বাংলা নিউজ > ঘরে বাইরে > Private Hospitals Rates: সাধ্য়ের মধ্য়ে নার্সিংহোমে চিকিৎসা! রেট ঠিক করতে কেন্দ্রকে সুপ্রিম নির্দেশ, টেনশন কমবে আমজনতার

Private Hospitals Rates: সাধ্য়ের মধ্য়ে নার্সিংহোমে চিকিৎসা! রেট ঠিক করতে কেন্দ্রকে সুপ্রিম নির্দেশ, টেনশন কমবে আমজনতার

সাধ্য়ের মধ্যে হবে চিকিৎসা। প্রতীকী ছবি। পিক্সাবে। 

ক্লিনিকাল এসটাব্লিশমেন্ট ( সেন্ট্রাল গভর্নমেন্ট) রুলস ২০১২ অনুসারে বেসরকারি হাসপাতালের ফি ধার্য্য করার অনুরোধ জানিয়ে এই মামলা করা হয়েছিল।

সুপ্রিম কোর্টের তরফে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কাছে নির্দেশ দেওয়া হয়েছে যে গোটা দেশে বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ যাতে সামর্থ্য়ের মধ্য়ে থাকে। সেকারণে রেট ঠিক করার জন্য বলা হয়েছে। খবর বার অ্যান্ড বেঞ্চ সূত্রে। 

সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে  গোটা দেশ জুড়ে যে বেসরকারি হাসপাতালগুলি রয়েছে সেখানকার রেটচার্ট যাতে সামর্থ্যের মধ্য়ে হয় সেটা দেখতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে এই নির্দেশ দেওয়া হয়েছে। এনিয়ে রাজ্য ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করার পরেই এই পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। 

বিচারপতি বিআর গভাই ও বিচারপতি সন্দীপ মেহেতা জানিয়েছেন, বেসরকারি হাসপাতালে যাতে সাধারণ মানুষ সাধ্য়ের মধ্যে চিকিৎসা পান সেই বিষয়টি এড়িয়ে যেতে পারে না  কেন্দ্রীয় সরকার। আসলে সুপ্রিম কোর্টের কাছে একটা আবেদন এসেছিল যাতে ক্লিনিকাল এসটাব্লিশমেন্ট অ্যাক্ট অনুসারে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার রেটকে বেঁধে দেওয়া হয়। এনিয়ে যেন সুপ্রিম কোর্ট নির্দিষ্ট নির্দেশ দেয় সেকারণে আবেদন করা হয়েছিল। 

ক্লিনিকাল এসটাব্লিশমেন্ট ( সেন্ট্রাল গভর্নমেন্ট) রুলস ২০১২ অনুসারে বেসরকারি হাসপাতালের ফি ধার্য্য করার অনুরোধ জানিয়ে এই মামলা করা হয়েছিল। সেই ৯ নম্বর ধারায় উল্লেখ করা রয়েছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে আলোচনা করে সময় সময়ে মেডিক্যাল ক্লিনিকের জন্য় ফি ঠিক করবে। 

তবে শীর্ষ আদালত আপাতত জানিয়েছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে যোগাযোগ রেখে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে মিটিংয়ে বসার ব্যাপারেও বলা হয়েছে। তবে বিচারপতিদের বেঞ্চের পর্যবেক্ষণ হাসপাতালের চিকিৎসার রেট সেন্ট্রাল গভর্নমেন্টের হেল্থ স্কিমের আওতায় একাধিক ক্ষেত্রে নির্ধারিত করা রয়েছে। তবে কোর্টের তরফে সতর্ক করে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার যদি একটি নির্দিষ্ট পদক্ষেপ না নেয় তবে CGHS রেটকেই নিয়মিত রেট হিসাবে ধরে নেওয়া হবে। এটাকে অন্তর্বর্তী কালীন পদক্ষেপ হিসাবে ধরা হবে বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে বহুক্ষেত্রেই বিপুল খরচের কথা ভেবেই পিছিয়ে আসেন অনেকে। সেক্ষেত্রে এবার হয়তো কিছুটা হলেও স্বস্তি ফিরবে। 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

গণইস্তফা দিয়ে চাপ বাড়ালেন ডাক্তাররা, নবান্ন দিল কড়া বার্তা, কারা রইলেন চাপে? '৩৭০ ধারা সরালে কাশ্মীর জ্বলবে ভেবেছিল অনেকে, কিন্তু আরও সুন্দর হয়ে উঠেছে' জঙ্গি হামলায় হারিয়েছেন বাবাকে, উপত্যকায় বাজিমাত বিজেপির সেই মহিলা প্রার্থীর টেক্কার প্রিমিয়ারে রাজকীয় লুকে দেব-রুক্মিণী, হাজির টোটাও পুজোর আমেজে টলিউড, শুভশ্রী থেকে শ্রাবন্তী-শোলাঙ্কি কে কেমন সাজলেন পঞ্চমীতে? ছোট্ট ‘দুর্গা’দের নিয়ে একদিনের প্যান্ডেল হপিং! উডল্যান্ডসের অভিনব উদ্যোগ আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিকের জাদু ক্ষমতা, এসব বলা বেআইনি, সতর্ক করল মন্ত্রক রামায়ণ থেকে অনুপ্রাণিত সিংহম এগেন, কে কোন চরিত্রে ধরা দেবেন? অনেকদিন ধরেই ভাবছিলেন! RG Karকাণ্ডে বিচার চেয়ে বাড়িতে দুর্গাপুজো শুরু মেহতাবের সৃজিত-মিথিলার দাম্পত্য নিয়ে খোঁচা! দুই বাংলার বিয়ে টিকছে না কেন? প্রশ্ন তসলিমার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.