এই প্রতিবেদনে, তিনটি স্থায়ী ব্যাঙ্ক আমানতের বিষয়ে জানতে পারবেন। এর প্রত্যেকটিই ডিআইসিজিসি-বিমাকৃত। প্রবীণ নাগরিকদের ৮.১৫ % পর্যন্ত রিটার্নও দেবে। বর্তমানে মুদ্রাস্ফীতির বাজারে সঞ্চয় বিনিয়োগ করার ক্ষেত্রে এগুলি ভেবে দেখা যেতে পারে।
জন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক
সম্প্রতি, ১৫ জুন ২০২২-এ ব্যাঙ্কটি তার স্থায়ী আমানতে সুদের হার আপডেট করেছে। এর ফলস্বরূপ, বর্তমানে ৩.৩০% থেকে ৬.৮০ % সুদের হার পাবেন। মেয়াদ ৭ দিন থেকে ১০ বছরের। প্রবীণ নাগরিকদের আকর্ষণীয় স্থায়ী আমানতের অপশন দিচ্ছে জন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক।

১ থেকে ৩ বছরের মেয়াদের আমানতে, প্রবীণ নাগরিকদের ৮.০৫% সুদের হার পাবেন।
৩ থেকে ৫ বছরের মেয়াদের ক্ষেত্রে, প্রবীণ নাগরিকরা সর্বোচ্চ ৮.১৫% সুদের হার পাবেন।
নর্থ ইস্ট স্মল ফিন্যান্স ব্যাঙ্ক
এখানে রেকারিং ডিপোজিটের মতো একই হারে সুদ পাবেন। RD-এ, North East Small Finance Bank প্রবীণ নাগরিকদের ২ বছরে আমানতের উপর ৮% পর্যন্ত সুদ দিচ্ছে। আর্থিক খাতে এটিই একমাত্র স্মল ফিন্যান্স ব্যাঙ্ক যারা প্রবীণ নাগরিকদের RD-তে ৮%-এর সর্বোচ্চ সুদের হার প্রদান করে।

১ এপ্রিল ২০২২-এ শেষবার ব্যাঙ্কটি তার আমানতে সুদের হার পরিবর্তন করেছিল।
সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক
গত ৬ জুন ২০২২-এ, সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক শেষবার তার ফিক্সড ডিপোজিটে সুদের হার পরিবর্তন করেছে। ব্যাঙ্কটি বয়স্কদের ৩.৭৫% থেকে ৬.৫০%-এর মধ্যে সুদের হার দেবে।

৯৯৯ দিনের মধ্যে আমানতের ক্ষেত্রে, প্রবীণ নাগরিকদের সর্বোচ্চ ৭.৯৯% সুদের হার দেয় সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক।