চিনের মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে আগুন লেগে মৃত্যু হল কমপক্ষে ১৮ জনের। আহত হয়েছে ১৬ জন। চিনের একটি সরকারি সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, মৃতদের অধিকাংশ শিশুই। রাতে তারা ওই প্রশিক্ষণ কেন্দ্রেই থাকত।
সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার রাত তিনটের সময় (স্থানীয় সময়) চিনের হেনান প্রদেশের ঝেচেং কাউন্টির ওই মার্শাল আর্ট প্রশিক্ষণে কেন্দ্রে আগুন লাগে। মৃত্যু হয় কমপক্ষে ১৮ জনের। আহত হয়েছে ১৬ জন। চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। যদিও তাদের শারীরিক অবস্থার বিষয়ে স্থানীয় প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি। বেজিং ইয়ুথ ডেইলির প্রতিবেদন অনুযায়ী, মৃতদের অধিকাংশের বয়স সাত থেকে ১৬ বছরের মধ্যে। যদিও সেই প্রতিবেদন পরে মুছে দেওয়া হয়।
হাসপাতালে ভরতি এক শিশুর বাবা বলেন, ‘আমার ছেলের বয়স নয়। তবে ও কেমন আছে, সে বিষয়ে কিছু জানি না। আমরা ওকে দেখতে পারছি না, কাছেও যেতে পারছি না। ওই প্রশিক্ষণ কেন্দ্রে দিনের বেলায় বাচ্চারা পড়াশোনা করে এবং মার্শাল আর্ট অনুশীলন করে। প্রতি রাতে সেখানেই একসঙ্গে থাকে। আমি জানি না, কীভাবে আগুন লেগেছে।’
স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, ঘটনার সময় ওই মার্শাল আর্ট প্রশিক্ষণে কেন্দ্রে ৩৪ জন পড়ুয়া ছিল। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের তরফে সেই ব্যক্তির পরিচয় বা প্রশিক্ষণ কেন্দ্রের নাম জানানো হয়নি। তবে চিনের সরকারি সংবাদমাধ্যমের সোশ্যাল মিডিয়া পোস্টে ওই প্রশিক্ষণ কেন্দ্রকে ঝেনজিং মার্শাল আর্ট কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।