জম্মু -কাশ্মীরে পুঞ্চ জেলায় জঙ্গিদের সঙ্গে গুলিবিনিময়ে শহিদ দুই সেনা জওয়ান। প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র লেফটেনান্ট কর্ণেল দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, দুজন জওয়ান শহিদ হয়েছেন। নরখাস বনাঞ্চল এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলি বিনিময়ে ওই দুই জওয়ান শহিদ হয়েছেন। দুপক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই চলে। এতেই রাইফেলম্যান বিক্রম সিং নেগি ও রাইফেলম্যান যোগাম্বর সিং গুরুতর জখম হয়েছেন। পরে তাঁদের মৃত্যু হয়েছে।পাশাপাশি তিনি জানিয়েছেন, রাইফেলম্যান বিক্রম সিং নেগি, রাইফেলম্যান যোগাম্বর সিং অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন। কর্তব্যে অবিচল থেকে তাঁরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছেন। তাঁদের এই আত্মত্যাগের জন্য জাতি তাঁদের কাছে চিরঋণী থাকবে। জানিয়েছেন সেনা মুখপাত্র।
সেনা সূত্রে খবর, রাইফেলম্যান বিক্রম সিং নেগি উত্তরাখণ্ডের গাড়োয়ালের বাসিন্দা। মাত্র ২৬ বছর বয়সেই দেশের জন্য প্রাণ দিলেন তিনি। রাইফেলম্যান যোগাম্বর সিং উত্তরাখণ্ডের চামোলির বাসিন্দা। মাত্র ২৭ বছর বয়সেই শহিদ হয়েছেন তিনি। এদিকে অপর এক জেসিওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর খোঁজে তল্লাশি চলছে। এক সেনা আধিকারিক জানিয়েছেন, গত সোমবার জঙ্গিরা আমাদের পাঁচজন জওয়ানকে হত্যা করেছিল। মনে হচ্ছে এই গ্রুপটা সেই জঙ্গি দলেরই সদস্য। তারপর থেকেই বনাঞ্চল এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা। এদিকে পাহাড় ঘেরা জায়গায় তল্লাশিতে স্বাভাবিকভাবেই কিছুটা সমস্যা হচ্ছে। তবে চারদিন সাতজন জওয়ানের মৃত্যু সেনার কাছে বড় ক্ষতি, জানিয়েছেন এক সেনা আধিকারিক। তাঁর দাবি ,এই থেকে প্রমাণিত হচ্ছে এলাকায় এখনও অনুপ্রবেশ হচ্ছে।