Bilawal Bhutto:'আমি একজন বিদেশমন্ত্রী, আর আমিও ট্যাঙ্কারের জল কিনে খাই', বিলাওয়ালের মন্তব্যে সামনে এল পাকিস্তানের হাল
Updated: 27 May 2023, 08:21 PM ISTপাকিস্তানে এক জনসভায় বিলাওয়াল দাবি করেছেন যে, ‘আমি দেশের বিদেশমন্ত্রী হতে পারি, তবে আমিও ট্যাঙ্কার থেকে জল কিনে খাই।’ উল্লেখ্য, সেদেশের আর্থিক করুন পরিস্থিতির মাঝেই খোজ শাহবাজ মন্ত্রিসভায় থেকে বিলাওয়ালের এই মন্তব্য অনেকেই টেরা চোখে দেখছেন!
পরবর্তী ফটো গ্যালারি