ডিভোর্সের আবেদনের পেছনে নানা রকম অদ্ভূত কারণ থাকে। তেমনই একটা কারণ এবার সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা এক বধূ তার স্বামীর কাছ থেকে ডিভোর্স চেয়েছেন। কারণ তার শাশুড়ি না বলে তার মেক আপ ব্যবহার করেছিলেন। তারপরই রেগে যান বৌমা।
ওই মহিলার অভিযোগ, শাশুড়ি তার অনুমতি না নিয়ে তার মেকআপ ব্যবহার করেছিলেন। এরপরই এনিয়ে শাশুড়ির সঙ্গে তার ঝামেলা বেঁধে যায়। ওই মহিলার দাবি, তার স্বামী তাকে ও তার বোনকে ঘর থেকে বের করে দিয়েছে। শাশুড়ির সঙ্গে মেকআপ নিয়ে তার ঝামেলা হয়েছিল। তারপর থেকেই স্বামী তাকে বের করে দেন বলে স্ত্রীর অভিযোগ।
একই বাড়ির দুই ভাইকে বিয়ে করেছিলেন দুই বোন। আট মাস আগে তাদের বিয়ে হয়েছিল। সব মোটামুটি ঠিকঠাকই ছিল। কিন্তু সুর কাটে সম্প্রতি। এক বোন জানতে পারে শাশুড়ি তার মেক আপে হাত দিয়েছিলেন। এরপরই তিনি ঝাঁপিয়ে পড়েন। কেন অনুমতি ছাড়া তিনি মেকআপে হাত দিয়েছিলেন সেই প্রশ্ন তোলেন। বৌমার অভিযোগ, তার একটা অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি দেখেন যে তার মেকআপের আর কোনও অবশিষ্ট নেই। সবটা ব্যবহার করে নিয়েছেন তার শাশুড়ি। এরপরই তুমুল ঝগড়া শুরু করে দেন স্ত্রী।
এদিকে ফ্য়ামিলি কাউন্সেলিং সেন্টারে গিয়ে ওই মহিলা জানিয়েছেন, বাড়ির মধ্য়েই মেকআপ করেন তার শাশুড়ি। নানা ধরনের জামাকাপড় পরেন তিনি। ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে ওই মহিলা মালপুরা থানাতেও গিয়েছিলেন।
ওই মহিলা জানিয়েছেন, তার সঙ্গে শাশুড়ির ঝগড়া হয়েছিল। তিনি বার বার শাশুড়িকে বলেছেন বাড়িতে আপনি মেক আপ করবেন না। এদিকে গোটা ঘটনার কথা ছেলের কাছে নালিশ করেন শাশুড়ি। এরপর ছেলে এসে উলটে বৌমার উপরেই চোটপাট শুরু করে দেন। এরপর পরিস্থিতি ক্রমেই বিগড়ে যেতে শুরু করে। কেন তার মায়ের সঙ্গে ঝগড়া করা হয়েছে এই প্রশ্ন তোলেন স্বামী।
এদিকে ঘটনার পর থেকেই ওই দুই মহিলা বাবার বাড়িতে রয়েছেন। এদিকে পরিবার পরামর্শ কেন্দ্রের তরফে দুপক্ষকে ডেকে এনে বিষয়টি মিটমাট করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে স্বামী তার উপর মানসিক নির্যাতন চালিয়েছে বলে দাবি করেন ওই মহিলা। তিনি কেবলমাত্র তার মায়ের কথা শুনে চলেন বলেও অভিযোগ স্ত্রীর।