বাবার সাহায্য ছাড়াই নাকি উপরে উঠতে চান আরিয়ান! আপাতত শাহরুখ-পুত্র বানাচ্ছেন স্টারডম নামের একটি ওয়েব সিরিজ। এতে প্রযোজনা অবশ্য করছে রেড চিলিজ। তবে নিজের প্রথম কাজে, বাবাকে কাস্ট করতে চাননি আরিয়ান। মুম্বইয়ের পর এবার গোয়া-তে চলছে কাজ।
এরই মধ্যে আরিয়ানের সঙ্গে কাজ করে ফেলেছেন ববি দেওল। এবার সেই দলে যোগ দিলেন আমির খানের ‘মা’! ভাবছেন নিশ্চয়ই তিনি আবার কে? আসলে স্টারডমে দেখা যাবে মোনা সিং-কে। যিনি এর আগে লাল সিং চাড্ডায় আমিরের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। শুধু তাই নয়, এক সাক্ষাৎকারে মোনা জানিয়েছিলেন সেই সিনেমার পর থেকে আমির নাকি তাঁকে ‘মা’ সম্বোধনই করেন। এমনকী, মাদার্স ডে-তেও পাঠিয়েছিলেন ভয়েজ নোট।
আরও পড়ুন: অভিষেকের ছবি বুকে নিয়ে জন্মদিন উদযাপন স্ত্রী ও মেয়ের, খেলেন ডাব চিংড়ি ও বিরিয়ানি
‘এটি খুব আকর্ষক একটি প্রোজেক্ট। তিনি সত্যিই ভিন্ন কিছু করতে চলেছেন। আরিয়ানের সঙ্গে সেটে কাজ করার অভিজ্ঞতা দারুণ’, জানিয়েছেন মোনা।
আরও পড়ুন: গলায় গেরুয়া উত্তরীয়, অযোধ্য়া রাম মন্দির দর্শনে আকাশ আম্বানি
এই মুহূর্তে, মোনা রয়েছেন গোয়া-তে। সেখানেই চলছে স্টারডমের পরবর্তী পর্যায়ের কাজ। এর আগে মুম্বই ও দিল্লিতে এই প্রজেক্টের শুটিং করেছেন আরিয়ান। তবে সিরিজের সমস্ত কিছু যতটা সম্ভব গোপন রাখা হচ্ছে।
এক সূত্র জানিয়েছেন, শাহরুখের ছেলে নিশ্চিত করেছেন যাতে সেট থেকে কিছু বাইরে ফাঁস না হয়ে যায়। পরিচালনায় হাতেখড়ি হলেও, দৃষ্টিভঙ্গি স্পষ্ট। জানেন কীভাবে দৃশ্যগুলি ব্যাখ্যা করতে হবে, এবং কাজটি সহজ হয়ে উঠবে।
আরও পড়ুন: ব্যাট হাতে শাহরুখ, ছেলে আব্রামের সঙ্গে ইডেনে ক্রিকেট খেললেন বাদশা
আপাতত বেশ কিছুটা শ্যুটিং বাকি। সিরিজটির ছয়টি পর্বের হতে চলেছে বলেই জানা যাচ্ছে। যদিও কোন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তির জন্য নির্ধারিত হয়েছে তা স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, এই সিরিজে শাহরুখ খান, রণবীর কাপুর, রণবীর সিং, করণ জোহরকেও নাকি দেখা যাবে। ফিল্ম ইন্ডাস্ট্রির পটভূমিতে সেট করা স্টারডমের চিত্রনাট্য লিখেছেন আরিয়ান নিজেই।
এদিকে ২০২৩ সালে পরপর ৩টে হিট পাঠান, জওয়ান, ডাঙ্কির পর এখনও নিজের পরবর্তী প্রোজেক্ট ঘোষণা করেননি শাহরুখ খান। আপাতত আইপিএল নিয়েই বড় ব্যস্ত বাদশা। আর এবারের প্রায় প্রতিটা ম্যাচেই বাবাকে মাঠে সঙ্গ দিচ্ছে ছোট ছেলে আব্রাম।