বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনেই থেমে থাকবে না ভ্লাদিমির পুতিনের বিস্তারবাদের পদক্ষেপ। আর সেই দাবিকে আরও খানিকটা জোরালো করেছে বেলারুসের প্রেসিডেন্টের এক ম্যাপ পয়েন্টিংয়ের সাম্প্রতিক ভিডিয়ো। যে ভিডিয়ো ঘিরে প্রবল জল্পনা উঠে আসছে। বলা হচ্ছে, ম্যাপ পয়েন্ট করার সময় এই ভিডিয়োতে বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকশেনকো কার্যত জানান দিয়ে দিয়েছেন রাশিয়ার বিস্তারবাদের ছক। আরও কোন কোন এলাকা পুতিনের দখলের নজরে রয়েছে , তা জানান দিচ্ছে এই ভিডিয়ো বলে দাবি করেন অনেকে।
আলোচনায় উঠে আসা বেলারুসের প্রেসিডেন্টের ভিডিয়োতে দেখা যাচ্ছে, পুতিনের বিশেষ ঘনিষ্ঠ তথা বেলারুস প্রধান লুকাশেনকো একটি বৈঠকে একটি ম্যাপের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করছেন। ম্যাপে পয়েন্ট করে তিনি জানাচ্ছেন, আর কয়েকদিনের মধ্যেই ওই এলাকাগুলি চলে আসবে হামলার আওতায়। তবে যে ম্যাপ দেখানো হয়েছে, তা ইউক্রেনের নয়, বরং ইউরোপের আরও এক দেশ মলডোভার। সেখানের ওড়েসাকে পয়েন্ট করে বক্তব্য রাখেন পুতিন ঘনিষ্ঠ লুকাশেনকো। অনেকেই মনে করছেন ভুল বশত এই ম্যাপ তুলে ধরেছেন লুকাশেনকো। আবার অনেকের মতো, 'ভুলবশতই' লুকাশেনকো দেখিয়ে দিয়েছেন ইউক্রেন পার করে পুতিনের বিস্তারবাদের গোপন ছক। আর সেই ছকে মলডোভা রয়েছে বলে মনে করছেন অনেকে। ফলে জল্পনার পারদ আপাতত তুঙ্গে।
প্রশ্ন উঠছে , তাহলে কি ইউক্রেনের পর মলডোভার মতো ইউরেপিয় দেশ থাবা কষাতে পারে রাশিয়ার সেনা। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে বেলারুসের প্রেসিডেন্ট বলছেন, ইউক্রেনের সমস্ত সীমানা বেলারুসের ফোর্স ঘিরে ফেলেছে। বেলারুসের বিরুদ্ধে কোনও রকমের পদক্ষেপ সীমান্তে দেখলেই তার কড়া জবাব দেওয়া হবে। এমনকি তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধে যাঁদের মৃত্যু হয়েছে, তার সমস্তটাই ভুয়ো।