কথায় বলে, ভবিতব্য বড় কঠিন বিষয়! ভবিষ্যতের জন্য কী তুলে রাখা রয়েছে, তা আন্দাজ করাও কঠিন বর্তমানে দাঁড়িয়ে। নেট দুনিয়া বলছে, এই কথাগুলি এবার প্রযোজ্য হতে পারে ব্রিটেনের ক্ষেত্রে। কারণ, এককালে যে ব্রিটেন, ভারতের 'পার্টিশান' (দেশভাগ) করে ভারত ও পাকিস্তান দুটি আলাদা দেশের জন্ম দিয়েছিল, সেই ব্রিটেনের সঙ্গে স্কটল্যান্ডের সংঘাত এবার আরও প্রকট। ঘটনা এখানেই শেষ নয়। ব্রিটেনের সঙ্গে স্কটল্যান্ডের সংঘাতে যে দুই চরিত্র নতুন মুখ হয়ে উঠে আসছে, তাঁদের মধ্যে একজন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক ও অন্যজন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ। সদ্য স্কটিশ নেতা হামজার তরফে স্কটল্যান্ডের স্বাধীনতার রেফারেন্ডাম (গণভোটের প্রস্তাব) ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক খারিজ করেছেন। আর এই ঘটনা থেকেই মিমের ঝড় নেট পাড়ায়!
এবার খবরে ব্রিটেনের ‘পার্টিশন’। আর সেই দেশভাগের ক্ষেত্রে ব্রিটেনের রাজনীতিতে একপ্রান্তে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। অন্যপ্রান্তে রয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ। উল্লেখ্য, স্কটল্যান্ডের স্বাধীনতা নিয়ে যে বহুদিনের প্রশ্ন ইউরোপের বুকে লেগে রয়েছে, তা স্কটল্যান্ডের নেতৃত্বে হামজা ইউসুফ আসার পর থেকেই নতুন করে উস্কে গিয়েছে। প্রশ্ন উঠেছিল, স্কটল্যান্ডের বহুদিনের আকাঙ্খিত স্বাধীনতা কি এনে দিতে পারবেন হামজা? আর সেই পথে তাঁর প্রথম পদক্ষেপই কার্যত ব্যর্থ।
পাকিস্তানি বংশোদ্ভূত হামজার রেফারেন্ডামের পথে কাঁটা হয়ে দাঁড়ালেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এই ঘটনায় আরও একটি বড় দিক হতে পারে পঞ্জাব। একদিকে ঋষি সুনাকের পরিবার যেমন ভারতের পঞ্জাব থেকে এসেছেন ব্রিটেনে, তেমনই হামজার পরিবার পাকিস্তানের পঞ্জাব থেকে স্কটল্যান্ডে গিয়েছেন। আর এই পঞ্জাব আজও বুকে নিয়ে আছে দেশভাগের যন্ত্রণা!
প্রসঙ্গত, ২০০ বছর ভারতে রাজত্ব করা ব্রিটেন এই প্রথম পেয়েছে ভারতীয় বংশোদ্ভুত এক প্রধানমন্ত্রীকে। আর ঋষি সুনাক যখ নব্রিটেনের প্রধানমন্ত্রী, তখন স্কটল্যান্ডের নেতৃত্বে এসেছেন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ। এই পরিস্থিতিতে নেটপাড়া বলছে, ব্রিটেন এবার বুঝছে ‘পার্টিশন’ প্রসঙ্গও কতটা বেদনাদায়ক! আর এক্ষেত্রে দুই ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূতের উঠে আসা বেশ খানিকটা প্রাসঙ্গিক হয়েছে। তবে এই ইস্যুতে নেটপড়ায় মিমের বন্যা বইছে!
( মাস্ক পরা এই ব্যক্তিই 'পলাতক' অমৃতপাল সিং, দেখা গেল কোথায়? CCTV বন্দি দৃশ্য)
এই ভারত বনাম পাকিস্তান সংঘাতকে সঙ্গে নিয়ে ব্রিটেন বনাম স্কটল্যান্ডের সংঘাত সম্পর্কে ইন্টারনেট জুড়ে একের পর এক মিম শুরু হয়ে গিয়েছে। গোটা নেটপাড়া আপাতত ঋষি বনাম হামজার রাজনৈতিক কোনদিকে যায় সেদিকে তাকিয়ে।