বাংলা নিউজ > ঘরে বাইরে > Father Rapes 2 Minor Daughters: নারকীয়! নিজের দুই নাবালিকা কন্যাকে ১০ বছর ধরে ধর্ষণ বাবার, কারণ জানলেন অবাক হয়ে যাবেন

Father Rapes 2 Minor Daughters: নারকীয়! নিজের দুই নাবালিকা কন্যাকে ১০ বছর ধরে ধর্ষণ বাবার, কারণ জানলেন অবাক হয়ে যাবেন

তান্ত্রিকের পরামর্শে ওই ব্যক্তি ধর্ষণ করত বলে অভিযোগ। প্রতীকী ছবি (ht photo) (HT_PRINT)

একেবারে নারকীয় ঘটনা। এক তান্ত্রিকের পরামর্শ ওই ব্যক্তি দিনের পর দিন ধরে এই কুকীর্তি করত বলে অভিযোগ। আর সেই কাজে সহায়তা করত মেয়েদুটির মা ও কাকিমা। আতঙ্কে ওই মেয়েরা বাইরে কিছু বলতে পারত না।

একে ভয়াবহ বললেও মনে হয় খুব কম বলা হয়। এবার বিহারের বক্সারে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। ওই ব্যক্তি এক তান্ত্রিকের পরামর্শে প্রায় এক দশক ধরে তার দুই নাবালিকা কন্যাকে ধর্ষণ করেছিল বলে অভিযোগ। কারণ সে একটি পুত্র সন্তান চেয়েছিল। আর সেই পুত্র সন্তান পাওয়ার জন্য সে তার দুই নাবালিকা কন্যাকে দিনের পর দিন ধরে ধর্ষণ করেছিল বলে অভিযোগ। 

আর এই ঘটনায় ওই নাবালিকাদের মা ও কাকিমাকেও ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্ত বাবা বিনোদ কুমার সিং ও তান্ত্রিক অজয় কুমারকে গত ১২ সেপ্টেম্বর পকসো আদালত যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। সেই সঙ্গেই ওই নাবালিকাদের মা ও তার কাকিমাকে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। 

একেবারে নারকীয় ঘটনা। এক তান্ত্রিকের পরামর্শ ওই ব্যক্তি দিনের পর দিন ধরে এই কুকীর্তি করত বলে অভিযোগ। আর সেই কাজে সহায়তা করত মেয়েদুটির মা ও কাকিমা। আতঙ্কে ওই মেয়েরা বাইরে কিছু বলতে পারত না। 

একাধিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ওই দুই বোন শেষ পর্যন্ত সহ্য় করতে না পেরে পুলিশের কাছে গোটা ঘটনা খুলে বলেছিল। এরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। তবে পিতৃতান্ত্রিক সমাজের এই ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা এলাকাকে। 

এই জঘন্য, নারকীয় ঘটনার প্রতিবাদে সোচ্চার স্থানীয়রা। কেউই মেনে নিতে পারছেন না এই ঘটনা। কিন্তু কেন সে এমন করত? 

আসলে ওই ব্যক্তি কন্যা সন্তানদের পরের ধনসম্পদ বলে মনে করত। কার্যত পরের বোঝা বলে মনে করত সে। মেয়েদের এই চোখে দেখত সে। আর ছেলেদের তিনি বংশের ধারক ও বাহক বলে মনে করতেন। তার জেরেই তিনি এই কাণ্ড করতেন বলে অভিযোগ। এর জেরেই তিনি নিজের মেয়েদের উপর এই ঘৃণ্য আচরণ করতেন বলে অভিযোগ। 

পুত্র সন্তান না হওয়া পর্যন্ত এই কাজ চালিয়ে যাওয়ার জন্য ওই তান্ত্রিক পরামর্শ দিয়েছিল। তার জেরেই ওই ব্যক্তি দিনের পর দিন ধরে এই কাজ চালিয়ে যায় বলে অভিযোগ। 

তবে ২০২২ সালের মে মাসে কার্যত সাহস করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে ওই দুই কন্যা। এরপর তারা পুলিশের কাছে অভিযোগ জানায় বাবার বিরুদ্ধে। তারপরই পুলিশ পদক্ষেপ নেয়।

বন্ধ করুন