বাংলা নিউজ > ঘরে বাইরে > মণিপুরে কোণঠাসা বিজেপিকে হঠাতে এবার আদালতে যেতে পারে কংগ্রেস

মণিপুরে কোণঠাসা বিজেপিকে হঠাতে এবার আদালতে যেতে পারে কংগ্রেস

রাজ্যপাল নাজমা হেপতুল্লার কাছে দরবার করেও বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য বিশেষ অধিবেশন আহ্বান করতে ব্যর্থ কংগ্রেস। ছবি: এএনআই।

পরিস্থিতি সামলাতে শাসকজোটের বিভিন্ন নেতাদের সঙ্গে জরুরি আলোচনায় বসেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ও অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

রাজ্য সভা নির্বাচনে জিতলেও নয় জন বিধায়ক সমর্থন তুলে নেওয়ার পরে মহাসংকটে পড়েছে মণিপুরের বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার। 

পরিস্থিতি সামলাতে শনিবার ইম্ফলে উড়ে এসে দলীয় বিধায়ক এবং শাসকজোটের বিভিন্ন নেতাদের সঙ্গে জরুরি আলোচনায় বসেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী তথা এনপিপি সভাপতি কনরাড সাংমা ও নর্থ ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স-এর আহ্বায়ক তথা অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল জোট ভেঙে বেরিয়ে যাওয়া এনপিপি বিধায়কদের ফিরিয়ে আনা। তবে শেষ পর্যন্ত আলোচনার কী পরিণতি হয়েছে, তা জানা যায়নি।

২০১৭ সালে মণিপুরে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার গড়ার পিছনে মূল কারিগর ছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। সরকার বাঁচাতেও তাই ফের ডাক পড়েছে তাঁরই। যদিও তাঁর আগমনে বিশেষ চিন্তিত নয় বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন এসপিএফ জোট। 

শনিবার মণিপুর কংগ্রেসের মুখপাত্র নিংগমবাম বুপেন্দা মেইতেই বলেন, ‘শুনেছি আজ ইম্ফলের হোটেলে বৈঠকে বসেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী তথা এনপিপি সভাপতি কনরাড সাংমা ও অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমান পরিস্থিতিতে তাঁদের উপস্থিতি কোনও প্রভাব ফেলবে না। মুখ্যমন্ত্রী পদে অন্য কাউকে বসালেও কিছু হবে না। মণিপুরের একমাত্র উপায় হল কংগ্রেসের নেতৃত্বাধীন এসপিএফ সরকার গঠন করা।’

তিনি বলেন, ‘গণতন্ত্রে সব সময় বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হয়। মণিপুরের রাজ্যপালের কাছে আমার আর্জি, যত তাড়াতাড়ি সম্ভব বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকুন। ৫২ আসনের বিধানসভায় কী ভাবে ২৩ জন বিধায়ক নিয়ে সংখ্যালঘু সরকার চালাতে পারে বিজেপি?’

প্রসঙ্গত, গত বুধবার এন বীরেন সিং সরকারের থেকে সমর্থন তুলে নেন বিজেপির তিন জন, এনপিপির ৪ জন এবং তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক। তিন বিজেপি বিধায়ক পরে কংগ্রেসে যোগ দেন। কংগ্রেস নেতৃত্বাধীন এসপিএফ জোটে শামিল হয়েছেন এনপিপির ৪ বিধায়কও। সপিএফ জোটকে সমর্থন করেছেন তৃণমূল সমর্থিত নির্দল বিধায়কও। 

তিন বিধায়কের ইস্তফার পরে মণিপুর বিধানসভায় বিজেপির দখলে এই মুহূর্তে ১৮টি আসন। বিজেপি শিবিরের প্রতি এখনও সমর্থন দেখাচ্ছেন বাকি চার এনপিএফ বিধায়ক এবং লোক জনশক্তি পার্টির একমাত্র বিধায়ক। যার ফলে বিধানসভায় শাসকজোটের আসংন সংখ্যা এখন ২৩। 

এই ডামাডোলের মাঝেই রাজ্য সভায় মণিপুরের একমাত্র আসনটি স্বল্প ব্যবধানে জেতেন মণিপুরের রাজা তথা বিজেপি সাংসদ সানাজোবা লেইশেম্বা। এই জয়ের পরে মুখ্যমন্ত্রী বীরেন সিং শুক্রবার সাংবাদিক বৈঠকে দাবি করেন, বিধানসভায় শাসকজোটের সংখ্যাগরিষ্টতা বজায় রয়েছে।

অন্য দিকে, বার বার রাজ্যপাল নাজমা হেপতুল্লার কাছে দরবার করেও বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য বিশেষ অধিবেশন আহ্বান করতে ব্যর্থ কংগ্রেস। শোনা যাচ্ছে, এবার তাই মণিপুর হাই কোর্টে এই বিষয়ে আবেদন জানানোর কথা ভাবছে এসপিএফ। 

ঘরে বাইরে খবর

Latest News

‘আমি যা হয়েছি,যতটুকু হয়েছি সবটাই ভিসি স্যারের জন্য’, বললেন গুকেশ ‘‌প্রচুর বুথে পুনর্নির্বাচন হওয়া দরকার’‌, ভোট মিটতেই সুর চড়ালেন বিজেপি প্রার্থী রবিতে বাংলার ৩ জেলায় ঝড়-বৃষ্টি! বৃহস্পতি পর্যন্ত কবে ও কোথায় বর্ষণ? রইল তালিকা সন্দেশখালিতে TMC নেতার বাড়িতে মিলল বিপুল বিস্ফোরক, নিষ্ক্রিয় করতে পৌঁছল NSG কুয়ো খুঁড়তে গিয়ে বেরিয়ে এল কালো সোনা, বাংলায় নতুন জায়গায় সন্ধান মিলল কয়লার মুর্শিদাবাদে রামনবমীতে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে, আদালতে রিপোর্ট দিয়ে দাবি রাজ্যের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? কদিন আগে ছেলের ‘প্রেম’ নিয়ে ওঠে প্রশ্ন! ‘আমি বাড়ি না থাকলে ও খুশি’, ফাঁস রচনার বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু চাঁদা তুলে খেলতে আসা ৩ লাখ মানুষের দেশ T20I-তে হারিয়ে দিল টেস্ট খেলিয়ে দেশকে

Latest IPL News

নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া SRH-কে হারানোর পর, RCB-র প্লে-অফে ওঠার ক্ষীণ আলো দেখা গিয়েছে, তবে অঙ্কটা জটিল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.