যাত্রীর অভব্য আচরণের জেরে ১৫ মিনিটের উড়ানের পরই দিল্লি ফিরল লন্ডনগামী বিমান। আজ সকালে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার এআই১১১ উড়ানটি লন্ডনের উদ্দেশে আজ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ করে সকাল ৬টা ৩৫ মিনিটে। বিমানটিতে ২২৫ জন যাত্রী ছিলেন। তবে এক যাত্রীর অভব্য আচরণের জন্য ভোগান্তি পোহাতে হয় বাকি সকলকে। বিমানটি যাত্রা শুরু করার পর ১৫ মিনিট আকাশে থাকার পর ফের দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। অভিযোগ, এক যাত্রী দুই বিমানসেবিকাকে মারধর করেন। যার জেরে বিমানসেবিকা আহত হন। এদিকে আহত দুই কেবিন ক্রু-কে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। (আরও পড়ুন: আজ থেকে আরও চড়বে পারদ, তীব্র গরমে কালবৈশাখীর কালো মেঘের দেখা মিলবে?)
এয়ার ইন্ডিয়ার তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, টেক অফের পরপরই এক যাত্রী অভব্য আচরণ শুরু করেন। তাঁকে বারবার সতর্ক করা হলেও তিনি কোনও কথা শোনেননি। তাঁকে লিখিত ও মৌখিক দু’ভাবেই সতর্ক করা হয়। তবে তিনি তাঁর অভব্য আচরণ জারি রাখেন। দুই বিমানকর্মীকে মারধর করেন তিনি। তাঁর এই আচরণে আহত হয়েছেন দুই বিমানকর্মী। এই ঘটনার পরই বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পাইলট। দিল্লিতে বিমানটি অবতরণের পরই ওই ব্যক্তিকে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়। দিল্লি পুলিশের কাছে ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। অভিযোগ, দুই বিমানসেবিকার চুল ধরে টানাটানি করেন পুরুষ যাত্রী। তাদের মারধরও করেন তিনি।
আরও পড়ুন: ১৭ তারিখ শুনানি, তার আগে ডিএ নিয়ে আদালতের নির্দেশ অমান্য করবে রাজ্য সরকার?
এদিকে এই বিমানযাত্রীর অভব্য আচরণের জেরে লন্ডনগামী উড়ানটিকে পিছিয়ে দেওয়া হয়েছে। এর জন্য যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সংস্থার তরফে জানানো হয়েছে যে আজ বিকেলে এই বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে উড়ে যাবে। পাশাপাশি সকল ক্রু সদস্য এবং যাত্রীদের সম্ভাব্য সমস্ত সহায়তা প্রদান করার কথাও বলা হয়েছে এয়ার ইন্ডিয়ার তরফে। প্রসঙ্গত, বিগত বেশ কয়েক মাস ধরেই এয়ার ইন্ডিয়ার উড়ানে যাত্রীদের অভব্য আচরণের ঘটনা প্রকাশ্যে আসছে বারংবার। গত মাসে এয়ার ইন্ডিয়ার লন্ডন-মুম্বই বিমানে এক যাত্রী মাঝ আকাশেই বিমানের টয়লেটে ধূমপান শুরু করেছিলেন। গত বছরের নভেম্বর মাসে এয়ার ইন্ডিয়ার উড়ানে সহযাত্রী বৃদ্ধার গায়ে প্রস্রাব করেছিলেন এক যাত্রী। বারবার এই ধরনের বিতর্কিত ঘটনায় নাম জড়াচ্ছে এয়ার ইন্ডিয়ার।