Pervez Musharraf:পারভেজ মুশারফের জীবন সফর একনজরে, দিল্লি থেকে পাক রাজনীতির তাবড় 'নাম' হয়ে ওঠার লড়াই কেমন ছিল
Updated: 05 Feb 2023, 01:03 PM IST১৯৪৩ সালে তখন ভারত ব্রিটিশরাজের অধীন। স্বাধীনতা আন্দোলনের আগুনে জ্বলতে থাকা অবিভক্ত ভারতের দিল্লিতে ১১ অগাস্ট সইদ মুশফরাউদ্দিন ও তাঁর স্ত্রী বেগম জারিনা মুশারফের কোল আলো করে জন্মান পারভেজ মুশারফ। পরবর্তীকালে তাঁর বেড়ে ওঠা পাকিস্তানের করাচিতে। একটা বড় সময় কাটিয়েছেন ইস্তানবুলে। ততদিনে ভারত ও পাকিস্তান দুটি আলাদা দেশ।
পরবর্তী ফটো গ্যালারি