নীতীশ কুমারের সঙ্গে হাত মিলিয়ে বিহারে ফের এনডিএ জোট সরকার গঠন করার পরই ইন্ডিয়া জোটকে 'অপবিত্র ও অবৈজ্ঞানিক' বলে কটাক্ষ করলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নড্ডা। রবিবার সকালে পদত্যাগের পর সন্ধ্যায় বিজেপির সমর্থন নিয়ে বিহারে সরকার গড়েছেন নীতীশ। এই সরকারকে শুভচ্ছা জানিয়ে নড্ডা বলেন, এর ফলে সরকারের স্থিতিশীলতা এবং রাজ্যের উন্নয়ন আরও তরাণ্বিত হবে।
রবিবার এক সাংবাদির সম্মলনে তিনি বলেন,'ইন্ডিয়া জোট মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে ভেঙে পড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছেন। সবাই জানে পঞ্জাবে এবং বিহারে কী হচ্ছে।'
তাঁর মতে, 'এটি কোনও জোট নয়, এটি আসলে পরিবার এবং সম্পত্তি রক্ষার একটি প্রচেষ্টা।' জেডি (ইউ)-র সঙ্গে জোট প্রসঙ্গে তাঁর মত, 'বিজেপি এবং জেডি (ইউ)-র মধ্যে একটি স্বাভাবিক জোট রয়েছে। আর এনডিএ সরকার যেখানে নেতৃত্ব দিয়েছে সে রাজ্যই উন্নতি করেছে।'
পড়ুন। ‘যেখানে ছিলাম সেখানে ফিরেছি, আর কোথাও যাওয়ার প্রশ্ন ওঠে না’, ফের পালটি খাওয়ার পর প্রতিশ্রুতি নীতীশের
তবে রাজনৈতিক মহলের মতে, নীতীশ কুমারের বেরিয়ে যাওয়া ইন্ডিয়া জোটের কাছে একটা ধাক্কা তো বটে। কারণ, এই জোট গড়ার জন্য নীতীশ প্রথম থেকে সক্রিয় ছিলেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় মতে, জেডি (ইউ)-র ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে যাওয়ার ফলে কোনও ক্ষতি হয়নি জোট প্রক্রিয়ায়।
পড়ুন। উন্নয়নে মহাজোট সরকারে তেজস্বীর ভূমিকা কতটা, নীতীশের পদত্যাগের দিন বিজ্ঞাপন RJD-র
নীতীশের চলে যাওয়াকে জোটের সমস্যা হিসাবে দেখছেন না কংগ্রেস সভাপতি খাড়্গেও। তাঁর মতে, , ‘আগে আমরা একসঙ্গে লড়াই করেছি। আমি যখন লালুজি এবং তেজস্বীর সঙ্গে কথা বলেছিলাম, তাঁরাও বলেছিলেন যে নীতীশ যাচ্ছেন। থাকতে চাইলে সে থাকতে পারতেন কিন্তু তিনি যেতে চান । সেজন্য আমরা আগে থেকেই জানতাম, কিন্তু ভারত জোটকে অক্ষুণ্ণ রাখতে ভুল কিছু বললে ভুল বার্তা যাবে। এই তথ্য আমাদের ইতিমধ্যেই লালুজি আর তেজস্বী জানিয়ে দিয়েছেন। আর সেটাই সত্যি হল। দেশে অনেকেই এমন রয়েছেন যাঁরা, আয়ারাম গয়ারাম।’
নীতীশ ধাক্কা কাটিয়ে আবার কী ভাবে ঘুরে দাঁড়াতে পারে ইন্ডিয়া জোট এখন সেটাই দেখার।