উৎপল পরাশর
গত মাসেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে অসম ও মেঘালয়ের মধ্যে সীমান্ত সংক্রান্ত সমস্য়া মেটাতে একটা বোঝাপড়ার রাস্তায় এসেছে দুপক্ষই। এনিয়ে চুক্তিও সই হয়েছে। আপাতত ১২টি পয়েন্টের মধ্যে ৬টি পয়েন্টের উপর ফোকাস করে এগোতে চাইছে দুপক্ষ। এদিকে মেঘালয়ের সঙ্গে সমঝোতা পাকা হওয়ার পরে এবার অরুণাচলের সঙ্গে সীমান্ত নিয়ে ঝামেলা মেটাতে চাইছে অসম সরকার।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, অসম-মেঘালয়ের ইস্যুতে খুব ভালো উন্নতি হয়েছে। এবার অরুণাচলের সঙ্গে সীমান্ত সমস্যা মেটানোর উদ্যোগ নেওয়া হবে। আগামী ১৮ই এপ্রিল গুয়াহাটিতে অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্দুর সঙ্গে মিটিং করার কথা রয়েছে।
এদিকে অসম ও অরুণাচলের মধ্যে প্রায় ৮০৪ কিমি সীমান্ত রয়েছে। বর্তমানে কিছু কিছু জায়গা জবরদখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তর পূর্বের দুই রাজ্যের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে। এদিকে গতবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুই রাজ্যকেই কোর্টের বাইরে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর পরামর্শ দিয়েছিলেন। তবে চলতি বছরের জানুয়ারি মাসে দুই রাজ্যের মুখ্যমন্ত্রী এনিয়ে নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলেন। ফের আলোচনায় উদ্যোগী দুই রাজ্য।
এদিকে ইতিহাস বলছে, অসম থেকে আলাদা হওয়ার পরবর্তী সময়ে এটি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি নামে পরিচিত ছিল। ১৯৭২ সালে এটির অরুণাচল নামকরণ হয়। ১৯৮৭ সালে এটি পুরো রাজ্যের মর্যাদা পেয়েছিল।