'পাকিস্তান সরকার আমায় হত্যা করার জন্য সুপারি দিয়েছিল।' শুক্রবার এক সুপারি কিলারকে ষড়যন্ত্রে জড়িত থাকায় দোষী সব্যস্ত করে ব্রিটিশ আদালত। আর তারপরেই এমনই দাবি করলেন এক নির্বাসিত পাকিস্তানি রাজনৈতিক ব্লগারের।
সুপারমার্কেট কর্মী মহম্মদ গোহির খানের(৩১) বিরুদ্ধে পাকিস্তানে মধ্যস্থতাকারীদের দ্বারা নিয়োগ হওয়ার প্রমাণ মিলেছে। ব্লগার আহমদ ওয়াকাস গোরায়াকে হত্যার ষড়যন্ত্রের জন্য তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। মহম্মদ গোহির খানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
পূর্ব লন্ডনের বাসিন্দা মহম্মদ গোহির খান। তাঁর বিরুদ্ধে গত বছরের জুনে নেদারল্যান্ডসে আহমদ ওয়াকাস গোরায়াকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল। ট্রেনে করে ব্রিটেনে ফেরার পর তাঁকে গ্রেফতার করা হয়।
আহমদ ওয়াকাস গোরায়া একজন বিতর্কিত ব্লগার। উদারপন্থীর প্রচার করেন। আর সেই কারণেই পাকিস্তান থেকে তাঁর নির্বাসন হয়েছে। গত এক দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানের বাইরে বসবাস করছেন। যদিও এই মামলার শুনানিতে তিনি অংশ নেননি।আইনের বিচারে তিনি খুশি বলে জানান। যদিও এই ষড়যন্ত্রের পিছনে মূল চক্রীদের ধরা গেল না বলে হতাশা প্রকাশ করেন তিনি।
লেনদেন হওয়া টাকার পরিমাণ এবং তাঁর গোপন অবস্থান সম্পর্কে চক্রান্তকারীদের খবর থেকে তাঁর ধারণা, 'আমি নিশ্চিত এটা পাকিস্তান সরকারের কাজ।'