গাড়িটি দাঁড়িয়েছিল বেঙ্গালুরুর পার্কিং জোনে। তবে গাড়িটি যে সে গাড়ি নয়। গাড়িটি বিএমডব্লু। যার কাচ ভেঙে প্রায় ১৪ লাখ টাকা নগদ চুরি করে নিয়ে চম্পট দেয় দুই চোর। এই গোটা ঘটনাটি ধরা পড়েছে সেখানকার সিসিটিভি ফুটেজে। এই ঘটনাটি প্রকাশ্য দিবালোকে ঘটেছে। সরাসরি বিএমডব্লু গাড়ির জানালার কাচ ভেঙে প্রায় ১৪ লাখ টাকা নিয়ে চম্পট দেওয়ার ঘটনায় আলোড়ন ছড়িয়ে পড়েছে তথ্যপ্রযুক্তির রাজ্যে। আর তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
তবে এই দুই চোর ধরাও পড়েছে। একটি মোটরবাইকে করে দু’জন এসে শুক্রবার দিনের বেলায় বিএমডব্লু গাড়ির কাচ ভেঙে মোট ১৩ লাখ ৭৫ হাজার টাকা নগদ নিয়ে চম্পট দেয় মোটরবাইকে করে আসা দুই চোর। আর সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই দুই চোরকে ধরেও ফেলেছে পুলিশ। কিন্তু এই সিসিটিভি ফুটেজ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এই চুরির ঘটনাটি ঘটেছে সারজাপুরের অন্তর্গত সোমপুরা এলাকায় থাকা সাব–রেজিস্ট্রার অফিসের সামনে। সুতরাং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছেই।
ঠিক কী ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে? এদিকে সিসিটিভি ফুটেজে গোটা চুরির ঘটনা ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, দু’জন মোটরবাইকে করে এল। তারপর একজন দাঁড়িয়ে থাকা বিএমডব্লু গাড়ির জানালার কাচ ভাঙল। আর গাড়ির আসনে থাকা হলুদ প্যাকেট সেখান থেকে বের করে নিল। এই কাজটি যখন চলছিল তখন আর একজন চোর মোটরবাইকে বসেছিল। আর চারিদিকে নজর রাখছিল। যাতে কেউ এসে গেলে অন্যজনকে সতর্ক করে দিতে পারে। এভাবেই গোটা চুরির অপারেশনটি হয়েছে। যা দেখে এখন স্তম্ভিত নেটপাড়া।
আরও পড়ুন: ইলিশ মাছ নিয়ে বেজায় সমস্যায় পড়ল মৎস্যজীবীরা, দুর্গাপুজোর পরও কি অমিল থাকবে?
আর কী জানা যাচ্ছে? অন্যদিকে এই ঘটনা যখন ঘটছিল তখন ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে কিছু মানুষজন অপেক্ষা করছিলেন বাস ধরার জন্য। তাই তাঁরা বিষয়টি খুব একটা খেয়াল করেননি। এটারই সুযোগ নিয়েছিল দুই চোর। গাড়ির মালিক কিছুক্ষণ পর এসে দেখেন গাড়ির কাচ ভেঙে তাঁর লক্ষাধিক টাকা চুরি করেছে চোরেরা। এই দেখে তিনি স্থানীয় থানায় খবর দেন। তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে বমাল ধরে ফেলে দুই চোরকে। এখন তারা হাজতে। বেঙালুরুর মতো শহরে এমন ঘটনা ঘটায় চর্চা তুঙ্গে উঠেছে। ২২ অক্টোবরের এই সিসিটিভি ফুটেজ স্থানীয় হর্শ বলে একজন শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তখন গোটা বিষয়টি ভাইরাল হয়।