বাংলা নিউজ > ঘরে বাইরে > Dead bodies: অরুণাচলের হোটেলে উদ্ধার দম্পতি সহ ৩ জনের দেহ, ‘কালা জাদু’র ইঙ্গিত সুইসাইড নোটে

Dead bodies: অরুণাচলের হোটেলে উদ্ধার দম্পতি সহ ৩ জনের দেহ, ‘কালা জাদু’র ইঙ্গিত সুইসাইড নোটে

অরুণাচলের হোটেলে উদ্ধার দম্পতি সহ ৩ জনের দেহ, ‘কালা জাদু’র ইঙ্গিত সুইসাইড নোটে...ছবিতে মৃত দম্পতি

গিয়েছে।তাদের সকলের বয়স ৩০- এর আশেপাশে। মৃতদের নাম নবীন থমাস, তার স্ত্রী দেবী বি এবং তাদের বন্ধু আর্য বি নায়ার। জানা গিয়েছে, তারা ২৭ মার্চ গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ২৮ মার্চ ওই হোটেলে উঠেছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, নবীন একজন অনলাইন ব্যবসায়ী ছিলেন। 

চঞ্চল্যকর ঘটনা অরুণাচল প্রদেশে। একটি হোটেল থেকে উদ্ধার হল দম্পতি সহ ৩ জনের দেহ। এই মৃত্যুকে ঘিরে দানা বেঁধেছে রহস্য। মঙ্গলবার অরুণাচল প্রদেশের লোয়ার সুবানসিরি জেলার একটি হোটেলের ঘর থেকে তাদের মৃতদেহগুলি উদ্ধার করে পুলিশ। ৩ জনেই কেরলের বাসিন্দা। তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। বেশ কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, কালা জাদু করতে গিয়েই এরকম পরিণতি হয়েছে ৩ জনের। তবে এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:  'পুজো'র জন্য স্ত্রীর ঋতুস্রাবের রক্ত বিক্রি করলেন স্বামী! দাম শুনলে ঘুরবে মাথা

লোয়ার সুবানসিরির এসপি কেনি বাগরা জানিয়েছেন, জেলা সদরের হাপোলিতে ব্লু পাইন নামে ওই হোটেলের ঘরে কোট্টায়ামের দম্পতি এবং তিরুবনন্তপুরমের তাদের বন্ধুকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে।তাদের সকলের বয়স ৩০- এর আশেপাশে। মৃতদের নাম নবীন থমাস, তার স্ত্রী দেবী বি এবং তাদের বন্ধু আর্য বি নায়ার। জানা গিয়েছে, তারা ২৭ মার্চ গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ২৮ মার্চ ওই হোটেলে উঠেছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, নবীন একজন অনলাইন ব্যবসায়ী ছিলেন। তার স্ত্রী দেবী বেসরকারি স্কুলে জার্মান পড়াতেন। আর্য একই স্কুলে ফরাসী শিক্ষিকা ছিলেন।ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। তাতেই কালা জাদুর ইঙ্গিত পাওয়া গিয়েছে। 

জানা গিয়েছে , এদিন হোটেলের কর্মীরা তাদের হোটেলের ঘর চেক করতে গিয়ে তাদের মৃতদেহ দেখতে পান। প্রাথমিকভাবে, ৩ জনের কব্জি কাটা ছিল। তা থেকে রক্তক্ষরণ হওয়ার ফলে মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিশের। এর মধ্যে আর্য বি নায়ারকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। তার কব্জিতে কাটা দাগ রয়েছে, দেবী বি’র ঘাড়ে এবং কব্জিতে গুরুতর আঘাত পাওয়া গিয়েছে। এদিকে, নবীন থমাসকে বাথরুমে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। তাঁর কব্জিও কাটা ছিল।

জেলা পুলিশের দল এবং ফরেনসিক বিশেষজ্ঞরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেন। জানা গিয়েছে, আর্যর আত্মীয়রা তিরুবনন্তপুরম থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে কেরল পুলিশ জানতে পারে দুজনের সঙ্গে তিনি গুয়াহাটিতে উড়ে গিয়েছিলেন। সুইসাইড নোটে লেখা রয়েছে, ‘আমাদের কোনও ঋণ নেই। আমাদের কোনও সমস্যা নেই। আমরা সেখানে যাই যেখানে আমাদের থাকা উচিত।’ তিনজনের সই রয়েছে এই সুইসাইড নোটে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পুলিশ এবিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবে।

পরবর্তী খবর

Latest News

মুখ্যমন্ত্রী আগে ঠিক কাজটা করলে আমার কোল খালি হত না, কেঁদে ফেললেন নির্যাতিতার মা চুক্তি লাগু নিয়ে দিল্লিতে মিটিং, যোগ দেবে তিপ্রা মোথা, দিন ঠিক হল সুনীতার স্বামী মাইকেল হিন্দু ধর্মে বিশ্বাসী! কেমন ছিল দুজনের প্রেমের গল্প ‘অকারণ ফুটেজ খেতে ভালোবাসেন..’, সুজয় প্রসাদকে পালটা জবাব দেবাংশুর ‘বিরোধীরা আমায় অপমান করেন কিন্তু…’ ক্ষমতার ১০০ দিনের কথা মনে করালেন মোদী ‘যেখানে খেলাবে,সেখানেই প্রমাণ করব’! সিরিজ শুরুর আগে অধিনায়ককে ভরসা দিলেন মেহেদি… ১,০০০ টাকা না দিলে টয়লেট করা যাবে না! বেঙ্গালুরু মলের 'VIP' টয়লেট পলিসি ‘ওঁর স্ত্রী সন্তানসম্ভবা,মায়ের ক্যান্সার..’, কলতানের মুক্তির দাবিতে সরব পারোমিতা ‘ঘৃণায় ভরপুর! ভারতকে অপমান করছে,’ নাম না করে ফের রাহুলকে একহাত নিলেন মোদী মনে করালেন মোদী ৩.০ সরকারের..জন্মদিনে ধন্যবাদ-বার্তায় কী লিখলেন PM?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.