সম্প্রতি ২৭ বছরের মডেলকে খুন করার ঘটনায় সাড়া ফেলে দিয়েছে দেশে। গুরুগ্রামের এক হোটেল মালিকের বিরুদ্ধে সেই মডেলকে খুনের অভিযোগ উঠেছে। মৃত মডেলের নাম দিব্যা পাহুজা। এই দিব্যা নাকি মধুচক্রে ফাঁসিয়ে নিজের গ্যাংস্টার বয়ফ্রেন্ডের ভুয়ো এনকাউন্টার করিয়েছিল। সেই মামলায় গ্রেফতারও হয়েছিল দিব্যা। আপাতত জামিনে মুক্ত ছিল। আর জামিনে থাকাকালীনই খুন হল দিব্যা। সেই খুনের দায়ে অভিযুক্ত হোটেল মালিক অভিজিৎ সিং। রিপোর্ট অনুযায়ী, গুরুগ্রামের সিটি পয়েন্ট হোটেলে খুন করা হয় ওই মডেলকে। ঘটনায় অভিযোগ, খুনের পর দিব্যার দেহ পাচারের জন্য এক সহযোগীকে ১০ লক্ষ টাকা দেন ওই হোটেল মালিক। (আরও পড়ুন: ১৯৯২-এর বাবরি দাঙ্গায় গ্রেফতারি ২০২৪ সালে এসে, এই ধৃত শ্রীকান্ত কে?)
আরও পড়ুন: নতুন বছরে এক ধাক্কায় অনেকটাই কমতে পারে বিমান ভাড়া, বড় ঘোষণা ইন্ডিগোর
রিপোর্ট অনুযায়ী, সন্দীপ গাদোলি নামক এক গ্যাংস্টারের ভুয়ো এনকাউন্টার মামলায় বিগত ৭ বছর ধরে জেলে ছিল দিব্যা। প্রসঙ্গত, ২০১৬ সালে গ্যাংস্টার সন্দীপ গাদোলির ভুয়ো এনকাউন্টার মামলায় অন্যতম অভিযুক্ত ছিল দিব্যা পাহুজা। পুলিশকে গ্যাংস্টারের খোঁজ দিব্যাই দিয়েছিল বলে দাবি। দীর্ঘ ৭ বছর ধরে জেলবন্দি ছিল দিব্যা। গত বছরের জুন মাসে বম্বে হাইকোর্ট দিব্যাকে জামিন দেয়। দিব্যার পরিবারের অভিযোগ, গ্যাংস্টার সন্দীপ গাদোলির বোন সুদেশ কাতারিয়া ও তাঁর ভাই ব্রহ্ম প্রকাশই দিব্যাকে খুনের ছক কষেছিল। অভিজিৎকে খুনের সুপারি দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: 'রাশিয়া যদি বেশি...', অশোধিত তেল আমদানি নিয়ে জল্পনার মাঝে কোন ইঙ্গিত কেন্দ্রের?
এদিকে দিব্যাখুনের মামলায় জানা যাচ্ছে, ২ জানুয়ারি ভোর ৪টে নাগাদ হোটেল মালিক অভিজিৎ, দিব্যা ও আরও এক ব্যক্তি হোটেল আসেন। ১১১ নম্বর রুমে যান তারা। পরে রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ দেখা যায়, অভিজিৎ ও দুই যুবক দিব্যার দেহ চাদরে মুড়িয়ে টেনে-হিঁচড়ে বের করে আনছে। হোটেলের বাইরেই দাঁড়ানো বিএমডব্লুতে দিব্যার দেহ তোলা হয়। পুলিশ ওই সিসিটিভি ফুটেজ ধরেই পঞ্জাব সহ একাধিক জায়গায় তল্লাশি চালায়। দিব্যার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিজিৎ ও অপর দুই যুবককে গ্রেফতার করে পুলিশ।
এদিকে ধৃত অভিযুক্তরা জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে। রিপোর্ট অনুযায়ী, অভিজিৎ সিং নাকি জেরায় পুলিশকে জানিয়েছে, সে হোটেল সিটি পয়েন্টের মালিক। হোটেলটা সে লিজে নিয়েছে। পুলিশ জানিয়েছে, দিব্যা পাহুজার কাছে অভিজিৎ সিংয়ের কিছু অশ্লীল ছবি ছিল, যেগুলি দিয়ে তিনি অভিজিৎকে ব্ল্যাকমেল করত। এই কারণেই নাকি অভিজিৎ তাকে হত্যার ষড়যন্ত্র করে হোটেলে নিয়ে গিয়েছিল।