বাংলা নিউজ > ঘরে বাইরে > 26/11 attack: কাসভকে জেলে চিহ্নিত করেছিলেন এক নার্স, কী বলেছিল ওই লস্কর জঙ্গি?

26/11 attack: কাসভকে জেলে চিহ্নিত করেছিলেন এক নার্স, কী বলেছিল ওই লস্কর জঙ্গি?

আজমল কাসভ। সংগৃহীত ছবি

সেই ২৬ নভেম্বর রাতে তিনি প্রসূতি বিভাগে কর্মরত ছিলেন। তিনি জানালা দিয়ে দেখেছিলেন, রক্ষীরা পড়ে রয়েছেন মাটিতে। রক্তে ভেসে যাচ্ছে চারদিক। এরপর তিনি ওয়ার্ডের দরজা বন্ধ করে সমস্ত গর্ভবতী মহিলাদের একটি ছোট্ট জায়গায় ঢুকিয়ে দিয়েছিলাম। লাইট নিভিয়ে দিয়েছিলাম। সেই সময় একজনের প্রসব যন্ত্রণা শুরু হয়…

২৬/১১ হামলা। মুম্বইয়ের ভয়াবহ জঙ্গি হামলা। সেদিনের ভয়াবহ ঘটনার মুখোমুখি হয়েছিলেন এক নার্স।অঞ্জলি বিজয় কুলথে। সেই সময় তিনি কামা অ্যাবলেস হাসপাতালে কর্মরত ছিলেন। তিনিও ছিলেন সেই হামলার অন্য়তম শিকার। তবে তিনি শুধু নিজে বাঁচেননি, সেদিন তিনি বাঁচিয়েছিলেন বহুজনকে। একাধিক প্রসূতিকে রক্ষা করেছিলেন তিনি। সেই অভিজ্ঞতার কথাই তিনি জানিয়েছেন সংবাদ সংস্থা এএনআইকে।

তাঁর মতে নিরাপত্তা পরিষদের আন্তর্জাতিক নেতৃত্ব যৌথভাবে এই জঙ্গিবাদকে শেষ করতে পারে। এখনও তাঁর সেদিনের স্মৃতি মনে পড়ে। সেই সময় লস্কর জঙ্গি আজমল কাসভকে ধরে ফেলেছিল সুরক্ষা বাহিনী। এরপর জেলে তাকে চিহ্নিত করতে অঞ্জলিকে নিয়ে যাওয়া হয়েছিল। ওই নার্স জানিয়েছেন., এতজনকে খুন করেও ওর কোনও অনুশোচনা ছিল না।

তিনি এএনআইকে জানিয়েছেন, আজমল কাসভের চিহ্নিতকরণের ব্য়াপারে আমাকে ডাকা হয়েছিল। সেই সময় সে হাসছিল। আর বলছিল ঠিক লোককেই চিহ্নিত করছেন। আমিই একমাত্র আজমল কাসভ। এত মানুষকে খুন করে কোনও অনুশোচনা ছিল না লোকটার মুখে। এটা দেখে খুব রেগে গিয়েছিলাম আমি।

এদিকে সেই ২৬ নভেম্বর রাতে তিনি প্রসূতি বিভাগে কর্মরত ছিলেন। তিনি জানালা দিয়ে দেখেছিলেন, রক্ষীরা পড়ে রয়েছেন মাটিতে। রক্তে ভেসে যাচ্ছে চারদিক। এরপর তিনি ওয়ার্ডের দরজা বন্ধ করে সমস্ত গর্ভবতী মহিলাকে একটি ছোট্ট জায়গায় ঢুকিয়ে দিয়েছিলাম। লাইট নিভিয়ে দিয়েছিলাম। সেই সময় একজনের প্রসব যন্ত্রণা শুরু হয়…

ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন ওই নার্স। এর সঙ্গে কাসভের নির্লিপ্ততার কথাও জানিয়েছেন ওই নার্স।

 

বন্ধ করুন