সোনার দোকানে চুরির পুরানো মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এবার সেই ইস্যুতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চায় তৃণমূলের প্রতিনিধিদল। তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়েন এনিয়ে রাষ্ট্রপতিভবনে চিঠি পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতারি পরোয়ানা ইস্যুতেই তারা এবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান।
তৃণমূল সূত্রে খবর, এই অ্যাপয়েন্টমেন্ট মঞ্জুর করা হলে সাত সদস্যের প্রতিনিধিদল দিল্লি উড়ে যাবেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একের পর এক দুর্নীতির ইস্যুতে জর্জরিত শাসকদল তৃণমূল। এসবের মধ্যেই সামনে এসেছে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে ২০০৯ সালের একটি অভিযোগের প্রসঙ্গ। সেই সময় আলিপুরদুয়ারে সোনার দোকানে চুরির মামলায় নাম জড়িয়েছিল নিশীথ প্রামাণিকের। আর সেই মামলায় সম্প্রতি আদালতের তরফে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মূলত তাঁর আইনজীবী আদালতের না থাকার জেরেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। আর সেই সুযোগটাই হাতছাড়া করতে চাইছে না তৃণমূল।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। নিশীথ প্রামাণিক বর্তমানে কোচবিহারের বিজেপি সাংসদ। এবার সেই সোনার দোকানে চুরির পুরানো মামলার ইস্যুকে সামনে আনতে চাইছে ঘাসফুল শিবির। এবার সেই ইস্যুতেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চাইছেন তৃণমূলের প্রতিনিধিদল।