সোমবার ছিল ৬৩ তম গুজরাট গৌরব দিবস উদযাপন। সেই উপলক্ষ্য়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের জামনগর সফরে যাওয়ার কথা ছিল। তবে তিনি সেই সফর বাতিল করেন। উল্লেখ্য, অসুস্থ অবস্থায় আমেদাবাদে হাসপাতালে ভর্তি ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের ছেলে অনুজ প্যাটেল। অনুজ ব্রেন স্ট্রোকে আক্রান্ত।
জানা গিয়েছে, অসুস্থ পুত্রের সঙ্গে মুম্বইতে যান ভূপেন্দ্র প্যাটেল। এর আগে অনুজ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হতেই তিনি আমেদাবাদের হাসপাতালে ভর্তি হন। এদিকে, ছেলের অসুস্থতার পরই নিজের জামনগর সফর বাতিল করেন ভূপেন্দ্র। এদিকে মুখ্যমন্ত্রী জামনগরে উপস্থিত না থাকায়, সেই অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হৃষিকেশ প্যাটেল। সঙ্গে ছিলেন গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত। জামনগরে এদিন ৩৩২ কোটি টাকার মূল্যের এক প্রকল্পের শিলান্যাস হয়। যে প্রকল্পগুলির এদিন শিলান্যাস হয়েছে, তারমধ্যে রয়েছে জামনগরের সার্কিট হাউস নির্মাণ। এছাড়াও একটি গার্লস হস্টেলের শিলান্যাস করা হয় এদিন। সেই গার্লস হস্টেল সরকারি মেডিক্যাল কলেজের আওতাধীন বলে জানা যায়। নতুন স্কুল বিল্ডিংয়েরও শিলান্যাস হয়েছে।
( মৃতা কন্যার ভরণপোষণের বকেয়া অর্থ প্রাপ্তির অধিকার রয়েছে মায়ের: মাদ্রাজ হাইকোর্ট)
এদিকে, জানা গিয়েছে, গুজরাটের মুখ্যমন্ত্রী অসুস্থ ছেলের সঙ্গে রএনা হন মুম্বইয়ের উদ্দেশে। আপাতত তিনি সেখানে ছেলের সঙ্গে রয়েছেন বলে জানা গিয়েছে। ব্রেন স্ট্রোকে আক্রান্ত ভূপেন্দ্র পুত্র অনুজের অসুস্থতা ঘিরে পরবর্তী চিকিৎসা মুম্বইতে হবে বলে জানা গিয়েছে। তবে তিনি পুত্রের অসুস্থতা থাকা সত্ত্বেও টুইটারে বার্তা দেন গুজরাট দিবসের শুভেচ্ছা জানিয়ে। তিনি লেখেন,'গুজরাট রাজ্য প্রতিষ্ঠা দিবস - গুজরাট গৌরব দিবসে সমস্ত নাগরিককে আন্তরিক শুভেচ্ছা। রাষ্ট্রের প্রতিষ্ঠা ও গৌরবময় উন্নয়নে যাঁরা অবদান রেখেছেন তাদের সবাইকে কুর্নিশ জানাই। গুজরাট রাজ্য সর্বাঙ্গীণ উন্নয়নের এক নতুন শিখরে পৌঁছক এবং গুজরাটের মানুষ অনন্ত সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করুক।'
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup