বাংলা নিউজ > ঘরে বাইরে > সেনাবাহিনীর প্রয়োজনীয় ২০০টি হেলিকপ্টারের বেশিরভাগ তৈরি হবে ভারতেই- সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রয়োজনীয় ২০০টি হেলিকপ্টারের বেশিরভাগ তৈরি হবে ভারতেই- সেনাপ্রধান

ফাইল ছবি: এএনআই (ANI)

সম্প্রতি কর্ণাটকের তুমাকুরুতে দেশের বৃহত্তম হেলিকপ্টার উত্পাদন ফেসিলিটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামিদিনে বিমান, হেলিকপ্টার উত্পাদনের মাধ্যমে প্রতিরক্ষা উত্পাদন খাতে 'আত্মনির্ভরতা'-র পথে এগোতে চাইছে কেন্দ্র। সেই লক্ষ্যেই এটি অন্যতম পদক্ষেপ হিসাবে মনে করা হচ্ছে।

সেনাবাহিনীর জন্য মোট ২০০টি ইউটিলিটি এবং যুদ্ধ হেলিকপ্টার কেনা হবে। মঙ্গলবার Aero India 2023-এ এমনই পরিকল্পনার কথা জানালেন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। সেনাবাহিনীর বর্তমানে প্রায় ১১০টি কম ওজনের যাত্রী/পণ্যবাহী হেলিকপ্টার (LUH) এবং ৯০ থেকে ৯৫টি হালকা যুদ্ধ হেলিকপ্টার (LCH) প্রয়োজন। এই হেলিকপ্টারগুলি সম্পূর্ণ ভারতেই নির্মিত হবে। রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাতা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) সেই দায়িত্ব পালন করবে।

সম্প্রতি কর্ণাটকের তুমাকুরুতে দেশের বৃহত্তম হেলিকপ্টার উত্পাদন ফেসিলিটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামিদিনে বিমান, হেলিকপ্টার উত্পাদনের মাধ্যমে প্রতিরক্ষা উত্পাদন খাতে 'আত্মনির্ভরতা'-র পথে এগোতে চাইছে কেন্দ্র। সেই লক্ষ্যেই এটি অন্যতম পদক্ষেপ হিসাবে মনে করা হচ্ছে। HAL-এর এই নতুন কারখানাটি প্রায় ৬১৫ একর জুড়ে বিস্তৃত। প্রাথমিকভাবে LUH তারপর LCH এবং পরে ইন্ডিয়ান মাল্টিরোল হেলিকপ্টার (IMRH) নির্মিত হবে এই কারখানায়।

এই IMRH হেলিকপ্টার ভারতের অন্যতম তুরুপের তাস হতে চলেছে। ভারতের অন্যতম আধুনিক হেলিকপ্টার এটি। বিদেশের বাজারে রুশ Mi-17 চপারকেও এটি টেক্কা দিতে পারে বলে মনে করা হচ্ছে। HAL জানিয়েছে, এই প্ল্যাটফর্মের একটি বিশাল বাজার থাকতে পারে। কারণ সারা বিশ্বে প্রায় ৪০টি বিমান বাহিনী বর্তমানে Mi-17 জাতীয় হেলিকপ্টার ব্যবহার করে করে। ভারতেও বায়ুসেনার অন্যতম পরিবহন মাধ্যম এই Mi-17 হেলিকপ্টার।

এই LUH-এর মাধ্যমে সেনাবাহিনী এবং ভারতীয় বিমানবাহিনীর চিতা এবং চেতক হেলিকপ্টারগুলি প্রতিস্থাপন করা হবে। সেগুলির যথেষ্ট বয়স হয়েছে। HAL-এর বিশ্বাস, আগামিদিনে সেনাবাহিনী এবং বিমানবাহিনীর থেকে অন্তত ১৮৭টি হালকা হেলিকপ্টার তৈরির অর্ডার আসতে পারে।

সেনাবাহিনী, বিমানবাহিনীর কার্যক্রমের জন্য হেলিকপ্টার একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রতিরক্ষা, নজরদারি, পরিবহন, উদ্ধারকাজ ইত্যাদি সবক্ষেত্রেই হেলিকপ্টার অপরিহার্য।

এর পাশাপাশি বিদেশের উন্নত প্রযুক্তিকেও গ্রহণ করা হচ্ছে। সেনাবাহিনীতে আগামী বছরেই ৬টি অ্যাপাচে AH64E অ্যাটাক হেলিকপ্টার এসে যাবে। বোয়িংয়ের তৈরি এই হেলিকপ্টারের একটি দর্শনই শত্রুপক্ষের বুক কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অত্যন্ত দ্রুত গতির এই যুদ্ধ হেলিকপ্টারগুলির দাম ৪,১০০ কোটি টাকারও উপরে। কিন্তু এই জাতীয় হেলিকপ্টার কোনও বায়ুসেনার ক্ষমতাও এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দিতে পারে। অ্যাপাচে এক মিনিটে ১২৮টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে। সবচেয়ে বড় কথা হল, অ্যাপাচে দিয়ে হেলিকপ্টারের স্থিরতা ও যেকোনও স্থানে অবতরণের সুবিধা মেলে। আবার যুদ্ধবিমানের মতো আক্রমণ ক্ষমতা ও দ্রুত গতিও রয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন