নিরাপদ দেশের একটা সম্প্রসারিত তালিকা পেশ করার পরিকল্পনা নিয়েছে ব্রিটিশ সরকার। আর সেই তালিকায় ভারতের নাম রাখার ব্যাপারে পরিকল্পনা নেওয়া হচ্ছে। আর এটা যদি বাস্তবে হয় তবে বেআইনীভাবে যারা ভারত থেকে ইংল্যান্ডে চলে গিয়েছিলেন তাদের ফেরত আসার বিষয়টি নিশ্চিত করা যাবে। বুধবার হাউজ অফ কমন্সে এনিয়ে খসড়া পেশ করা হয়েছে। সেই তালিকায় ভারত ও জর্জিয়ার নাম যুক্ত হতে পারে। খবর টাইমস অফ ইন্ডিয়া সূত্রে।
ইউকের স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, দেশের অভিবাসন সিস্টেমকে এর মাধ্যমে শক্তপোক্ত করার চেষ্টা করা হচ্ছে। ইউকের হোম সেক্রেটারি সুয়েলা ব্রেভারম্যান জানিয়েছেন, প্রাথমিকভাবে যাদের সেফ কান্ট্রি বলে মনে করা হচ্ছে সেখান থেকে মানুষ যাতে বিপদসঙ্কুল পথে ও বেআইনিভাবে আসতে না পারে সেটা আটকানো দরকার। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, এই তালিকাটার সম্প্রসারণের মাধ্যমে এই বার্তা দেওয়া হচ্ছে আপনারা যদি এখানে বেআইনিভাবে আসেন তবে এখানে আপনারা থাকতে পারবেন না। বেআইনী ইমিগ্রেশন আইনকে প্রয়োগ করতে আমরা বদ্ধপরিকর। এর মাধ্যমে বেআইনি অভিবাসনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে এর আগেই ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানিয়ে দিয়েছিলেন কোনও নৌকায় যদি কেউ বেআইনীভাবে প্রবেশের চেষ্টা করেন তবে সেটা আটকে দিন।
এদিকে ব্রিটিশ স্বরাষ্ট্রদফতর জানিয়েছে, ভারতীয় ও জর্জিয়ান ছোট নৌকার আগমন গত কয়েক বছর ধরে বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে সেই দেশগুলিকে বসবাসের পক্ষে নিরাপদ বলে ঘোষণা করার অর্থ হল সেই দেশ থেকে কেউ যদি বেআইনীভাবে ব্রিটেনে প্রবেশ করেন তবে তিনি যেই হোন আমরা ইউকে অ্যাসাইলাম সিস্টেম অনুসারে তার দাবি মানব না।
এদিকে ইউকের তরফে আর যে দেশগুলিকে নিরাপদ বলে উল্লেখ করা হয়েছে সেগুলি হল আলবানিয়া ও সুইজারল্যান্ড। এছাড়াও ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউরোপিয়ান ইকোনমিক এরিয়াভুক্ত দেশগুলিকেও সেফ কান্ট্রি বলে উল্লেখ করা হয়।
এদিকে কিছুটা স্বাচ্ছন্দ্যের জন্য প্রতি বছর ভারত থেকে অনেকেই ইংল্যান্ড, আমেরিকায় চলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু অভিবাসন সংক্রান্ত আইনকে অত্যন্ত কড়াভাবে প্রয়োগ করতে চাইছে ব্রিটেন। এদিকে ভারত যদি নিরাপদ দেশ হয় তবে সেখান থেকে কোনও নাগরিক যদি বেআইনিভাবে ব্রিটেনে প্রবেশের চেষ্টা করেন সেটা কড়া ভাবে রুখে দেওয়া হবে তেমন ইঙ্গিতও মিলেছে।