বাংলা নিউজ > ঘরে বাইরে > Manipur Violence: ফের নতুন করে হিংসা মণিপুরে, বাড়িতে আগুন, গ্রেফতার প্রাক্তন MLA

Manipur Violence: ফের নতুন করে হিংসা মণিপুরে, বাড়িতে আগুন, গ্রেফতার প্রাক্তন MLA

মণিপুরে সুরক্ষাবাহিনী মোতায়েন। (PRO, Nagaland) (HT_PRINT)

সোমবার কয়েকটা বাড়িতে আগুন ধরানো হয়। আসলে যারা আতঙ্কে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন তাদেরই এই বাড়িগুলি।

উৎপল পরাশর

সোমবার ফের নতুন করে হিংসা ছড়াল মণিপুরের রাজধানী ইম্ফলে। একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ররিবার রাতে ইম্ফলের পশ্চিম জেলায় তিনজন জখম হন। তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছিল। ইম্ফলে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানিয়েছেন যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক প্রাক্তন বিধায়ক সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানিয়েছেন, রবিবার রাতে তিনজন সামান্য জখম হয়েছেন। একটি দোনলা বন্দুক ব্যবহার করা হয়েছিল।সেটা বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে।

সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, সোমবার নিউ লাম্বুলেনেও হিংসা ছড়িয়েছিল। দুজন সশস্ত্র লোক ভয় দেখাচ্ছিল। প্রাক্তন এমএলএ সহ দুজনকে ধরা হয়েছে।

তিনি বলেন গত ১০ দিন ধরে মণিপুরে মোটামুটি শান্তি বিরাজ করছে। এই শান্তি বজায় রাখার জন্য সকলের কাছে আবেদন করা হচ্ছে।

সূত্রের খবর, সোমবার কয়েকটা বাড়িতে আগুন ধরানো হয়। আসলে যারা আতঙ্কে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন তাদেরই এই বাড়িগুলি। এদিকে এদিন কার্ফু শিথিল হতেই প্রাক্তন এমএলএর নেতৃত্বে কয়েকজন হুমকি দিতে থাকেন। একটি নির্দিষ্ট সম্প্রদায়ের নন যারা তাদের দোকান বন্ধ করতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।

এদিকে হিংসার জেরে কার্ফুর সময়তেও কাটছাঁট করা হয়। আগে কার্ফু শিথিল করা হত সকাল ৬টা থেকে বিকাল ৪টে পর্যন্ত। এদিন কার্ফু শিথিল করা হয় সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত ।

গুয়াহাটির ডিফেন্স পিআরও মহেন্দ্র রাওয়াত জানিয়েছেন, কিছু দিন ধরে বিক্ষিপ্তভাবে হিংসার কিছু ঘটনা হয়েছে। কিন্তু কারোর জীবন হানি বা বড় কিছু হয়নি। কোনও জায়গায় কিছু হলেই সেনা ও আধাসামরিক বাহিনী দ্রুত চলে যাচ্ছে ঘটনাস্থলে।

এদিকে রবিবার আরও ৫দিনের জন্য় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩ মে এটা শুরু হয়েছিল। ২৬ মে বিকাল ৩টে পর্যন্ত এটা চলবে। মৈতেয়ী সম্প্রদায়কে এসটি মর্যাদা দেওয়ার প্রস্তাব ও অন্যান্যদের তার বিরোধিতা করা নিয়েই অশান্তির সূত্রপাত।

 

বন্ধ করুন