এসি টু'টিয়ার কোচে ঠাসা ভিড় নিয়ে দায় ঝাড়তে গিয়ে তুমুল রোষের মুখে পড়ল ভারতীয় রেলওয়ে। গত ১৪ এপ্রিল এসি টু'টিয়ার কোচের মধ্যে অনুমোদনহীন যাত্রীদের ঠাসা ভিড়ের যে ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) পোস্ট করেছিলেন এক নেটিজেন, সেটার প্রেক্ষিতে ২০ এপ্রিল একটি ভিডিয়ো পোস্ট করে ‘কোচের বর্তমান অবস্থার ভিডিয়ো’ দেখিয়ে ভারতীয় রেলের তরফে দাবি করা হল যে এখন তো বাড়তি কোনও ভিড় নেই। এখন সবকিছু ঠিক আছে। সেইসঙ্গে ‘বিভ্রান্তিকর’ ভিডিয়ো দেখিয়ে ভারতীয় রেলের ভাবমূর্তি নষ্ট না করতেও বলা হয় রেলের তরফে। আর তা নিয়েই তুমুল রোষের মুখে পড়েছে ভারতীয় রেল। নেটিজেনদের বক্তব্য, ১৪ এপ্রিল এসি টু'টিয়ার কোচে বাইরের যাত্রীরা উঠে ভিড় জমিয়েছিলেন। আর রেলওয়ে ২০ এপ্রিলের ভিডিয়ো (রেলওয়ে ভিডিয়ো পোস্ট করেছে ২০ এপ্রিল) তুলে ধরে বলছে যে সবকিছু ঠিক আছে। নিজেদের গাফিলতি ঢাকতেই রেলওয়ে সেই কাজ করেছে বলে অভিযোগ করেছেন নেটিজেনদের একাংশ।
এক নেটিজেন বলেন, ‘আপনাদের লজ্জা হওয়া উচিত। ২০২৪ সালের ১৪ এপ্রিল যে ঘটনাটি ঘটেছিল, সেটাকে বিভ্রান্তিকর বলতে আজকের ভিডিয়ো শেয়ার করছেন। অশ্বিনী বৈষ্ণবের অধীনে ভারতীয় রেলওয়ে যে কতটা বাজে পরিষেবা প্রদান করে, সেটা এরকম ভয় দেখিয়েও ফাঁস হয়ে যাওয়া থেকে আটকাতে পারবেন না।’ অপর এক নেটিজেন বলেন, '১৯ এপ্রিল ট্রেন দুর্ঘটনা হল (ধরে নিতে বলা হয়েছে সম্ভবত)। আর ২০ এপ্রিল ভারতীয় রেলওয়ে বলল, এই ভিডিয়োটা দেখুন, ট্রেন ঠিকভাবেই ছুটছে। ভারতীয় রেলের ভাবমূর্তি নষ্ট করবেন না। অযোগ্য।'
একইসুরে অপর এক নেটিজেন বলেন, ‘যাত্রীদের যে দুর্ভোগ পোহাতে হচ্ছে, সেটা জনসমক্ষে স্বীকারও করছেন না। তাও যেখানে ভিডিয়ো-সহ প্রমাণ আছে। উলটে তাঁদের মিথ্যেবাদী বলছেন। অবিশ্বাস্য। কী ঔদ্ধত্য।’ এক নেটিজেন আবার চরম কটাক্ষ করে বলেছেন, ‘তাও একটা ভালো উত্তর দিয়েছে। আমি ভেবেছিলাম যে AI (কৃত্রিম বুদ্ধিমত্তা) ভিডিয়ো পোস্ট করে বলবে যে ভারতীয় রেলকে কালিমালিপ্ত করবেন না।’ অপর একজন বলেন, ‘ভারতীয় রেলই বিভ্রান্তিকর ভিডিয়ো পোস্ট করছে। কারণ ২০২৪ সালের ১৪ এপ্রিল এসি টু'টিয়ার কোচে যে ঠাসা ভিড় ছিল, সেটা নিয়ে সাফাই গাইতে আজকের ভিডিয়ো পোস্ট করেছে।’
যদিও সেই রোষের মুখে ভারতীয় রেলের তরফে নতুন করে কোনও মন্তব্য করা হয়নি। যিনি এসি টু'টিয়ার কোচে অনুমোদনহীন যাত্রীদের ভিডিয়ো পোস্ট করেছিলেন, তিনি নতুন একটি ভিডিয়ো পোস্ট করে বলেছেন যে মিথ্যা বলছেন না তিনি। গত ১৪ এপ্রিল সত্যিই এসি টু'টিয়ার কোচে অনুমোদনহীন যাত্রীদের ঠাসা ভিড় ছিল।