চা খেতে গিয়ে কাউকে আহত হতে দেখেছেন কখনও? সকালে গরম চায়ে চুমুক না দিয়ে ঘুম ভাঙে না এমন অনেকেই রয়েছেন। তবে সেই চা খেতে গিয়ে যদি মর্মান্তিক পরিণতি হয় তখন? শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে বাস্তবে। স্ত্রীয়ের কাছে চা চাইতে গিয়ে মারাত্মক আহত হতে হয়েছে এক ব্যক্তিকে। এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ভারতেই। স্বামী চা চাওয়ায় তাঁর চোখে গুরতর আঘাত করেছেন স্ত্রী।
আরও পড়ুন: ডিসেম্বরে নেই শীত, লাগছে না গরমজামা! শরীর সুস্থ থাকবে কীভাবে? HT বাংলাকে বললেন চিকিৎসক
কাঁচি দিয়ে কুপিয়েছেন চোখে। যার জেরে শেষমেশ হাসপাতালে ভর্তি হতে হয়েছে আক্রান্তকে। কিন্তু কেন ঘটল এমন ভয়ঙ্কর ঘটনা। জানা গিয়েছে চা চাওয়া নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয় স্বামী স্ত্রীয়ের মধ্যে। শেষমেশ উত্তেজনা সামলাতে না পেরে স্বামীকেই আঘাত করে ফেলেন স্ত্রী। ঘটনার জেরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পরে স্থানীয়দের মধ্যে। এমন ভয়ঙ্কর পরিণতি দেখে রীতিমতো হাড় হিম হয়ে যায় সকলের।
আরও পড়ুন: ভ্যাকসিন নিলেই কমবে কোলেস্টেরল! ঝুঁকি কমবে হৃদরোগেরও, চমকে দেওয়ার মতো আবিষ্কার
এক কাপ চা চাইতে গিয়ে চরম পরিণতি! ধারাল কাঁচি দিয়ে স্বামীকে আঘাত করল স্ত্রী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বাগপতে। ঘটনায় তাজ্জব হয়েছেন চা প্রেমীরা।
আরও পড়ুন: ‘এই কর দেওয়ার কোনও দায় নেই’, ৪০১ কোটি টাকা দেওয়ার নোটিশ পেয়ে জবাব জোমাটোর
স্ত্রীয়ের কাছে এক কাপ চা দিতে অনুরোধ করেছিল আহত। এতেই চরম পরিণতি হল তাঁর। গত ২৭ ডিসেম্বর সকালে স্ত্রীয়ের কাছে এক কাপ গরম চা চেয়েছিল অঙ্কিত নামের ওই ব্যক্তি। বাগপতির বাদোলি রোডের ৬ নম্বর বাড়িতে থাকতেন অঙ্কিত ও তাঁর স্ত্রী।
আরও পড়ুন: এই ভাবেই থামিয়ে রাখুন বার্ধক্য! এই সামান্য খাবার বদলালেই বয়স আর বাড়বে না
সকালে চা চাওয়ার জন্য তীব্র বাকবিতন্ডা বাঁধে স্বামী-স্ত্রীয়ের মধ্যে। শেষে স্বামীর উপরে রেগে গিয়ে কাঁচি দিয়ে তাঁর চোখে আঘাত করেন অভিযুক্ত। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে আহত ব্যক্তিতে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর অবস্থা সেই সময়ে আশঙ্কাজনক ছিল। বর্তমানে তিনি কেমন আছেন, তা জানা যায়নি। পরিবারের অন্যরাও এই ঘটনায় আর মুখ খোলেননি।