বাংলা নিউজ > ঘরে বাইরে > Gold Sale: ৬০ হাজার পেরিয়েছে সোনার দাম, তাতে কী! গয়না বিক্রি বাড়ল ৩০ শতাংশ

Gold Sale: ৬০ হাজার পেরিয়েছে সোনার দাম, তাতে কী! গয়না বিক্রি বাড়ল ৩০ শতাংশ

সোনার দাম বাড়লেও বিক্রি কোনও অংশে কমেনি। প্রতীকী সংগৃহীত ছবি

সোনার দাম বেশ চড়া। তবে তাতে অবশ্য আমজনতার সোনা কেনার প্রতি আগ্রহ কোনও অংশে কমেনি। 

উৎসবের মরসুমে সোনা কেনার একেবারে হিড়িক পড়ে গিয়েছে। দেশের একাধিক বড় সোনার দোকানের দাবি এবার দশেরা-নবরাত্রিতে সোনার গয়নার বিক্রি অন্তত ৩০ শতাংশ বেশি হয়েছে। গতবারের তুলনাতেও এবার উৎসবের মরসুমে সোনা বিক্রির পরিমাণ গতবারের তুলনায় অনেকটাই বেশি। ইটির রিপোর্টে তেমনটাই উল্লেখ করা হয়েছে।

এদিকে ইজরায়েল-হামাস যুদ্ধের জেরে এবার সোনার দাম অন্তত ৫.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কিন্তু তাতে কী? সোনার দাম বাড়লেও সোনার অলঙ্কার কেনার ক্ষেত্রে কোনও অংশে কমতি নেই আমজনতার।

তবে শুধু সোনার দাম বেড়েছে এমনটা নয়। রূপোর দামও বেড়েছে। তারপরেও রূপোর গয়নাগাটি কেনার প্রতি মানুষের আগ্রহ কোনও অংশে কমেনি। সূত্রের খবর, ইজরায়েল-হামাস যুদ্ধের আগে ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৭,৪১৫ টাকা। আর এবার দেখা যাচ্ছে গত দু সপ্তাহ ধরে সোনার দাম দাঁড়িয়েছে ৬০,৬১২ টাকা প্রতি ১০ গ্রাম।

পিএনজি জুয়েলার্স, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মতো নামী কোম্পানির গয়নার শোরুমে সোনা কেনার জন্য ক্রেতাদের ভিড় একেবারে উপচে উঠছে।

কী কী গয়না কেনার প্রতি মানুষের বেশি আগ্রহ?

মূলত গলার হার, চুড়ি, বিয়ের ভারী গয়না কেনার প্রতিই বেশি আগ্রহ আমজনতার। আর গয়না কেনা প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বিভিন্ন নামী জুয়েলারিতে। টাইটানের জুয়েলারি ডিভিশনে সোনার গয়নার বিক্রি বেড়েছে প্রায় ১৯ শতাংশ। খবর টাইমস অফ ইন্ডিয়া সূত্রে। আসলে অভিজ্ঞ মহলের মতে, আগামী মার্চ মাসে প্রচুর বিয়ের অনুষ্ঠান আছে। তার আগে অনেকেই গয়নাগাটি কিনে রাখছেন। খবর টাইমস অফ ইন্ডিয়া সূত্রে।

সোনার বাজারে অন্য়তম নামকরা সংস্থা হল সেনকো গোল্ড। এবার দেখা যাচ্ছে গতবারের দশেরার তুলনায় এবার সোনার অলঙ্কার বিক্রি প্রায় ১০-১৫ শতাংশ বেড়েছে। আর ডায়মন্ডের ক্ষেত্রে এই বিক্রি প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সব মিলিয়ে দেখা যাচ্ছে সোনার দাম বাড়লেও সোনার প্রতি মানুষের আগ্রহ কোনও অংশ কমেনি। উলটে সোনার অলঙ্কার কেনার হিড়িক গতবারের দশেরার থেকেও বেড়ে গিয়েছে। এখনও ধনতেরস পড়ে রয়েছে। তখন আবার আর এক প্রস্থ সোনা বিক্রি হবে।

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

শুধু লাভের জন্য ব্যবসা করেননি, রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য সৌরভ সহ অন্যান্যদের ‘‌অপরাধ করলে যথাযথ শাস্তি হোক’‌, থ্রেট কালচার নিয়ে বিস্ফোরক দাবি করলেন কুণাল TRP: ছক্কা রাঙামতি তীরন্দাজের, নম্বর বাড়ল অনুরাগের ছোঁয়ার, কথা-ফুলকি কত নম্বরে? ৩.২ কোটি গ্রাহকের তথ্য অনলাইনে বিক্রি করে স্টার হেলথ? মুখ খুলল সংস্থা টেস্টে এখনও দ্রুততম ত্রিশতরান বীরুর! প্রথম চারে দুবারই সেহওয়াগ!পিছনে হেডেন,ব্রুক ‘‌বাংলায় ন্যায়ের জন্য লড়াই জারি থাকবে’‌, দুর্গাপুজোয় কলকাতা এসে বার্তা নড্ডার সেলেব হয়েও অন্যান্য নতুন মায়েদের মতোই বাচ্চা সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন দীপিকা! টেনিস থেকে অবসর ঘোষণা নাদালের, নভেম্বরেই শেষবার কোর্টে…অবসান ফেডেরার-রাফা যুগের… উত্তরপ্রদেশে অটুট থাকবে INDIA, ভাঙনের জল্পনায় জল ঢেলে কংগ্রেসকে বার্তা অখিলেশের ১০,০০০ টাকা আয়ের উপর ৪৩ লক্ষ টাকার ট্যাক্স! কীভাবে হল এই ঘটনা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.