বাংলা নিউজ > ঘরে বাইরে > CM Shivraj Singh Chouhan: কংগ্রেস ক্ষমতায় এলে গণেশ পুজোও করতে দেবে না, চুড়ি পরলে ধরবে, বিস্ফোরক BJP

CM Shivraj Singh Chouhan: কংগ্রেস ক্ষমতায় এলে গণেশ পুজোও করতে দেবে না, চুড়ি পরলে ধরবে, বিস্ফোরক BJP

গণেশ চতুর্থীতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও তাঁর স্ত্রী। (PTI Photo)  (PTI)

মধ্যপ্রদেশের মুখ্য়মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, আমি সরকার চালাই না। পরিবার চালাই। আমার পরিবারের ৯.৫ কোটি সদস্য। আমি দাদার মতো, কাকার মতো। আপনারা কি মনে করেন আমি সিএম?

শ্রুতি তোমার

যদি কংগ্রেস ক্ষমতায় আসে তবে মেয়েদের পক্ষে ওই চুরি আর টিপ পরাটাও খুব চাপের হয়ে যাবে। জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্য়মন্ত্রী শিবরাজ সিং চৌহান। সনাতন ধর্ম নিয়ে বিতর্ককে উসকে দিয়ে তিনি কংগ্রেসকে একহাত নেন।

সাগরের সুর্খি বিধানসভায় জন আশীর্বাদ যাত্রায় এমপির সিএম বলেন, কংগ্রেস একটা জোট তৈরি করেছে। নাম দিয়েছে ইন্ডিয়া। তাদের মধ্যে একজন আবার সনাতন ধর্মকে অপমান করেছেন। বলছেন সনাতন ধর্ম ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো। এটাকে শেষ করে ফেলা দরকার। কংগ্রেস আর তার সহযোগীরা সনাতন ধর্মকে অপমান করছেন।

এরপরই ভিড়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন সিএম, আপনারা কি সনাতন ধর্মের অপমান মেনে নেবেন?ওরা আমাদের ধর্মকে অপমান করছেন। বোনেরা আপনারা মনে রাখবেন, যদি কংগ্রেস ক্ষমতায় আসে টিপ চুড়ি পরাটাও আপনাদের কাছে শক্ত হয়ে দাঁড়াবে। ওরা ভজন, রামায়ণ পাঠ, গীতা, গণেশ উৎসব সব নিষিদ্ধ করে দেবে। ম্যাডাম সোনিয়া গান্ধী এটা কী ধরনের জোট আপনাদের? আপনাকে তার উত্তর দিতে হবে। রাহুল গান্ধীকে উত্তর দিতে হবে। সাধারণ মানুষ এটা বুঝবে। কংগ্রেসকে উপড়ে ফেলতে হবে। যারা সনাতন ধর্মকে অপমান করেন তাদেরকে আমরা থাকতে দেব না।

কংগ্রেস নেতা কমল নাথকেও একহাত নেন তিনি। মধ্যপ্রদেশের মুখ্য়মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, আমি সরকার চালাই না। পরিবার চালাই। আমার পরিবারের ৯.৫ কোটি সদস্য। আমি দাদার মতো, কাকার মতো। আপনারা কি মনে করেন আমি সিএম? বোনেরা ৪৫০ টাকায় গ্যাস পাবেন। গৃহহীনরা ঘর পাবেন। তবে কংগ্রেসও এনিয়ে চুপ থাকেনি।

কংগ্রেসের প্রশ্ন, সিএম চৌহান নিজেকে বড় সনাতনী দাবি করছেন। তবে তিনি কেন গোয়ার সিএম যিনি গোমাংস ভক্ষণ করেন তাঁকে মহাকাল মন্দিরের গর্ভগৃহে যেতে দিলেন। মহাকাল লোকে যিনি দুর্নীতি করেছেন তার সম্পর্কে কেন চুপ? আসলে সিএম জুয়ায় হেরে গিয়েছেন। এখন তিনি সব কিছু ফিরে পাওয়ার চেষ্টা করছেন।

 

বন্ধ করুন