বাংলা নিউজ > ঘরে বাইরে > নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা–সহ ৮ মুখ্য়মন্ত্রী, কেন এমন বয়কট?

নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা–সহ ৮ মুখ্য়মন্ত্রী, কেন এমন বয়কট?

নরেন্দ্র মোদীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক নয়াদিল্লিতে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও এই বৈঠকে সাড়া দিচ্ছেন না। তিনি জানিয়ে দেন, পূর্ব কর্মসূচি স্থির থাকায় তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে পারছেন না। তাঁর জায়গায় অন্য কাউকে পাঠালে যদি হয় তিনি তা করতে পারেন। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না।

আজ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক নয়াদিল্লিতে রয়েছে। আর এই বৈঠক আজ বয়কট করলেন আটজন মুখ্যমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন কেন্দ্রের আয়োজিত নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না। তারপরে নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বেঁকে বসেন। তা দেখে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও একই পথে হাঁটলেন। এবার আরও তিন মুখ্য়মন্ত্রী সেই তালিকায় যুক্ত হলেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না। এই কথা তাঁরা জানিয়ে দিয়েছেন। সুতরাং এটা কার্যত বিজেপির বৈঠকে পরিণত হতে চলেছে।

আজ, শনিবার নয়াদিল্লিতে বসছে নীতি আয়োগের বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠকের সভাপতিত্ব করছেন। প্রগতি ময়দানের নিউ কনভেনশন সেন্টারে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এই আবহের মধ্যেই নতুন সংসদ ভবন উদ্বোধনেও বিরোধীরা থাকবে না বলে জানিয়ে দিয়েছেন। সুতরাং বিরোধী ছাড়া প্রকৃত গণতন্ত্রের ছবি তুলে ধরা সম্ভব নয়। নীতি আয়োগের বৈঠক ‘বয়কট’ করার কথা প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়ে দেন কেজরিওয়াল। তাঁর বক্তব্য, এই বৈঠক বয়কট করা হচ্ছে। কারণ এই বৈঠক অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক। তাছাড়া কেন্দ্রের পক্ষ থেকে নয়াদিল্লির আমলাদের নিয়োগ ও বদলির ক্ষমতা লেফটেন্যান্ট গভর্নরের হাতে রাখতে যে অধ্যাদেশ আনা হয়েছে তার বিরোধিতা করেই তিনি নীতি আয়োগের বৈঠক বয়কট করছেন।

কেন যাচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী?‌ আজ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় তিনি এই বৈঠকে যোগ দিতে পারবেন না বলে নবান্ন থেকে জানিয়ে দিয়েছিলেন। তাঁর পরিবর্তে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর বৈঠকে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার তাতে মান্যতা না দেওয়ায় রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, পশ্চিমবঙ্গ থেকে কোনও প্রতিনিধিই পাঠানো হচ্ছে না নীতি আয়োগের বৈঠকে।

এদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও এই বৈঠকে সাড়া দিচ্ছেন না। তিনি জানিয়ে দেন, পূর্ব কর্মসূচি স্থির থাকায় তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে পারছেন না। তাঁর জায়গায় অন্য কাউকে পাঠালে যদি হয় তিনি তা করতে পারেন। যদিও কেন্দ্রীয় সরকার তাতে সাড়া দেননি। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না। কারণ হিসাবে জানিয়েছেন, আগে থেকেই কেজরিওয়ালের সঙ্গে বৈঠক ঠিক রয়েছে। অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সিঙ্গাপুর ও জাপান সফরে রয়েছেন। ফলে যোগ দিতে পারবেন না বৈঠকে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান নীতি আয়োগের বৈঠক বয়কট করেছেন। তিনি জানান, পাঞ্জাবের রুরাল ডেভেলপমেন্ট ফান্ডের জন্য বরাদ্দ ৩,৬০০ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বৈঠকে যোগ দিচ্ছেন না। তবে কারণ স্পষ্ট করেননি।

পরবর্তী খবর

Latest News

নিউ টাউনে জঙ্গল থেকে উদ্ধার তরুণীর অর্ধনগ্ন দেহ ভারতে ফেরা অবৈধবাসীদের ৩৩ জন গুজরাটি, সরকারি গাড়িতে পৌঁছে দেওয়া হল বাড়িতে ২ বছর পর রেপো রেট নিয়ে বড় সিদ্ধান্ত RBI-এর, কমতে পারে EMI-এর বোঝা নৈরাজ্যের বাংলাদেশ! শাওনের পর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী সোহানা সলমনের ফার্মহাউজে হামলার পরিকল্পনাকারী ২ অভিযুক্তের জামিন, কী কারণ দেখাল আদালত স্ট্রোকের আগে কী কী লক্ষণ দেখা দেয়? জেনে নিন! RG কর মামলায় সঞ্জয়ের ফাঁসি চেয়ে সাত তাড়াতাড়ি হাইকোর্টে গিয়ে মুখ পুড়ল রাজ্যের ছুটি না পেয়ে পঞ্চায়েত দফতরেই কাকার শ্রাদ্ধানুষ্ঠান করলেন সরকারি আধিকারিক 'দেব ডি' হিট, এদিকে না-পসন্দ প্রিয় বন্ধুর, হাউহাউ করে কাঁদেন অনুরাগ কাশ্যপ রাতে ভালো হজমের জন্য কী কী খাবেন? জেনে নিন!

IPL 2025 News in Bangla

ওরা অপরিহার্য ছিল: IPL 2025-এ PBKS-এর দল গঠনের অজানা গল্প শোনালেন রিকি পন্টিং ইংল্যান্ডের The Hundred-এ এবার দল কিনল RPSG! ওল্ড ট্রাফোর্ডে খেলবে গোয়েঙ্কার দল IPL 2025: KKR-এর সহকারী কোচের প্রস্তাব ফিরিয়ে দিলেন ঋদ্ধিমান! জানালেন আসল কারণ ভক্তকে গ্লাভস উপহার! রঞ্জির আগে ফ্যানদের সঙ্গে পোজ দিয়ে ছবি! এ যেন অন্য বিরাট অনুশীলনের ফাঁকে এটা কি করছেন ধোনি? মাহির বিরলতম মুহূর্ত দেখে ভক্তরাও অবাক পন্তের শট নির্বাচন নিয়ে গাভাসকরের সমালোচনার জবাব দিলেন LSG মেন্টর জাহির খান চোয়াল চাপা লড়াই করে নাটকীয় শতরান, মহারথীদের ভিড়ে হিরো কমন ম্যান শার্দুল! ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ? RCB-র জার্সি হাতে মহাকুম্ভে শাহি স্নান ভক্তের, ভাইরাল ভিডিয়ো MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.