ইলন মাস্ক বলেন, 'সত্যি বলতে, আমার খারাপ কিছু হওয়ার, এমনকি গুলিবিদ্ধ হওয়ার ঝুঁকিও বেশ তাত্পর্যপূর্ণ। এখন আপনি চাইলেই কাউকে হত্যা করতে পারেন। সেটা খুব একটা কঠিন কিছু নয়।'
1/5যে কোনও মুহূর্তে আমার সঙ্গে 'খারাপ কিছু' ঘটে যেতে পারে। টুইটার স্পেসেস-এ এক অডিয়ো চ্যাটে এমনটাই জানালেন ইলন মাস্ক। বিশ্বের ধনীতম ব্যক্তির এই মন্তব্য নয়া জল্পনার জন্ম দিয়েছে। বিশেষত, তিনি স্পষ্ট করে বলেছেন, হুড খোলা গাড়িতে চড়ে প্যারেডে যাওয়ার মতো কাজ তিনি করবেন না। ফাইল ছবি: এএফপি (Reuters)
2/5ইলন মাস্ক বলেন, 'সত্যি বলতে, আমার খারাপ কিছু হওয়ার, এমনকি গুলিবিদ্ধ হওয়ার ঝুঁকিও বেশ তাত্পর্যপূর্ণ। এখন আপনি চাইলেই কাউকে হত্যা করতে পারেন। সেটা খুব একটা কঠিন কিছু নয়।' (ফাইল ছবি, সৌজন্য রয়টার্স) (Reuters)
3/5এদিন টুইটার স্পেসেস-এ আলোচনার সময়ে, সোশ্যাল মিডিয়ায় বাকস্বাধীনতার গুরুত্ব নিয়েও সওয়াল করেন তিনি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
4/5আলোচনায় ইলন মাস্ক বাকস্বাধীনতার গুরুত্ব এবং টুইটারের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কেও আলোকপাত করেন। তিনি বলেন, 'আমরা শুধুমাত্র এমন একটি ভবিষ্যত চাই, যেখানে আমাদের বিরুদ্ধে কোনও নিপীড়ন বলে কিছু থাকবে না। (যেখানে) আমাদের বক্তব্যকে ধামাচাপা দেওয়া হবে না। কোনও রকম প্রতিশোধমূলক আক্রমণের ভয় ছাড়াই যেন আমরা যা বলতে চাই তা বলতে পারি।' ফাইল ছবি: রয়টার্স (Reuters)
5/5ইলন মাস্ক যোগ করেন, 'আপনি যদি সত্যিই অন্য কারও ক্ষতি না করেন, সেক্ষেত্রে আপনি যা চান, তাই বলার অনুমতি থাকা উচিত।' তিনি বলেন, বার্তার নিয়ন্ত্রণ করাটাই আমাদের ইতিহাসে একটি স্বাভাবিক ব্যাপার। মুক্ত বাকস্বাধীনতাটাই যেন বিরল। ফাইল ছবি: রয়টার্স (Reuters)