দেবেন্দ্র ফড়ণবীস নন, নয়া সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিন্ডে। এদিন নয়া সরকার গঠনের আর্জি নিয়ে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির দ্বারস্থ হন একনাথ শিন্ডে এবং দেবেন্দ্র ফড়ণবীস। রাজ্যপালের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হন দেবেন্দ্র ফড়ণবীস। তখনও মনে করা হচ্ছিল, ফড়ণবীস নয়া সরকারের মুখ্যমন্ত্রী হবেন এবং একনাথ শিন্ডে হবেন উপ-মুখ্যমন্ত্রী। তবে সবাইকে চমকে দিয়ে দেবেন্দ্র ফড়ণবীস ঘোষণা করেন যে একনাথ শিন্ডে নয়া সরকারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন।
উল্লেখ্য, এর আগে আবেগ মাখা বার্তায় উদ্ধব ঠাকরে বলেছিলেন যে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে সরতে রাজি, তবে তাঁর ‘শর্ত’ ছিল যে মুখ্যমন্ত্রী যাতে শিবসেনারই কেই হন। সেই ‘ইচ্ছে’ পূরণ করেই একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী করতে চলেছে বিজেপি। আজকে সন্ধ্যায় সাড়ে সাতটায় শপথগ্রহণ করবেন শিন্ডে। পরবর্তীতে মন্ত্রিসভার সম্প্রসারণ হবে। এদিকে এদিন দেবেন্দ্র ফড়ণবীস জানান, তিনি এই সরকারের অংশ হবেন না। তবে তিনি পুরোপুরি সাহায্য করবেন সরকারকে।
এদিন ফড়ণবীস বলেন, ‘মারাঠা, ওবিসিদের সংরক্ষণ এবং পরিকাঠামো প্রকল্পগুলি সম্পূর্ণ করা নতুন সরকারের অগ্রাধিকার হবে। বিদ্রোহ নয়, তবে সেনা বিধায়করা আদর্শের স্বার্থে এমভিএ জোট ছাড়তে চেয়েছিলেন। মন্ত্রিসভা সম্প্রসারণের সময় বিজেপি এবং শিন্ডে শিবিরের সিনিয়রদের পাশাপাশি নির্দলদের অন্তর্ভুক্ত করা হবে।’ এদিকে শিন্ডে এদিন বলেন, ‘আমরা রাজ্য এবং বিধায়কদের নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য মহা বিকাশ অঘাড়ি ত্যাগ করেছি। বিজেপির বেশি বিধায়ক থাকা সত্ত্বেও বালাসাহেবের সৈনিককে মুখ্যমন্ত্রী করার ফড়নবিসের সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই।’