বাংলা নিউজ > ঘরে বাইরে > SpiceJet Brawl: ২ ঘণ্টা দেরিতে বিমান রওনা হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা! স্পাইসজেটের বিমান ঘিরে দিল্লিতে উত্তেজনা

SpiceJet Brawl: ২ ঘণ্টা দেরিতে বিমান রওনা হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা! স্পাইসজেটের বিমান ঘিরে দিল্লিতে উত্তেজনা

স্পাইসজেটে বিমানের দেরি দেখে বচসায় জড়ালেন যাত্রীরা। (PTI Photo) (PTI)

স্পাইসজেট কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, অপারেশনাল বিপত্তির জন্য এই বিমান দেরিতে ছাড়ে। আর বিমানের দেরি ঘিরে স্পাইসজেট কর্তৃপক্ষের সঙ্গে বিবাদে জড়ান যাত্রীরা। স্পাইসজেটের তরফে বলা হয়েছে, ‘অপারেশনাল কারণে বিমান ছাড়তে দেরি করে। এটি পাটনায় ইতিমধ্যেই অবতরণ করেছে।’ দিল্লি থেকে এই বিমান সকাল ৭.২০ মিনিটে ছাড়বে বলে নির্ধারিত ছিল।

বিমান দেরিতে ছাড়ার ঘটনা নিয়ে এবার স্পাইস জেটের কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি বিবাদে জড়ালেন যাত্রীরা। ঘটনা দিল্লি বিমানবন্দরের। জানা গিয়েছে, পাটনাগামী বিমান টানা ২ ঘণ্টা দেরিতে ছাড়ার ঘটনায় দিল্লি বিমানবন্দরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়।

স্পাইসজেট কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, অপারেশনাল বিপত্তির জন্য এই বিমান দেরিতে ছাড়ে। আর বিমানের দেরি ঘিরে স্পাইসজেট কর্তৃপক্ষের সঙ্গে বিবাদে জড়ান যাত্রীরা। স্পাইসজেটের তরফে বলা হয়েছে, ‘অপারেশনাল কারণে বিমান ছাড়তে দেরি করে। এটি পাটনায় ইতিমধ্যেই অবতরণ করেছে।’ দিল্লি থেকে এই বিমান সকাল ৭.২০ মিনিটে ছাড়বে বলে নির্ধারিত ছিল। এটা শেষমেশ বেলা ১০.১০ মিনিটে ছাড়ে। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, এয়ারলাইন্স স্টাফ আগে জানিয়েছিলেন যে, এই দেরি হওয়ার কারণ, খারাপ আবহাওয়ার জন্য হয়েছে। তবে পরে কিছু প্রযুক্তিগত কারণও সামনে আসে। এরফলেই বিমান সংস্থার স্টাফদের সঙ্গে ক্ষুব্ধ যাত্রীদের বচসা চলে। এই ঘটনার আগে, আমেদাবাদগামী একটি বিমান ৫ ঘণ্টা দেরি করার পর বাতিল হয়ে যায়। ৫ ঘণ্টা ধরে যাত্রীরা বসে থাকার পর জানতে পারেন বিমানটি বাতিল হয়েছে। সেই ঘটনার পরও স্পাইসজেটের তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। এরপরই আজকের স্পাইসজেটের ঘটনা।

এর আগেও এক যাতরী টুইটে স্পাইসজেটের বিমান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সেখানে তিনি জানান ৮ ঘণ্টা বিমানবন্দরে আটকে থাকার পর বিমানটি বাতিল হয়। এদিকে, সদ্য উঠে আসা এক ভিডিয়োয় বিমানসেবিকার সঙ্গে যাত্রীর দুর্ব্যাবহারের দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। সেই ভিডিয়ো ভাইরাল হতে থাকে। তারপরই ব্যবস্থা নেয় স্পাইসজেট। যাত্রীর বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়ে তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। এছাড়াও অপর এক যাত্রী এই যাত্রীর পক্ষ নিয়ে কথা বলেছিলেন, তাঁকেও নামিয়ে দেওয়া হয় বিমান থেকে। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

বন্ধ করুন