় বিবেচনা করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।’

তাৎপর্যপূর্ণভাবে, ‘এক পদ, এক পেনশন’ প্রণয়নের ক্ষেত্রে যে অনিয়মের অভিযোগ উঠেছিল, তা খতিয়ে দেখার জন্য ২০১৫ সালের ডিসেম্বরে এক সদস্যের একটি বিচারবিভাগীয় কমিটি গঠন করেছিল কেন্দ্র। সেই কমিটির রিপোর্টও জমা পড়েছে। কিন্তু অভ্যন্তরীণ কমিটির পর্যালোচনা চলছে বলে দাবি করে সেই রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি।

ঘরে বাইরে খবর

Latest News

২ দিন পরে কমবে গরম! কবে থেকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলায়? আগে কোথায় চলবে? শূন্যয় আউট হার্দিক-দুবে,WC-তে সুযোগ পাওয়া রোহিতদের IPL পরফর্ম্যান্স চোখে জল আনবে CSK-কে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল PBKS, চেন্নাই হেরে অক্সিজেন দিল বাকিদের ঘুম ভাঙলেই মাধ্যমিকের ফলাফল! কোথায় ও কীভাবে রেজাল্ট দেখবেন? পাশের হার কত হবে? পুষ্পা রাজ এবার বাংলাতেও! তিমির-শ্রীজাতর যুগলবন্দিতে মুগ্ধ শ্রোতারা ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করা তারকাকে স্ট্রাইকই দিলেন না ধোনি,তার পরে হাঁকালেন ছয় T20 বিশ্বকাপের দলে রিঙ্কুকে না রেখে বড় ভুল করল ভারত? হার্দিক ছন্দ পাবেন? WC থেকে বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে ভারতীয় দল গড়া হলে কারা জায়গা পাবেন স্কোয়াডে? ৩ বারের BJP সাংসদের বিপরীতে গুরুগ্রামে রাজ বব্বর, কাংরায় আনন্দ শর্মা মিডল অর্ডারের ব্যর্থতাই ডোবাল চেন্নাইকে, ৭ উইকেটে জিতে অক্সিজেন পেল পঞ্জাব

Latest IPL News

ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করা তারকাকে স্ট্রাইকই দিলেন না ধোনি,তার পরে হাঁকালেন ছয় WC থেকে বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে ভারতীয় দল গড়া হলে কারা জায়গা পাবেন স্কোয়াডে? মিডল অর্ডারের ব্যর্থতাই ডোবাল চেন্নাইকে, ৭ উইকেটে জিতে অক্সিজেন পেল পঞ্জাব তোমার যখন অভিষেক হয়েছিল, ন্যাপিতে ছিলাম- অমিত মিশ্রর বয়স নিয়ে চরম কটাক্ষ রোহিতের IPL-এর বাকি ম্যাচে অনিশ্চিত মায়াঙ্ক, তবে পেতে পারেন BCCI-এর পেস বোলিং চুক্তি বোলাররাই বেকার! HT বাংলায় নিজের বানানো পিচকে সেরার তকমা ইডেনের কিউরেটরের জামাই আদর পাচ্ছেন IPL-এ, সেই ইংরেজ তারকাই কপাল পোড়াচ্ছে KKR, RR-র T20 World Cup-IPL থেকে ছিটকে যাওয়া টিমের প্লেয়াররা ২১ মে পাড়ি দেবেন আমেরিকায় পাওয়াপ প্লে-তে একাধিক উইকেট হারিয়েই চাপ বাড়িয়েছি-রোহিতদের দোষারোপ করলেন হার্দিক T20 Wcup- Rohit, Virat নয়, এই ক্রিকেটারের মধ্যে এক্স ফ্যাক্টর আছে, বললেন ফ্লেমিং

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.