বাংলা নিউজ > ঘরে বাইরে > কাজিরাঙায় সাময়িকভাবে বন্ধ হচ্ছে হাতি সাফারি, বেড়াতে যাওয়ার আগে জেনে রাখুন

কাজিরাঙায় সাময়িকভাবে বন্ধ হচ্ছে হাতি সাফারি, বেড়াতে যাওয়ার আগে জেনে রাখুন

হাতি সাফারি। ফাইল ছবি

কাজিরাঙায় শুধু গন্ডারের টানেই নয়। হাতি সাফারির টানেও বহু পর্যটক আসেন। বন্য জীবজন্তু, জঙ্গলের প্রতি যাঁদের টান রয়েছে। তাঁরা এই সুযোগটা হারাতে চান না। হাতির পিঠে চেপে জঙ্গল সাফারির যে অভিজ্ঞতা তা অনেকের মনেই বহু দিন থেকে যায়।

বন্য জন্তু তো আছেই। হাতি সাফারির টানেও অনেকে অসমের কাজিরাঙা অভয়ারণ্যে যান। তবে এবার কাজিরাঙায় যেতে ইচ্ছুক পর্যটকদের জন্য কিছুটা হলেও মন খারাপের খবর। তবে সব দিক বিবেচনা করেই পদক্ষেপ নিচ্ছে সরকারি দফতর। এবার কাজিরাঙায় সাময়িকভাবে বন্ধ হচ্ছে হাতি সাফারি। বিষয়টি ঠিক কী?

আসলে কাজিরাঙায় এবার সাময়িকভাবে হাতি সাফারি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৭ ও ৮ এপ্রিল গজ উৎসব হবে কাজিরাঙায়। মূলত হাতি সংরক্ষণের জন্যই এই বিশেষ উদ্যোগ। হাতি ও মানুষের সংঘাত কীভাবে কমানো যায় সেই লক্ষ্যেও এই হাতি উৎসবের আয়োজন। এই উৎসবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনিই এই বিশেষ উৎসবের সূচনা করবেন। আর সূত্রের উৎসব গজ উৎসবের দিন দুয়েক কাজিরাঙায় হাতি সাফারি, কার সাফারি সাময়িকভাবে বন্ধ থাকবে। এই দুদিন পর্যটকরা এই বিশেষ সুযোগ থেকে বঞ্চিত হবেন। সেক্ষেত্রে যাঁদের এই সময়ের মধ্য়ে কাজিরাঙায় বেড়াতে যাওয়ার আছে তাঁরা বিষয়টি নিয়ে একটু খোঁজখবর করে নিতে পারেন।

সূত্রের খবর, বুড়াপাহাড়, আগোরাতলি, বাগোরি, কোহোরা সহ জলদাপাড়া অভয়ারণ্যের বিভিন্ন এলাকাতেই হাতি সাফারি, জিপ সাফারি উভয়ই বন্ধ থাকবে। সেক্ষেত্রে এই সময়টাতে এলে জঙ্গলের পথে হাতির পিঠে চেপে জঙ্গল দর্শনের সুযোগ আপনার নাও মিলতে পারে।

কাজিরাঙায় শুধু গন্ডারের টানেই নয়। হাতি সাফারির টানেও বহু পর্যটক আসেন। বন্য জীবজন্তু, জঙ্গলের প্রতি যাঁদের টান রয়েছে। তাঁরা এই সুযোগটা হারাতে চান না। হাতির পিঠে চেপে জঙ্গল সাফারির যে অভিজ্ঞতা তা অনেকের মনেই বহু দিন থেকে যায়। অনেকেই মিস করতে চান না এই বিশেষ সুযোগ।

তবে গজ উৎসবকে কেন্দ্র করেও কাজিরাঙাতে হাতিদের সংরক্ষণ নিয়ে নানা আলোচনা করা হবে। বহু বিশিষ্ট অতিথিরা এখানে উপস্থিত থাকবেন। হাতিদের উপযোগী জঙ্গল যাতে থাকে, তাদের খাবারের ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয় সেটা দেখার ব্যাপারেও বলা হয়েছে। এদিকে রিপোর্ট বলছে অসমে দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম হাতির সংখ্যা। সেক্ষেত্রে এই কাজিরাঙাতে তথা অসমে গজ উৎসব অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

 

পরবর্তী খবর

Latest News

সংস্কারের পথে কালিম্পং-এর মর্গ্যান হাউস, পুরনো ঐতিহ্য বজায় থাকছে কি ধরনামঞ্চে হামলার চক্রান্ত, অডিয়ো ক্লিপের সূত্রে গ্রেফতার হলেন CPIM নেতা! পুজোর আগে চিন্তা দূর বাংলার বহু সরকারি কর্মীর, নয়া বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের অনুদান ফেরানো পুজো কমিটিগুলির ‘বন্ধু’ হতে চায় বিজেপি? প্রথম বলটা আত্মবিশ্বাসের সঙ্গে খেলবে- রোহিতের সেই কথা আজও ভোলেননি ধ্রুব জুরেল মেয়ের বয়সী তরুণীকে আটকে রেখে ২ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা রান্নাপুজোয় পাতে থাকবে না ইলিশ, মনখারাপ ছড়িয়েছে বাঙালির রান্নাঘরে ধেয়ে আসছে দুর্যোগের কালো মেঘ, কলকাতা থেকে মাত্র ১০০ কিমি দূরে গভীর নিম্নচাপ পুলিশ আমাকে ডেকেছিল, পুলিশই টাকা মিটিয়েছে, দাবি সেদিন শববাহী গাড়ির চালকের জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ছক কষা 'স' পড়েছে ধরা, 'ক' নিয়ে জল্পনা সিপিএমে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.