মঙ্গলবার ভারতীয় বাজারে কমল সোনার দাম। এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ৩৫৩ টাকা বা ০.৬৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫১,২১৮ টাকা। হলুদ ধাতুর পতনের দিনে সস্তা হয়েছে রুপোও। এক কিলোগ্রাম রুপোর দাম ৪৯৬ টাকা বা ০.৭৩ শতাংশ কমে ৬৭,৬০৯ টাকায় ঠেকেছে।
বিশ্ব বাজারে অবশ্য সোনার দাম অবিচল আছে। মঙ্গলবার এক আউন্স স্পট গোল্ডের দাম সামান্য পরিবর্তিত হয়ে দাঁড়িয়েছে ১,৯২৫.৭১ ডলার। বিশেষজ্ঞদের মতে, গতে সেশনে মার্কিন ডলার যে তিন সপ্তাহের শীর্ষস্তরে পৌঁছে গিয়েছিল, সেই স্তর ধরে রেখেছে। তারইমধ্যে এক আউন্স মার্কিন গোল্ড ফিউচার্সের দাম ০.৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৯২৪.২ ডলার।
সোনার দাম কত? রোজ জানতে চান? তাহলে চোখ রাখুন এখানে
সম্প্রতি ভারতে সোনার দামের হেরফের
ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের জেরে চলতি মাসে ব্যাপক উত্থান-পতনের সাক্ষী থেকেছে সোনা এবং রুপো। মাসের গোড়ার দিকে ১০ গ্রাম সোনার দাম ৫৫,৬০০ টাকায় পৌঁছে গিয়েছিল। যা ভারতে সর্বকালীন রেকর্ডের ক্ষেত্রে মাত্র ৬০০ টাকা কম ছিল। ২০২০ সালে অগস্টে ভারতে ১০ গ্রাম সোনার দাম ৫৬,১৯১ টাকায় পৌঁছে গিয়েছিল। সেই পরিস্থিতিতে সোনার দাম রেকর্ড তৈরি করবে বলে আশঙ্কায় করছিল বাজার। তবে স্বস্তি দিয়ে অনেকটাই কমেছে সোনার দাম। নেমে এসেছে ৫১,০০০ টাকার স্তরে।