বড়সড় জরিমানা গুনতে হবে এয়ারটেলকে। এবার তার বিরুদ্ধেই সরব হল টেলিকম সংস্থাটি। সম্প্রতি কেন্দ্রের জিএসটি (GST) দফতর থেকে একটি অর্ডার নোটিস পাঠানো হয়েছে এয়ারটেলকে। তাতে প্রায় ২৪.৯ লক্ষ টাকার জরিমানা দিতে বলা হয়েছে। এই জরিমানা ভুলভাবে ধার্য করা হয়েছে বলে দাবি। এই ব্যাপারে নতুন করে আবেদন করবে বলে ঠিক করেছে টেলিকম জায়ান্ট।
(আরও পড়ুন: এক মাসেই কমবে ৫ কেজি! ৫ টিপস মেনে চলুন রোজ, হাতেনাতে ফল পাবেন ৩০ দিন পর)
- ঠিক কী কারণে জরিমানা
২০১৭-১৮ থেকে ২০২১-২২ সালের কর দানে একটি অসঙ্গতি খুঁজে পেয়েছে কেন্দ্রের জিএসটি মন্ত্রক। এই সময় একটি অনিয়মিত ইনপুট ট্যাক্স ক্রেডিট করা হয়েছিল। যার ভিত্তিতে এই অসঙ্গতির দাবি করা হয়েছে। সেই অসঙ্গতি দূর করতেই ২৪.৯ লক্ষ অর্থাৎ প্রায় ২৫ লক্ষ টাকা করেছে কেন্দ্র।
- এয়ারটেল মানতে নারাজ
যদিও কেন্দ্রের কর বিভাগের এই দাবি মানতে নারাজ ভারতী এয়ারটেল (Bharti Airtel)। তাদের দাবি, আইন মোতাবেক এই জরিমানা ধার্য করার কথা নয়। এর বিরুদ্ধে দ্রুত আবেদন করবে সংস্থা। একই কথা বিএসই অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জেও জানিয়েছে সংস্থা। কেন্দ্রের জিএসটি সংক্রান্ত জরিমানার এই অর্ডারও সাবমিট করেছে এয়ারটেল। প্রসঙ্গত, চলতি মাসের ২৪ তারিখ এই অর্ডার পায় এয়ারটেল।
(আরও পড়ুন: মাঝে মাঝেই পায়ে ঝিনঝিন ধরে? এটি একটি বড় রোগের লক্ষণও হতে পারে, কী করবেন)
- মোট কত টাকার জরিমানা
মোট ২৪,৯৪,৩১৬ টাকার জরিমানা করা হয়েছে কেন্দ্র জিএসটি দফতরের তরফে। ইনপুট ট্যাক্স ক্রেডিট আদতে সংস্থাকে ফেরত পাঠাতে হয় সংস্থার তরফে। সেই ট্যাক্স ক্রেডিটেই পর পর চার বছর বেশ কিছু অসঙ্গতি খুঁজে পেয়েছে। যদিও সেই অর্ডারের ভিত্তিতে জরিমানা দিতে নারাজ এয়ারটেল। সংস্থার বিবৃতি অনুযায়ী, এর ফলে যা আর্থিক ক্ষতি হবে, তা প্রায় পেনাল্টি অর্থাৎ জরিমানার সমান (Penalty on Airtel)। তাই আবেদন করে অর্ডারটি ফিরিয়ে নেওয়ার অনুরোধ করবে এয়ারটেল। অথবা সংশোধনের আর্জিও জানাতে পারে সংস্থা।
- এয়ারটেলের নয়া প্রোজেক্ট
বর্তমানে ইন্টারনেট অব থিংস (Internet of things) নিয়ে আগ্রহী এই টেলিকম জায়ান্ট। তার ভিত্তিতে একটি প্রোজেক্টের কথাও ভাবছে এয়ারটেল। শেষ সপ্তাহে ইনটেলিস্মার্ট ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই চুক্তি অনুযায়ী, দুই কোটি স্মার্ট মিটারকে এই প্রযুক্তিতে যুক্ত করা হবে বলে জানানো হয়েছে।