ভারতের ভিসা পাসপোর্ট হাতে থাকলে আপনি বিনা বাধায় ঘুরতে পারবেন ৫০টিও বেশি দেশ! হ্যাঁ অবিশ্বাস্য হলেও সত্যি। সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্সে উঠে এল এমনই চমকপ্রদ তথ্য। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় সাত ধাপ উপরে উঠে এল ভারত । হেনলি পাসপোর্ট র্যাঙ্কিংয়ের ৮০ তম স্থানে রয়েছে ভারতের পাসপোর্ট। এই পাসপোর্ট হায়ে থাকলে ভিসা ছাড়াই আপনি ঘুরে আসতে পারবেন ৫৭টি দেশ।
প্রকাশিত র্যাঙ্কিংয়ে অনেক রদবদলও ঘটেছে। জাপানকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তকমা পেয়েছে সিঙ্গাপুরের পাসপোর্ট। বিশ্বের মোট ১৯২টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন সিঙ্গাপুরের নাগরিকরা। গত ৫ বছর ধরে এই তালিকার শীর্ষস্থানে ছিল জাপান। তবে এবার তৃতীয় স্থানে নেমে এসেছে এশিয়ার এই দেশটি। প্রায় ১০ বছর আগে এই তালিকায় প্রথমে নাম ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। তবে এবার গতবারের থেকে ২ ধাপ নেমে অষ্টম হয়েছে আমেরিকা। চতুর্থতে ঠাঁই পেয়েছে ব্রিটেন। তালিকায় সবার শেষে নাম রয়েছে আফগানিস্তানের। এই দেশের পাসপোর্ট থাকলে ভিসা ছাড়া মাত্র ২৭টি দেশে ভ্রমণ করা যায়।
চলতি সপ্তাহের মঙ্গলবার পাসপোর্টের ক্রমতালিকার সর্বশেষ সংস্করণটি প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। বিশ্বের কতগুলি দেশে নির্দিষ্ট একটি দেশের পাসপোর্ট গ্রাহ্য হয়, তার ভিত্তিতেই হেনলি পাসপোর্ট ইন্ডেক্স তৈরি করা হয়। ভিসা নীতিতে পরিবর্তন হলেই আপডেট করা হয় এই ইন্ডেক্স। সেই ভিত্তিতেই মঙ্গলবার নতুন তালিকা প্রকাশ করা হয়েছে।
ক্রিশ্চিয়ান এইচ. কেলিন হেনলি পাসপোর্ট ইনডেক্সটির প্রচলন করেন। এই ইনডেক্সটি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটির থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়। এই ইনডেক্সের মধ্যে ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি দেশ রয়েছে।
২০২২ সালে প্রকাশিত ক্রমতালিকায় ৮৭তম স্থানে ছিল ভারত। এক বছরের মধ্যেই ক্রমতালিকায় সাত ধাপ উঠে ৮০ তম স্থানটি নিশ্চিত করেছে ভারত। সবমিলিয়ে ৫৭টি জায়গায় ভিসা ছাড়াই যেতে পারবেন ভারতীয় নাগরিক তথা, এদেশের পাসপোর্ট হোল্ডাররা। তার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, রোয়ান্ডা, জামাইকা ও শ্রীলঙ্কা। তবে চিন, রাশিয়া, আমেরিকা-সহ বেশিরভাগ উন্নত বিশ্বের দেশে যেতেই ভিসা লাগবে ভারতীয়দের।
সামগ্রিক ভাবে এশিয়া বা আফ্রিকা, লাতিন আমেরিকার দেশগুলির তুলনায় অনেকটাই এগিয়ে ইউরোপ, উত্তর আমেরিকার দেশগুলি। তালিবান শাসনাধীন আফগানিস্তান এই ক্রমতালিকার সবচেয়ে নীচে অবস্থিত। হেনলি পাসপোর্ট ইনডেক্সের মাধ্যমে বিশ্বজুড়ে রাষ্ট্রগুলির পারস্পরিক বিশ্বাসযোগ্যতা, ভূরাজনৈতিক সমীকরণের ধারণা বেশ ভালো ভাবেই আঁচ করা যায়।