Budget

খেরোর খাতা: কী বাড়ল, কী কমলো

দাম কমছে
  • টিভির যন্ত্রাংশ
  • মোবাইল ফোনের ক্যামেরা লেনস
  • চিংড়ির খাবার
  • লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরির যন্ত্র
  • পানযোগ্য নয় এমন ইথাইল অ্যালকোহল
  • অ্যাসিড গ্রেড ফ্লুরস্পার
  • গবেষণারে তৈরি ডায়মন্ড সিড
  • বৈদ্যুতিক গাড়ি
দাম বাড়ছে
  • সিগারেট
  • কিচেন ইলেকট্রিক চিমনি
  • সোনার বার থেকে তৈরি জিনিস
  • রুপোর সরঞ্জাম
  • যৌগিক রাবার
  • বিলাসবহুল গাড়ি
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (PTI)

Budget Income Tax Live: স্ল্যাবে বদল, ৭ লাখ পর্যন্ত আয়ে কোনও কর দিতে লাগবে না

লোকসভা ভোটের আগে শেষ পূর্ণ বাজেট পেশ হতে চলেছে আজ। এই আবহে এই বাজেট 'পপুলিস্ট' হতে পারে বলে মনে করা হচ্ছে। এই আবহে আয়কর সংক্রান্ত যাবতীয় খবরের লাইভ আপডেট 

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

(PTI)

'অমৃতকালের প্রথম বাজেটে পথ দেখাবে সপ্তঋষি', বাজেটের ৭ লক্ষ্য তুলে ধরলেন নির্মলা

অর্থমন্ত্রী দাবি করেন, 'ভারতীয় অর্থনীতি সঠিক পথে আছে। উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে দেশ।' সমাদের সব স্তরে উন্নয়ন পৌঁছবে বলে দাবি করেন অর্থমন্ত্রী। পাশাপাশি তিনি আশা ব্যক্ত করেন, দেশের আর্থিক প্রবৃদ্ধির হার ৭ শতাংশ ছুঁবে। যুব সমাজের আশা পূরণের লক্ষ্যে সরকার কাজ চালিয়ে যাবে বলে জানান নির্মলা।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (ছবি - সংসদ টিভি)

পঞ্চম বাজেট পেশ নির্মলার, মনমোহন, জেঠলির অনন্য রেকর্ড ছুঁলেন সীতারামন

প্রথম মোদী সরকারে ২০১৪ থেকে ২০১৮ থেকে অরুণ জেঠলি বাজেট পেশ করেন সংসদে। ২০১৯ সালে প্রথমবার বাজেট পেশ করেন নির্মলা সীতারামন। এর সঙ্গেই দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে বাজেট পেশ করেন নির্মলা।

বম্বে স্টক এক্সচেঞ্জের সামনে সেলফি। (ছবি সৌজন্যে এএফপি)

নির্মলার বাজেট শেষে চড়চড়িয়ে উত্থানের পর পতন শেয়ার বাজারে! ৬০,০০০-র নীচে Sensex

Share Market on Budget 2023 Day: সাধারণ বাজেট পেশের পরই যেভাবে উত্থান হয়েছিল, তারপর কিছুটা পড়ল সেনসেক্স। বাজার বন্ধের সময় নিফটি৫০-র পতন হল। বাজেট পেশের পর উত্থান হলেও ১৭,৬১৬.৩ পয়েন্টে শেষ হয়েছে নিফটি৫০।

লোকসভায় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী (PTI Photo)

(PTI)

রেকর্ড! মাত্র ৮৭ মিনিটে বাজেট পড়া শেষ অর্থমন্ত্রীর, ধারাবাহিক ভাবে কমেছে সময়

কালো পাড়ের লাল শাড়ি পরে বুধবার বাজেট পড়েন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট পেশের আগে রাষ্ট্রপতির সঙ্গে অর্থমন্ত্রীকে দেখা করতে হয়। সীতারামনও বাজেট পেশের আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মর সঙ্গে দেখা করতে যান।

ম্যানগ্রোভ অরণ্য। ফাইল ছবি।

কেন্দ্রীয় বাজেটে ঘোষণা ‘‌মিষ্টি’‌ প্রকল্পের, নির্মলার নয়া উদ্যোগে কোন উপকার হবে?

বৃক্ষরোপণে সাধারণ মানুষের উৎসাহ বাড়াতে স্থানীয় প্রশাসন এবং নানা সংস্থার সহযোগিতায় ‘গ্রিন ক্রেডিট’ প্রকল্প চালু করা হবে। বৃক্ষরোপণের কাজে গতি আনতেই এই প্রকল্প। আবার পুরনো গাড়ি বাতিল করে দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দূষণ রোধ করতেই এই সিদ্ধান্ত কেন্দ্রের।

চাকুরিজীবীদের বার্ষিক আয় যদি ১৫ লাখ ৫০ হাজার টাকা বা তার বেশি হয়, তাহলে এবার থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫২,৫০০ টাকা হবে। যা নতুন কর কাঠামোর জন্য প্রযোজ্য। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

বাজেট দেখা হয়নি? মহিলাদের সঞ্চয় স্কিম, আয়করের সীমা বৃদ্ধি-সহ কী কী বড় ঘোষণা হল?

Budget 2023 key announcements: ২০২৪ সালের লোকসভা ভোটের আগে এটা দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট ছিল। সেই বাজেটে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কী কী ঘোষণা করলেন, তা দেখে নিন  একনজরে -