বাংলা নিউজ > ঘরে বাইরে > Amazon maneger shot dead: রাজধানী দিল্লিতে আমাজনের সিনিয়র ম্যানেজারকে গুলি করে খুন, গুলিবিদ্ধ কাকা

Amazon maneger shot dead: রাজধানী দিল্লিতে আমাজনের সিনিয়র ম্যানেজারকে গুলি করে খুন, গুলিবিদ্ধ কাকা

ফাইল ছবি

হারপ্রীত গিল বাড়ি থেকে বের হওয়ার সময় তাঁর বাবা-মাকে জানিয়েছিলেন যে তিনি ১০ মিনিটের মধ্যে বাড়ি ফিরবেন। সেইমতোই তিনি কাকার সঙ্গে বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেইসময় ৫ জন দুষ্কৃতী তাঁদের বাধা দেয়। এ নিয়ে তাঁদের মধ্যে বচসা বাঁধে। এরপরেই দুষ্কৃতীদের একজন তাঁদের লক্ষ্য করে গুলি চালায়।

রাজধানী দিল্লিতে গভীর রাতে ই কমার্স সংস্থা আমাজনের সিনিয়র ম্যানেজারকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। দুষ্কৃতীদের পরিচয় এখনও জানা যায়নি। রাত সাড়ে ১১ টার সময় ঘটনাটি ঘটেছে ভজনপুরার সুভাষ বিহার এলাকায়। মৃত সিনিয়র ম্যানেজারের নাম হরপ্রীত গিল (৩৬)। এছাড়াও তাঁর কাকা গুলিবিদ্ধ হয়েছেন অসময়জনক অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ৫ জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাদের উপর হামলা চালিয়েছিল। হামলার কারণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন: Delhi: টাকা বোঝাই গাড়ির রক্ষীকে গুলি করে খুন, এটিএমের ক্যাশ ভ্যানে চলল লুঠপাট

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হারপ্রীত গিল বাড়ি থেকে বের হওয়ার সময় তাঁর বাবা-মাকে জানিয়েছিলেন যে তিনি ১০ মিনিটের মধ্যে বাড়ি ফিরবেন। সেইমতোই তিনি কাকার সঙ্গে বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেইসময় ৫ জন দুষ্কৃতী তাঁদের বাধা দেয়। এ নিয়ে তাঁদের মধ্যে বচসা বাঁধে। এরপরেই দুষ্কৃতীদের একজন তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর-পূর্ব) জয় টির্কি জানিয়েছেন, হরপ্রীতের মাথার ডান দিকে গুলি লাগে। গুলি তাঁর মাথা ছেদ করে বেরিয়ে যায়। তাঁর কাকাও মাথায় গুলিবিদ্ধ হন এবং তাঁকে লোক নায়ক জয় প্রকাশ হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, হরপ্রীতের কাকা ভজনপুরার বাসিন্দা। তিনি ওই এলাকায় একটি খাবারের দোকানের মালিক।

 ডিসিপি জানান, ওই এলাকার একটি গ্যাং এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এই গ্যাংটি উত্তর-পূর্ব দিল্লিতে সক্রিয় এবং তারা ডন হওয়ার ইচ্ছা নিয়ে ইনস্টাগ্রামে অস্ত্র সহ ছবি এবং ভিডিয়ো পোস্ট করে। ইনস্টাগ্রামে সমীর ওরফে মায়ার বেশ কয়েকটি ভিডিয়ো রয়েছে যাতে তাকে বন্দুক হাতে নিয়ে দেখা গিয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে। জানা যায়, সমীরের বয়স ১৯ বছর। সে যখন নাবালক ছিল তখন তার বিরুদ্ধে হত্যা মামলা সহ তিনটি মামলা ছিল।

এদিকে, এই ঘটনায় খুনের মামলা নথিভুক্ত করা হয়েছে। পাশপাশি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর দুষ্কৃতীরা যে রাস্তা দিয়ে পালিয়েছে সেগুলির সিসিটিভি পরীক্ষা করা হচ্ছে। তদন্ত চলছে বলে জানায় পুলিশ।

 

বন্ধ করুন