বাংলা নিউজ > ঘরে বাইরে > Plea for Divorce: তোমার মা আমার মেকআপে হাত দিয়েছিল কেন? স্বামীর বিরুদ্ধে ডিভোর্সের আবেদন স্ত্রীর

Plea for Divorce: তোমার মা আমার মেকআপে হাত দিয়েছিল কেন? স্বামীর বিরুদ্ধে ডিভোর্সের আবেদন স্ত্রীর

মেকআপ বাক্স। প্রতীকী ছবি। পিক্সাবে 

মেক আপ নিয়ে শাশুড়ির সঙ্গে ঝামেলা। তার জেরে একেবারে ডিভোর্সের আবেদন। বিস্তারিত পড়ুন এখানে…

ডিভোর্সের আবেদনের পেছনে নানা রকম অদ্ভূত কারণ থাকে। তেমনই একটা কারণ এবার সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা এক বধূ তার স্বামীর কাছ থেকে ডিভোর্স চেয়েছেন। কারণ তার শাশুড়ি না বলে তার মেক আপ ব্যবহার করেছিলেন। তারপরই রেগে যান বৌমা।

ওই মহিলার অভিযোগ, শাশুড়ি তার অনুমতি না নিয়ে তার মেকআপ ব্যবহার করেছিলেন। এরপরই এনিয়ে শাশুড়ির সঙ্গে তার ঝামেলা বেঁধে যায়। ওই মহিলার দাবি, তার স্বামী তাকে ও তার বোনকে ঘর থেকে বের করে দিয়েছে। শাশুড়ির সঙ্গে মেকআপ নিয়ে তার ঝামেলা হয়েছিল। তারপর থেকেই স্বামী তাকে বের করে দেন বলে স্ত্রীর অভিযোগ।

একই বাড়ির দুই ভাইকে বিয়ে করেছিলেন দুই বোন। আট মাস আগে তাদের বিয়ে হয়েছিল। সব মোটামুটি ঠিকঠাকই ছিল। কিন্তু সুর কাটে সম্প্রতি। এক বোন জানতে পারে শাশুড়ি তার মেক আপে হাত দিয়েছিলেন। এরপরই তিনি ঝাঁপিয়ে পড়েন। কেন অনুমতি ছাড়া তিনি মেকআপে হাত দিয়েছিলেন সেই প্রশ্ন তোলেন। বৌমার অভিযোগ, তার একটা অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি দেখেন যে তার মেকআপের আর কোনও অবশিষ্ট নেই। সবটা ব্যবহার করে নিয়েছেন তার শাশুড়ি। এরপরই তুমুল ঝগড়া শুরু করে দেন স্ত্রী।

এদিকে ফ্য়ামিলি কাউন্সেলিং সেন্টারে গিয়ে ওই মহিলা জানিয়েছেন, বাড়ির মধ্য়েই মেকআপ করেন তার শাশুড়ি। নানা ধরনের জামাকাপড় পরেন তিনি। ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে ওই মহিলা মালপুরা থানাতেও গিয়েছিলেন। 

ওই মহিলা জানিয়েছেন, তার সঙ্গে শাশুড়ির ঝগড়া হয়েছিল। তিনি বার বার শাশুড়িকে বলেছেন বাড়িতে আপনি মেক আপ করবেন না। এদিকে গোটা ঘটনার কথা ছেলের কাছে নালিশ করেন শাশুড়ি। এরপর ছেলে এসে উলটে বৌমার উপরেই চোটপাট শুরু করে দেন। এরপর পরিস্থিতি ক্রমেই বিগড়ে যেতে শুরু করে। কেন তার মায়ের সঙ্গে ঝগড়া করা হয়েছে এই প্রশ্ন তোলেন স্বামী।

এদিকে  ঘটনার পর থেকেই ওই দুই মহিলা বাবার বাড়িতে রয়েছেন। এদিকে পরিবার পরামর্শ কেন্দ্রের তরফে দুপক্ষকে ডেকে এনে বিষয়টি মিটমাট করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে স্বামী তার উপর মানসিক নির্যাতন চালিয়েছে বলে দাবি করেন ওই মহিলা। তিনি কেবলমাত্র তার মায়ের কথা শুনে চলেন বলেও অভিযোগ স্ত্রীর। 

পরবর্তী খবর

Latest News

‘এমন শাস্তি হোক, সারা পৃথিবীর কাছে যেন দৃষ্টান্ত হয়ে থাকে’, আরজি কর নিয়ে সৌরভ শরীরের এই সব অংশে তিল! তাহলে ধনী হওয়া কেউ আটকাতে পারবে না! এবার পুজোতে ফিরে আসুন, বার্তা মমতার, নেটপাড়া বলল ‘RG করের জাস্টিস নিয়েই ফিরব’ সামনে টি২০ বিশ্বকাপ! বিরাটের পেপ টক কাজে লাগিয়েই ট্রফি জিততে চান স্মৃতি…ভিডিয়ো ময়নাতদন্ত নিয়ে প্রশ্নবিদ্ধ রাজ্য, তার মাঝেই আন্দোলন বন্ধের চেষ্টা, কী কী বলল SC? ক্লাসেন, মিলার, রাবাদা কেউ নেই, আফগান ও আইরিশদের বিরুদ্ধে আনকোরা দল দঃআফ্রিকার জুনিয়র ডাক্তারদের আন্দোলনে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত, তথ্য দিলেন স্বাস্থ্য সচিব ‘উৎসবে ফিরে আসুন…’ পুজো অনুদান ‘না নিলে ছেড়ে দিন, অন্যদের দেব,’ কড়া মমতা Ireland Women বনাম England Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? গণপতি বিসর্জনের মাঝেই অনন্তের কপালে চুমু নববধূ রাধিকার, নিমেষেই ভাইরাল ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.