হিংসা ছেড়ে মাওবাদীদের সমাজের মূল স্রোতে ফেরার আহ্বান জানালেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। রাজ্য সরকার তাদের সমস্যার সমাধান এবং দাবি নিয়ে আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার মাওবাদীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, সমাজে একজন সাধারণ ব্যক্তির মতো জীবনযাপন করলে মাওবাদীদের ন্যায্য দাবি পূরণ করা হবে।
আরও পড়ুনঃ ছত্তিশগড়ে মাওবাদী হামলায় রকেটের মত আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে
আন্তর্জাতিক মহিলা দিবসে দান্তেওয়াড়া জেলার জাওয়াঙ্গা শিক্ষা কেন্দ্রে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মাওবাদী বিরোধী অভিযানে যুক্ত রাজ্য পুলিশের সমস্ত ইউনিট, জেলা রিজার্ভ গার্ড, বস্তার যোদ্ধা এবং দান্তেশ্বরী যোদ্ধাদের মহিলা কর্মীদের সঙ্গে আলোচনার সময় মুখ্যমন্ত্রী একথা জানান। তিনি বলেন, ‘আমি স্থানীয় জনগণকে বলতে চাই যারা মাওবাদী তাদের উচিত সাধারণ মানুষের মতো জীবনযাপন করা। তাদের কী সমস্যা রয়েছে তা নিয়ে সরকারের সঙ্গে তাদের কথা বলা উচিত। তাদের প্রতিটি ন্যায্য দাবি ছত্তিশগড় সরকার পূরণ করবে।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমিও একটি আদিবাসী সম্প্রদায় এবং গ্রামের বাসিন্দা। তাই আমি আদিবাসী এবং গ্রামবাসীদের ব্যথা বুঝতে পারি। তাদের অন্যদের দ্বারা প্রভাবিত না হয়ে আমাদের সঙ্গে আলোচনা করা উচিত। তাদের দাবি নিয়ে আলোচনা করা উচিত। আজ নারী দিবসে, আমি তাদের কাছে আবেদন জানাতে চাই উন্নয়নের মূলধারায় যোগ দিন। সরকার আলোচনার জন্য প্রস্তুত।’
উল্লেখ্য, নারায়ণপুরের ডিআরজি কমান্ডো সুমিত্রা সাহু একসময় মাওবাদী ছিলেন। পরবর্তী সময়ে তিনি মাওবাদী ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসেন। এরপর তাঁকে পুলিশ বাহিনীতে নিয়োগ করে ছত্তিশগড় সরকার। মুখ্যমন্ত্রী এদিন তাঁর প্রশংসা করেন। সুনিতা ছাড়াও মুখ্যমন্ত্রী বেশ কয়েকজন মহিলা কমান্ডোর সঙ্গে কথা বলেন। তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করেন এবং বস্তারের প্রতিটি জেলা সদরে দন্তেশ্বরী শক্তি কেন্দ্র গঠনের ঘোষণা করেন।
এছাড়াও মুখ্যমন্ত্রী জানান, বস্তার বিভাগের ৭ টি জেলার সদর দফতরে খেলাধুলা, সাংস্কৃতিক এবং শিক্ষামূলক কার্যকলাপের জন্য কেন্দ্র স্থাপন করা হবে। প্রয়োজন অনুসারে এই ৭টি জেলার প্রতিটিতে দুটি করে উপ স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হবে।