আগামী লোকসভা নির্বাচনের এজেন্ডা ঠিক করে দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। জাত সমীক্ষাই হবে ভোটের এজেন্ডা। এখন থেকেই সারা দেশের মানুষ জাত সমীক্ষার দাবি তুলছেন। শুক্রবার জেডিইউ রাজ্য সদর দফতরে জাত সমীক্ষা করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই এই মন্তব্য করেছেন জেজিইউয়ের জাতীয় সভাপতি লালন সিং। এই অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকেও নিশানা করেন।
বিজেপির উদ্দেশ্যে লালন সিং বলেন, নীতীশ কুমারের কাঁধে চেপে বিহারে বিজেপি স্বীকৃতি পেয়েছে। কিন্তু তারা জানে না যে ২০২৪-এ বিজেপিকে শেষ করবে নীতীশ কুমার।
তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, 'মোদীজি বলুন আপনি কোন স্টেশনে চা বিক্রি করতেন।' তাঁর দাবি আতঙ্কে রয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য থেকে তা স্পষ্ট হচ্ছে।
তাঁরে মতে, আসলে প্রধানমন্ত্রী হয়ে মোদী চা বিক্রেতা হিসাবে নিজেকে প্রচার করেছেন। 'চায়ে পে চর্চা' হচ্ছে বিভিন্ন একালায়। প্রধানমন্ত্রী তাঁর রাজনৈতিক সভা থেকে আরম্ভ বিদেশ সফর, সর্বত্র তিনি নিজে তাঁকে চা বিক্রেতার ছেলে হিসাবে চিত্রিত করেছেন। সেটাই তার ভোটে জয়ে অন্যতম ইউএসপি হয়েছে। চা বিক্রেতা বলে, মোদী নিজেকে একজন গরিবের শুভাকাঙ্খী বলে প্রমাণ করার চেষ্টা করেন। লালন সিং বলেন এর মোকাবিলা সর্বাত্মক ভাবে করবে জেডিইউ।
(পড়তে পারেন। নবীর নামেই অযোধ্যা মসজিদের নামকরণ, নকশা চূড়ান্ত হল মুম্বইয়ের বৈঠকে )
এর আগে বৃহস্পতিবার বক্সার ট্রেন দুর্ঘটনা নিয়ে মুঙ্গেরে প্রধানমন্ত্রী একহাত নেন লালন সিং। তিনি বলেন, এই দুর্ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী একটি শব্দও উচ্চারণ করেননি। তিনি এর জবাব দাবি করেন। তিনি বলেন, এক দিকে একের পর এক ট্রেন দুর্ঘটনা হচ্ছে, অন্যদিকে পাতাকা নাড়িয়ে বন্দে ভারত উদ্বোধন হচ্ছে। জেডিইউ সভাপতি বলেন, সব কিছু বেসরকারিকরণ করা হলে এমনটাই হবে।
ফলাফল যাই হোক না কেন ২০২৪ সালের নির্বাচনে লালন সিং বিজেপিকে দূর্বল এবং ইন্ডিয়া জোটকে শক্তিশালী দেখতে চান।