বাংলা নিউজ > ঘরে বাইরে > China zero covid protest: চিনে কোভিড নীতি বিরোধী প্রতিবাদে 'সেন্সরশিপ'এর খাঁড়া! 'জরুরিকালীন' তৎপরতায় বেজিং

China zero covid protest: চিনে কোভিড নীতি বিরোধী প্রতিবাদে 'সেন্সরশিপ'এর খাঁড়া! 'জরুরিকালীন' তৎপরতায় বেজিং

 জিরো কোভিড বিরোধী প্রতিবাদে উত্তাল চিন। (Photo by Noel CELIS / AFP) (AFP)

শি জিনপিং সরকারের কোভিড নীতি ঘিরে ক্ষোভ উগরে দিচ্ছেন নাগরিকরা। সেই প্রতিবাদের ছবি যাতে বাইরের দুনিয়ায় আসতে না পারে যার জন্য পদক্ষেপ করছে চিন প্রশাসন। এজন্য শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ, ধরপাকড়। উল্লেখ্য, চিনের ‘গ্রেট ফায়ারওয়াল’ ঘিরে চিনের বাসিন্দাদের প্রবল আকর্ষণের রাস্তাকে রুখে দেওয়াই চিনের প্রশাসনের লক্ষ্য।

শি জিনপিং সরকারের 'জিরো কোভিড' নীতির বজ্র আঁটুনির প্রতিবাদে মুখর চিন। প্রতিবাদ ক্রমাগত প্রশাসনিক নিয়ন্ত্রণের হাতের বাইরে চলে যাচ্ছে বলে খবর। এদিকে, জানা যাচ্ছে প্রতিবাদের আঁচকে কমাতে একাধিক সেন্সারশিপের পথে যেতে পারে চিন। আর তা জরুরিকালীন তৎপরতায় করা হবে বলে খবর। এমনই একটি তথ্য ফাঁস হয়েছে ‘দ্যা গার্ডিয়ান’ পত্রিকার তরফে।

কোনও মতেই যআতে চিনের অন্দরের জিরো কোভিড নীতি বিরোধী প্রতিবাদের ছবি বাইরে বেরিয়ে আসতে না পারে, তার জন্য ভিপিএনের ওপর নিষেধাজ্ঞার খাঁড়া ঝুলতে পারে। চিনের মিডিয়া ও সোশ্যাল মিডিয়া বাদে বাকি নিউজ চ্যানেল পাওয়ার জন্য প্রতিবাদীরা কিছু ভিপিএনের সাহায্য নিয়েছিলেন বলে খবর। যে নিউজ চ্যানেলগুলি চিনে নিষিদ্ধ। আর সেই চ্যানেলের সম্প্রচার রুখতে এহার ভিপিএন অ্যাকসেসে খাঁড়া ঝুলছে চিনে। উল্লেখ্য, কোভিড পরবর্তী যুগে এযাবৎকালের সবচেয়ে বড় প্রতিবাদ দেখছে চিন। শি জিনপিং সরকারের কোভিড নীতি ঘিরে ক্ষোভ উগরে দিচ্ছেন নাগরিকরা। সেই প্রতিবাদের ছবি যাতে বাইরের দুনিয়ায় আসতে না পারে যার জন্য পদক্ষেপ করছে চিন প্রশাসন। এজন্য শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ, ধরপাকড়। উল্লেখ্য, চিনের ‘গ্রেট ফায়ারওয়াল’ ঘিরে চিনের বাসিন্দাদের প্রবল আকর্ষণের রাস্তাকে রুখে দেওয়াই চিনের প্রশাসনের লক্ষ্য। 

প্রসঙ্গত, ফাঁস হওয়া তথ্যে বেরিয়ে এসেছে প্রতিবাদ দমনে চিনের জিনপিং প্রশাসন কোন পন্থা ব্যবহার করতে চাইছে, তার রূপরেখা। সাংহাই সমেত বিভিন্ন জায়গায় প্রতিবাদী পড়ুয়াদের মুখে রাজনৈতিক স্লোগান শোনা গিয়েছে। প্রতিবাদের জায়গাগুলিতে বহু বিদেশী মিডিয়ার জমায়েত হচ্ছে। বহু ওয়েবসাইটে চিনের এই প্রতিবাদ আন্দোলনের ছবি বারবার স্পষ্ট হয়েছে। সেই নিরিখে প্রতিবাদ দমনে এই সমস্ত ক্ষেত্র গুলিকেও মাথায় রেখে চলার রূপরেখা স্থির হয়েছে বলে জানা গিয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন