ডিজিলকারে (DigiLocker) দেখা যাবে সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির ফলাফল। পরীক্ষার্থীরা নিজেদের DigiLocker অ্যাকাউন্ট থেকে মার্কশিট, সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট এবং স্কিল সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
কীভাবে DigiLocker অ্যাকাউন্ট তৈরি করতে হবে?
১) https://accounts.digitallocker.gov.in/signup/smart_v2/4f0bc1fe0b88eb43709d3a23143cf28f লিঙ্কে ক্লিক করতে হবে।
২) আধার কার্ডে যে নাম দেওয়া আছে, তা দিতে হবে।
৩) নিজের জন্মতারিখ দিতে হবে (আধার কার্ড অনুযায়ী)।
৪) নিজের লিঙ্গ উল্লেখ করতে হবে।
৫) নিজের মোবাইল নম্বর দিতে হবে।
৬) নিজের ছয় ডিজিটের সিকিউরিটি পিন দিতে হবে।
৭) নিজের ইমেল আইডি দিতে হবে।
৮) আধার কার্ডের নম্বর দিতে হবে।
৯) প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
১০) একটি ইউজারনেম দিতে হবে।
কোথায সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল জানবেন (CBSE result 2021)?
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-তে ফল প্রকাশিত হবে। এছাড়াও cbseresults.nic.in এবং results.gov.in থেকে ফল দেখতে পাবেন পড়ুয়ারা।
কীভাবে সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল দেখবেন CBSE result 2021?
আনুষ্ঠানিক ঘোষণার পর পর নির্দিষ্ট ওয়েবসাইট থেকে বোর্ডের রোল নম্বর, প্রার্থীদের নাম, জন্মতারিখ দিয়ে ফল দেখতে পাবেন।
দশম শ্রেণির মূল্যায়ন প্রক্রিয়া
করোনাভাইরাস পরিস্থিতিতে গত ১৫ এপ্রিল সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা বাতিল হয়ে গিয়েছিল। তার ভিত্তিতে ১ মে মূল্যায়ন প্রক্রিয়ার ঘোষণা করেছে সিবিএসই। জানানো হয়, ইউনিট টেস্ট, প্রি-বোর্ড পরীক্ষা এবং হাফ-ইয়ার্লি পরীক্ষার ভিত্তিতে নম্বর দেওয়া হবে। অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে যাতে পড়ুয়াদের অহেতুক বেশি নম্বর দেওয়া না হয়, সেজন্য গত তিন শিক্ষাবর্ষে (২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ এবং ২০১৯-২০২০) সংশ্লিষ্ট স্কুলের সেরা ফলের নিরিখে বিষয়ভিত্তিক গড় নম্বরের থেকে সর্বাধিক দু'নম্বরের হেরফের হতে পারে।
দ্বাদশ শ্রেণির মূল্যায়ন প্রক্রিয়া
চলতি বছর দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির ফল নিয়ে দ্বাদশের বোর্ড পরীক্ষার ফল প্রকাশ করা হবে। কেন্দ্রীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, ৩০ শতাংশ ধরা হবে দশম শ্রেণির। একাদশ শ্রেণির নম্বর ধরা হবে ৩০ শতাংশ। আর বাকি ৪০ শতাংশ নম্বর দ্বাদশ শ্রেণির।