বাংলা নিউজ > ঘরে বাইরে > 7th Pay Commission: সরকারি কর্মীদের গ্র্যাচুইটি ও লিভ এনক্যাশমেন্ট নিয়ে বড়সড় ঘোষণা কেন্দ্রের

7th Pay Commission: সরকারি কর্মীদের গ্র্যাচুইটি ও লিভ এনক্যাশমেন্ট নিয়ে বড়সড় ঘোষণা কেন্দ্রের

সরকারি কর্মীদের DA, গ্র্যাচুইটি ও লিভ এনক্যাশমেন্ট নিয়ে বড়সড় ঘোষণা কেন্দ্রের। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)

একেবারে হিসাব দেখে নিন যে কীভাবে গ্র্যাচুইটি ও লিভ এনক্যাশমেন্টের হিসাব করা হচ্ছে।

করোনাভাইরাসের জেরে স্থগিত ছিল তিন দফার ডিয়ারনেন্স অ্যালোয়েন্স (ডিএ)। মাসকয়েক আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ১১ শতাংশ বাড়ানো হয়েছে। কিন্তু যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা গত বছরের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ জুনের মধ্যে অবসর নিয়েছেন, তাঁদের গ্র্যাচুইটি এবং লিভ এনক্যাশমেন্টের ক্ষেত্রে কি বর্ধিত ডিএ কার্যকর হবে না? দীর্ঘদিনেই সেই ধোঁয়াশা কাটাল কেন্দ্র।

গত বুধবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, গত বছরের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ জুনের মধ্যে যে সরকারি কর্মচারীরা অবসর নিয়েছেন, তাঁদের গ্র্যাচুইটি এবং লিভ এনক্যাশমেন্টের জন্য ১৭ শতাংশ ডিএ কার্যকর হবে না। বরং ওই দেড় বছরকে তিন ভাগে ভাগ করে সরকারি কর্মীদের ডিএয়ের হিসাব করা হবে। তার ভিত্তিতে তাঁরা গ্র্যাচুইটি এবং লিভ এনক্যাশমেন্টের সুযোগ পাবেন।

এমনিতে গত বছরের জানুয়ারির আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ১৭ শতাংশ হারে ডিএ পেতেন। যাঁরা গত বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে অবসর নিয়েছেন, তাঁদের গ্র্যাচুইটি এবং লিভ এনক্যাশমেন্টের জন্য ২১ শতাংশ ডিএ ধরা হবে। অর্থাৎ সেই সময় প্রাপ্য ১৭ শতাংশ ডিএয়ের সঙ্গে চার শতাংশ বাড়তি ডিএ যোগ করা হয়েছে। একইভাবে গত বছর ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর এবং চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে যাঁরা অবসর নিয়েছেন, তাঁদের ডিএ হিসাব করা হয়েছে।

কোনও সময় অবসর গ্রহণ করলে কত হারে ডিএ ধরা হবে?

১) ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে অবসরপ্রাপ্ত কর্মী : বেসিক পে'র ২১ শতাংশ।

২) ২০২০ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে অবসরপ্রাপ্ত কর্মী : বেসিক পে'র ২৪ শতাংশ।

২) ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে অবসরপ্রাপ্ত কর্মী : বেসিক পে'র ২৮ শতাংশ।

উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর মাসখানেক আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) বেড়েছে। সেইসঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরও ডিয়ারনেস রিলিফ (ডিআর) বাড়ানো হয়েছে। চলতি বছরের জুলাই থেকে তাঁরা ২৮ শতাংশ ডিএ বা ডিআর পাবেন। তার আগে গত বছরের জানুয়ারি, জুলাই এবং চলতি বছরের জানুয়ারিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ স্থগিত ছিল।

পরবর্তী খবর

Latest News

শ্রদ্ধার সামনে হার শাহরুখের! ভারতে জওয়ানের আয়কে ছাপিয়ে ইতিহাস গড়ল স্ত্রী ২ দুর্গাপুজোর উদ্বোধনে এবারেও কলকাতায় আসছেন অমিত শাহ!‌ কবে থাকছে বঙ্গ সফর?‌ 'বন্যা পরিস্থিতি অনেক জেলায়....', জুনিয়র ডাক্তারদের বৈঠকের আর্জিতে জবাব রাজ্যের চন্দ্রগ্রহণ কি পুরোপুরি কেটে গিয়েছে? বাকি দিন জুড়ে কেমন প্রভাব থাকবে ‘পেট ভরে না…’! স্ত্রী ২ আয় করেছে ৫০০ কোটির উপরে, তাও কীসের আশঙ্কায় থাকেন পরিচালক হিসাব রাখেন শর্মিলা, ৮০০ কোটির পতৌদি প্যালেসের খরচ কমাতে কী করেন সইফ? জবাব সোহার ‘বিশ্বকাপ ফাইনালে স্কোরবোর্ড না দেখেই ব্যাট করতে নেমেছিলাম’! স্মৃতিচারণায় অক্ষর… ফের মৌসুমীকে কড়া কথা কুণালের! কেন বললেন, 'হাত জোড় করে ক্ষমা চান' আগামী সপ্তাহেই মোদীর সঙ্গে দেখা করবেন, দাবি ট্রাম্পের 'তালিবানপন্থীদের রমরমা'য় লাঞ্ছিত বাংলার নারী! মালদায় মহিলাকে মার, তোপ শুভেন্দুর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.