উৎসবের মরসুমে সোনা কেনার একেবারে হিড়িক পড়ে গিয়েছে। দেশের একাধিক বড় সোনার দোকানের দাবি এবার দশেরা-নবরাত্রিতে সোনার গয়নার বিক্রি অন্তত ৩০ শতাংশ বেশি হয়েছে। গতবারের তুলনাতেও এবার উৎসবের মরসুমে সোনা বিক্রির পরিমাণ গতবারের তুলনায় অনেকটাই বেশি। ইটির রিপোর্টে তেমনটাই উল্লেখ করা হয়েছে।
এদিকে ইজরায়েল-হামাস যুদ্ধের জেরে এবার সোনার দাম অন্তত ৫.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কিন্তু তাতে কী? সোনার দাম বাড়লেও সোনার অলঙ্কার কেনার ক্ষেত্রে কোনও অংশে কমতি নেই আমজনতার।
তবে শুধু সোনার দাম বেড়েছে এমনটা নয়। রূপোর দামও বেড়েছে। তারপরেও রূপোর গয়নাগাটি কেনার প্রতি মানুষের আগ্রহ কোনও অংশে কমেনি। সূত্রের খবর, ইজরায়েল-হামাস যুদ্ধের আগে ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৭,৪১৫ টাকা। আর এবার দেখা যাচ্ছে গত দু সপ্তাহ ধরে সোনার দাম দাঁড়িয়েছে ৬০,৬১২ টাকা প্রতি ১০ গ্রাম।
পিএনজি জুয়েলার্স, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মতো নামী কোম্পানির গয়নার শোরুমে সোনা কেনার জন্য ক্রেতাদের ভিড় একেবারে উপচে উঠছে।
কী কী গয়না কেনার প্রতি মানুষের বেশি আগ্রহ?
মূলত গলার হার, চুড়ি, বিয়ের ভারী গয়না কেনার প্রতিই বেশি আগ্রহ আমজনতার। আর গয়না কেনা প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বিভিন্ন নামী জুয়েলারিতে। টাইটানের জুয়েলারি ডিভিশনে সোনার গয়নার বিক্রি বেড়েছে প্রায় ১৯ শতাংশ। খবর টাইমস অফ ইন্ডিয়া সূত্রে। আসলে অভিজ্ঞ মহলের মতে, আগামী মার্চ মাসে প্রচুর বিয়ের অনুষ্ঠান আছে। তার আগে অনেকেই গয়নাগাটি কিনে রাখছেন। খবর টাইমস অফ ইন্ডিয়া সূত্রে।
সোনার বাজারে অন্য়তম নামকরা সংস্থা হল সেনকো গোল্ড। এবার দেখা যাচ্ছে গতবারের দশেরার তুলনায় এবার সোনার অলঙ্কার বিক্রি প্রায় ১০-১৫ শতাংশ বেড়েছে। আর ডায়মন্ডের ক্ষেত্রে এই বিক্রি প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সব মিলিয়ে দেখা যাচ্ছে সোনার দাম বাড়লেও সোনার প্রতি মানুষের আগ্রহ কোনও অংশ কমেনি। উলটে সোনার অলঙ্কার কেনার হিড়িক গতবারের দশেরার থেকেও বেড়ে গিয়েছে। এখনও ধনতেরস পড়ে রয়েছে। তখন আবার আর এক প্রস্থ সোনা বিক্রি হবে।