বাংলা নিউজ > ঘরে বাইরে > Ayodhya Ram Mandir: রামনবমীর দুপুরে সূর্যের আলো সরাসরি পড়বে কোথায়? চূড়ান্ত হল অযোধ্যা রামমন্দিরের গর্ভগৃহের নক্সা

Ayodhya Ram Mandir: রামনবমীর দুপুরে সূর্যের আলো সরাসরি পড়বে কোথায়? চূড়ান্ত হল অযোধ্যা রামমন্দিরের গর্ভগৃহের নক্সা

অযোধ্যা রাম মন্দির নির্মাণের কাজ আরও এগিয়ে গেল। (File) (HT_PRINT)

জানা গিয়েছে, রাজস্থান থেকে ইতিমধ্যেই বিশেষ ধরনের পাথর এসে পৌঁছেছে রামমন্দির নির্মাণ কল্পে। মন্দিরের ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চম্পত রাই জানিয়েছেন, ইতিমধ্যেই রামন্দিরের গর্ভগৃহটি বিশেষ জ্যামিতিক আকারে তৈরি হচ্ছে। চম্পত রাই বলছেন, ‘গর্ভগৃহ এমনভাবে নির্মিত হবে যে প্রতি রামনবমীতে সূর্যের আলো রাম লালার ওপর সরাসরি গিয়ে পড়বে দুপুরে।’

২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা উত্তর প্রদেশের রাম মন্দির নির্মাণের কাজ। তার আগে জোকদমে চলছে মন্দিরের গর্ভগৃহ নির্মাণের নক্সা ঘিরে উদ্যোগ। জানা গিয়েছে, মন্দিরের মূল গর্ভগৃহ নির্মাণের নক্সা চূড়ান্ত রূপ পেয়ে গিয়েছে। ফলে এবার অপেক্ষা তার নির্মাণ শুরুর।

এদিকে, জানা গিয়েছে, রাজস্থান থেকে ইতিমধ্যেই বিশেষ ধরনের পাথর এসে পৌঁছেছে রামমন্দির নির্মাণ কল্পে। মন্দিরের ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চম্পত রাই জানিয়েছেন, ইতিমধ্যেই রামন্দিরের গর্ভগৃহটি বিশেষ জ্যামিতিক আকারে তৈরি হচ্ছে। চম্পত রাই বলছেন, ‘গর্ভগৃহ এমনভাবে নির্মিত হবে যে প্রতি রামনবমীতে সূর্যের আলো রাম লালার ওপর সরাসরি গিয়ে পড়বে দুপুরে।’ উল্লেখ্য, রামমন্দির নির্মাণ কমিটির প্রধান হলেন প্রাক্তন আমলা নৃপেন্দ্র মিশ্র। কমিটিতে রয়েছেন রুরকির সিবিআরআইয়ের ডিরেক্টর অধ্যাপক প্রদীপ কুমার, প্রাক্তন ডিরেক্টর অধ্যাপক গোলাপ কৃষ্ণাণ সমেত অনেকেই। এছাড়াও বহু বাস্তুবিদ রয়েছেন এই কমিটিতে। শোনা যাচ্ছে, এই মন্দিরের গর্ভগৃহ নিয়ে নরেন্দ্র মোদী বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন। সেখানে তিনি বলছেন, ওড়িশার সূর্য মন্দির যেমনভাবে নির্মিত হয়েছে সেভাবে রাম মন্দিরের গর্ভগৃহটিতে গড়ে তোলার কথা। সেই অনুযায়ী এই গর্ভগৃহ ঘিরে বিশেষ আয়োজন করা হচ্ছে। আর তারই নক্সা চূড়ান্ত হয়েছে।

রাজস্থানের বানসি পাহারপুর থেকে বিশেষ বেলে পাথর নিয়ে এসে ওই রামমন্দির তৈরি হবে। জানা গিয়েছে, ৪.৭৫ কিউবিক ফুটের ওই বেলেপাথর যা বানসি পাহারপুর থেকে আনা হচ্ছে, তা দিয়ে তৈরি হবে বিশেষ গর্ভগৃহ। জানা যাচ্ছে এই মন্দিরটি ২০২৪ সালে জানুয়ারি মাসে খুলে যাবে ভক্তদের জন্য। প্রসঙ্গত, সেই বছরই রয়েছে দেশের লোকসভা নির্বাচন। সেই সময় মকর সংক্রান্তিতে রাম লালাকে স্থাপন করা হবে গর্ভগৃহে। তারপর দরজা খুলবে অযোধ্যার রাম মন্দির।

 

 

 

 

 

পরবর্তী খবর

Latest News

বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ স্তন ক্যানসার হওয়ার পর ১ম জন্মদিন, হিনার জন্য় বিশেষ চমক অনুরাগীদের, কী এল উপহারে সারেগামাপায় তৃপ্তির গোপন গুণের কথা ফাঁস রাজকুমারের! প্রমাণ দিতে কোন গান গাইলেন? IPL 2025-এ কি MI-এর নেতৃত্ব সামলাবেন সূর্যকুমার যাদব? কী ইঙ্গিত দিলেন ‘স্কাই’?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.