বাংলা নিউজ > ঘরে বাইরে > Article 370 hearing: 'কাশ্মীরের সার্বভৌমত্বের চেয়ে গুরুত্বপূর্ণ ভারতের ঐক্য'

Article 370 hearing: 'কাশ্মীরের সার্বভৌমত্বের চেয়ে গুরুত্বপূর্ণ ভারতের ঐক্য'

সংবিধানের ৩৭০ ধারা বাতিল এবং তার জেরে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের বিরুদ্ধে ১৪৪টি আবেদনের শুনানি চলেছে সুপ্রিম কোর্টে।

জম্মু ও কাশ্মীরের সার্বভৌমত্ব ক্ষণস্থায়ী। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভারতের ঐক্য। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্রীয় সরকার।

সংবিধানের ৩৭০ ধারা বাতিল এবং তার জেরে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের বিরুদ্ধে ১৪৪টি আবেদনের শুনানি চলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবডের নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চে।

এ দিন কেন্দ্রের তরফে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল বলেন, ‘১৯৫৯ সালে বিচারপতি প্রেমনাথ কাউলের দেওয়া রায়ে স্পষ্ট জানানো হয়েছিল, ২৫.১০.১৯৪৭ তারিখে ভারতের সঙ্গে একটি গৃহীতকরণ চুক্তি সই করেন কাশ্মীরের মহারাজা যার জেরে ওই ভূখণ্ড স্বাধীন অঙ্গরাজ্য হিসেবে চিহ্নিত হয়।’

এর পর প্রাক্তন ভারতীয় কূটনীতিক ভি পি মেননের লেখা ‘ইন্টিগ্রেশন অফ দ্য ইন্ডিয়ান স্টেটস’ বইয়ের অংশ আদালতে পড়ে শোনান অ্যাটর্নি জেনারেল। বইটির ওই অংশে পাকিস্তান ও কাশ্মীরের মহারাজের মধ্যে মতানৈক্যের বিষয়ে বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, ‘ভারতীয় রাজ্যসমূহের একীকরণ সম্পর্কিত এই বিবরণে দেশের ঐক্যের সাক্ষ্য রয়েছে। দেখাতে চাই জম্মু ও কাশ্মীরের সার্বভৌমত্ব অবশ্যই ক্ষণস্থায়ী ছিল। আমরা একটি বহু রাজ্যের সমষ্টি।’

অ্যাটর্নি জেনারেলের অভিযোগ, কাশ্মীরে তাণ্ডব তৈরি করতে সন্ত্রাসবাদীদের নিয়মিত প্রশিক্ষণ দেয় পাকিস্তান। তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে মহারাজের যে স্থিতাবস্থার চুক্তি হয়েছিল, পরবর্তীকালে তা লঙ্ঘন করে ইসলামাবাদ। কাশ্মীর দখল করতে ট্রাকবোঝাই যুদ্ধবাজ উপজাতীয়দের কাশ্মীর দখল করতে পাঠায় পাকিস্তান। তাঁর রাজ্যে উপস্থিত সন্ত্রাসবাদীদের রুখতে ভারতে সাহায্য চান মহারাজা। নথি বলছে সেই সময় কাশ্মীরে অশান্তি ছড়াতে সন্ত্রাসবাদীদের পাঠিয়েছিল পাকিস্তান।’

এর পরে সুপ্রিম কোর্টের দেওয়া দু’টি রায়ের উল্লেখ করেন বেণুগোপাল, যার একটি ১৯৫৯ সালে দেওয়া বিচারপতি প্রেম নাথ কাউলের রায় এবং দ্বিতীয়টি ১৯৬৮ সালে দেওয়া বিচারপতি সম্পত প্রকাশের রায়। এই দুই রায়ের কথা এর আগে উল্লেখ করেছেন ৩৭০ ধারার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানো আবেদনকারীদের আইনজীবীরা।

বুধবার আবেদনকারীদের তরফে আইনজীবী দীনেশ দ্বিবেদী মামলাটি সাংবিধানিক বেঞ্চে পাঠানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানান। তিনি বলেছিলেন, এই বিষয়ে সুপ্রিম কোর্টের দেওয়া পূর্বতন দুটি রায়ের মধ্যে মতানৈক্য রয়েছে বলেই বর্তমান মামলাটি বৃহত্তর বেঞ্চে রেফার করা প্রয়োজন।

গত ৫ অগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত সম্পর্কে দ্বিবেদী অভিযোগ করেন, ‘প্রকারান্তরে জম্মু ও কাশ্মীরের সংবিধানকেই নিশ্চিহ্ন করা হল। প্রশাসনিক বলপ্রয়োগের মাধ্যমে সংবিধান লোপাট করার এ এক বড় উদাহরণ। কেন্দ্রের সঙ্গে জম্মু ও কাশ্মীরের যোগাযোগের একমাত্র আশার আলো ছিল ৩৭০ ধারা। কেন্দ্রের এই সিদ্ধান্ত নেওয়ার আগে জম্মু ও কাশ্মীর বিধানসভার মতামত নেওয়া উচিত ছিল।’

তাঁর যুক্তি ছিল, জম্মু ও কাশ্মীরের সংবিধান যে হেতু ৩৭০ ধারা অথবা ভারতীয় সংবিধানের অধীনে তৈরি হয়নি, সেই কারণে তা প্রশাসনিক বলপ্রয়োগের দ্বারা খারিজ করা যায় না।

ঘরে বাইরে খবর

Latest News

‘আমি যা হয়েছি,যতটুকু হয়েছি সবটাই ভিসি স্যারের জন্য’, বললেন গুকেশ ‘‌প্রচুর বুথে পুনর্নির্বাচন হওয়া দরকার’‌, ভোট মিটতেই সুর চড়ালেন বিজেপি প্রার্থী রবিতে বাংলার ৩ জেলায় ঝড়-বৃষ্টি! বৃহস্পতি পর্যন্ত কবে ও কোথায় বর্ষণ? রইল তালিকা সন্দেশখালিতে TMC নেতার বাড়িতে মিলল বিপুল বিস্ফোরক, নিষ্ক্রিয় করতে পৌঁছল NSG কুয়ো খুঁড়তে গিয়ে বেরিয়ে এল কালো সোনা, বাংলায় নতুন জায়গায় সন্ধান মিলল কয়লার মুর্শিদাবাদে রামনবমীতে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে, আদালতে রিপোর্ট দিয়ে দাবি রাজ্যের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? কদিন আগে ছেলের ‘প্রেম’ নিয়ে ওঠে প্রশ্ন! ‘আমি বাড়ি না থাকলে ও খুশি’, ফাঁস রচনার বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু চাঁদা তুলে খেলতে আসা ৩ লাখ মানুষের দেশ T20I-তে হারিয়ে দিল টেস্ট খেলিয়ে দেশকে

Latest IPL News

নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া SRH-কে হারানোর পর, RCB-র প্লে-অফে ওঠার ক্ষীণ আলো দেখা গিয়েছে, তবে অঙ্কটা জটিল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.